ETV Bharat / state

ZSI-Bhutan MOU: রেড পান্ডা সংরক্ষণে ভারতের সাহায্য চায় ভুটান সরকার, 1 জুলাই মৌ চুক্তি স্বাক্ষর - জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া

রেড পান্ডা সংরক্ষণে প্রযুক্তিগত বিষয়ে ভারতের জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সঙ্গে যোগাযোগ করেছে ভুটান সরকার ৷ 1 জুলাই জেডএসআই-এর 108তম প্রতিষ্ঠা দিবসে দু'দেশের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হবে ৷

ETV Bharat
জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া
author img

By

Published : Jun 29, 2023, 1:03 PM IST

কলকাতা, 29 জুন: রেড পান্ডা সংরক্ষণের জন্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য চাইল ভুটান সরকার ৷ আগামী 1 জুলাই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বা জেডএসআই-এর 108তম প্রতিষ্ঠা দিবস ৷ এদিন এই রেড পান্ডা সংরক্ষণ বিষয়ে দু'দেশের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হবে ৷

বুধবার জেডএসআই পরিচালক ধৃতী বন্দ্যোপাধ্যায় বলেন, "হিমালয় অঞ্চলে রেড পান্ডা সংরক্ষণের জন্য আমাদের কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে ৷ ভুটান সরকার প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল ৷ আমরা যদি তাদের রেড পান্ডা সংরক্ষণে সহায়তা করতে পারি ৷" তিনি জানান, সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ছাড়পত্র গৃহীত হয়েছে ৷

ভুটান সরকার ইতিমধ্যে আমাদের 25 শতাংশ অর্থ সরবরাহ করেছে ৷ এর ফলে জেডএসআই অবিলম্বে কাজ শুরু করতে পারবে ৷ আনুষ্ঠানিক মৌ চুক্তি স্বাক্ষরিত হবে 1 জুলাই ৷ তিনি আরও জানান, দুই দেশের মধ্যে এই ধরনের আন্তঃসীমান্ত সহযোগিতামূলক কর্মসূচি প্রথমবার হতে চলেছে, যা জেডএসআই-এর জন্য যুগান্তকারী পদক্ষেপ ৷

রেড পান্ডা পূর্ব হিমালয় এবং দক্ষিণ-পশ্চিম চিনে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী ৷ 2008 সালে এই প্রাণীটিকে 'দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার' বা আইইউসিএন রেড লিস্টে বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকাভুক্ত হয়েছে ৷

আগামী 1 জুলাই কলকাতায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 108 তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব ৷ অ্যানিম্যাল ডিসকভারিজ 2022-23, 75টি রামসার জলাভূমির প্রাণীজগতের বৈচিত্র্য, পাখির উপর একটি সচিত্র ক্ষেত্র নির্দেশিকা, 108টি প্রজাতির ডিএনএ সিকোয়েন্সিং-এর উপর একটি কম্পিডিয়াম, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা উদ্ভিদ আবিষ্কার- এরকম বেশ কয়েকটি অনুষ্ঠান রাখা হয়েছে ৷

আরও পড়ুন: ইটিভি ভারতের খবর পড়ে হিমালয়ান রেড পান্ডা দত্তক নিল বার্নপুরের ক্লাব

জেডএসআই পরিচালক ধৃতী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বছর ভারতের প্রাণী বৈচিত্র্যে 600টিরও বেশি নতুন প্রজাতি যুক্ত হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী সেই বিষয়ে বইয়ের প্রচ্ছদ উন্মোচন করবেন ৷ 2 এবং 3 জুলাই দ্য অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট-2023 আয়োজন করা হয়েছে নিক্কো পার্কে ৷ দেশে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম ৷ এখানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডন-সহ ভারত ও বিদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷

কলকাতা, 29 জুন: রেড পান্ডা সংরক্ষণের জন্য জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার সাহায্য চাইল ভুটান সরকার ৷ আগামী 1 জুলাই জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার বা জেডএসআই-এর 108তম প্রতিষ্ঠা দিবস ৷ এদিন এই রেড পান্ডা সংরক্ষণ বিষয়ে দু'দেশের মধ্যে মৌ চুক্তি স্বাক্ষরিত হবে ৷

বুধবার জেডএসআই পরিচালক ধৃতী বন্দ্যোপাধ্যায় বলেন, "হিমালয় অঞ্চলে রেড পান্ডা সংরক্ষণের জন্য আমাদের কাজ বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে ৷ ভুটান সরকার প্রযুক্তিগত সহায়তা এবং সহযোগিতার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেছিল ৷ আমরা যদি তাদের রেড পান্ডা সংরক্ষণে সহায়তা করতে পারি ৷" তিনি জানান, সরকারি পর্যায়ে প্রয়োজনীয় ছাড়পত্র গৃহীত হয়েছে ৷

ভুটান সরকার ইতিমধ্যে আমাদের 25 শতাংশ অর্থ সরবরাহ করেছে ৷ এর ফলে জেডএসআই অবিলম্বে কাজ শুরু করতে পারবে ৷ আনুষ্ঠানিক মৌ চুক্তি স্বাক্ষরিত হবে 1 জুলাই ৷ তিনি আরও জানান, দুই দেশের মধ্যে এই ধরনের আন্তঃসীমান্ত সহযোগিতামূলক কর্মসূচি প্রথমবার হতে চলেছে, যা জেডএসআই-এর জন্য যুগান্তকারী পদক্ষেপ ৷

রেড পান্ডা পূর্ব হিমালয় এবং দক্ষিণ-পশ্চিম চিনে বসবাসকারী স্তন্যপায়ী প্রাণী ৷ 2008 সালে এই প্রাণীটিকে 'দ্য ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার' বা আইইউসিএন রেড লিস্টে বিপন্ন প্রজাতির প্রাণীর তালিকাভুক্ত হয়েছে ৷

আগামী 1 জুলাই কলকাতায় জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 108 তম প্রতিষ্ঠা দিবস পালন করা হবে। এর উদ্বোধন করবেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দর যাদব ৷ অ্যানিম্যাল ডিসকভারিজ 2022-23, 75টি রামসার জলাভূমির প্রাণীজগতের বৈচিত্র্য, পাখির উপর একটি সচিত্র ক্ষেত্র নির্দেশিকা, 108টি প্রজাতির ডিএনএ সিকোয়েন্সিং-এর উপর একটি কম্পিডিয়াম, বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা উদ্ভিদ আবিষ্কার- এরকম বেশ কয়েকটি অনুষ্ঠান রাখা হয়েছে ৷

আরও পড়ুন: ইটিভি ভারতের খবর পড়ে হিমালয়ান রেড পান্ডা দত্তক নিল বার্নপুরের ক্লাব

জেডএসআই পরিচালক ধৃতী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই বছর ভারতের প্রাণী বৈচিত্র্যে 600টিরও বেশি নতুন প্রজাতি যুক্ত হয়েছে ৷ কেন্দ্রীয় মন্ত্রী সেই বিষয়ে বইয়ের প্রচ্ছদ উন্মোচন করবেন ৷ 2 এবং 3 জুলাই দ্য অ্যানিম্যাল ট্যাক্সোনমি সামিট-2023 আয়োজন করা হয়েছে নিক্কো পার্কে ৷ দেশে এ ধরনের অনুষ্ঠান এই প্রথম ৷ এখানে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, লন্ডন-সহ ভারত ও বিদেশের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.