ETV Bharat / state

একাধিক ইশুতে রাজ্যজুড়ে পথে নামবে যুব মোর্চা - CESC

রাজ্যে বিদ্যুৎ এর মাশুল বৃদ্ধির প্রতিবাদে 11 সেপ্টেম্বর CESC-র প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচির ডাক দিল ভারতীয় জনতা যুব মোর্চা৷ সেই সঙ্গে 15-20 সেপ্টেম্বর দাঁড়িভিট কাণ্ডের প্রতিবাদে রাজ্যজুড়ে পথে নামবে যুব মোর্চা ৷

দেবজিৎ মজুমদার
author img

By

Published : Sep 6, 2019, 7:42 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে 11 সেপ্টেম্বর ধর্মতলায় CESC-র প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচির ডাক দিল যুব মোর্চা ৷ আজ সাংবাদিক বৈঠকে জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার । এদিন সাংবাদিক বৈঠকে দেবজিৎ সরকার অভিযোগ করেন , " বিদ্যুতের মাশুল নিয়ে তোষণ করছে তৃণমূল সরকার ৷ রাজ্যের বেশ কিছু এলাকায় মিটারের রিডিং নেয় না বিদ্যুৎ পর্ষদ ৷ CESC কর্মীদের সঙ্গে বোঝাপাড়া রয়েছে পর্যদের কর্মীদের । এদিকে CESC কর্তাদের সঙ্গে দহরম-মহরম রয়েছে তৃণমূলের শীর্ষকর্তাদের ৷ ভোট ব্যাংক ধরে রাখার জন্য তৃণমূল সরকার এই কাজ করছে৷ "

এদিকে দাঁড়িভিট কাণ্ড নিয়ে পথে নামছে যুব মোর্চা ৷ রাজ্যজুড়ে যুবমোর্চার 38 টি সাংগঠনিক জেলায় প্রতিবাদ হবে ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, " চলো দাড়িভিট" কর্মসূচির ডাক দিয়েছে যুব মোর্চা ৷ "উর্দু নয় বাংলা চাই, তাপস- রাজেশের মৃত্যুর তদন্ত চাই" এই দাবিতে 15-20 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ 15-20 সেপ্টেম্বর রাজ্যজুড়ে মিছিল করবে যুব মোর্চা ৷ 20 সেপ্টেম্বর যুবমোর্চার 38 টি সাংগঠনিক জেলায় 38 টি বড় জনসভা হবে৷ সেখানে উপস্থিত থাকবেন যুব মোর্চা ও BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ "

এ দিকে মহালয়ার পর থেকে দুর্গাপুজো পর্যন্ত সারা রাজ্যে "অসূর মর্দিনী" নামাঙ্কিত শুভেচ্ছা পত্র বিতরণ করবে যুব মোর্চা ৷ দেবজিৎ সরকার বলেন , " পুজোর আগেই "মুখার্জি টু- মোদি, কাশ্মির 30 " শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করছে যুব মোর্চা । অংশ নিচ্ছে 15 থেকে 20 হাজার প্রতিযোগী ।"

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিদ্যুতের মাশুল বৃদ্ধির প্রতিবাদে 11 সেপ্টেম্বর ধর্মতলায় CESC-র প্রধান দপ্তর ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচির ডাক দিল যুব মোর্চা ৷ আজ সাংবাদিক বৈঠকে জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার । এদিন সাংবাদিক বৈঠকে দেবজিৎ সরকার অভিযোগ করেন , " বিদ্যুতের মাশুল নিয়ে তোষণ করছে তৃণমূল সরকার ৷ রাজ্যের বেশ কিছু এলাকায় মিটারের রিডিং নেয় না বিদ্যুৎ পর্ষদ ৷ CESC কর্মীদের সঙ্গে বোঝাপাড়া রয়েছে পর্যদের কর্মীদের । এদিকে CESC কর্তাদের সঙ্গে দহরম-মহরম রয়েছে তৃণমূলের শীর্ষকর্তাদের ৷ ভোট ব্যাংক ধরে রাখার জন্য তৃণমূল সরকার এই কাজ করছে৷ "

এদিকে দাঁড়িভিট কাণ্ড নিয়ে পথে নামছে যুব মোর্চা ৷ রাজ্যজুড়ে যুবমোর্চার 38 টি সাংগঠনিক জেলায় প্রতিবাদ হবে ৷ যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার বলেন, " চলো দাড়িভিট" কর্মসূচির ডাক দিয়েছে যুব মোর্চা ৷ "উর্দু নয় বাংলা চাই, তাপস- রাজেশের মৃত্যুর তদন্ত চাই" এই দাবিতে 15-20 সেপ্টেম্বর পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ 15-20 সেপ্টেম্বর রাজ্যজুড়ে মিছিল করবে যুব মোর্চা ৷ 20 সেপ্টেম্বর যুবমোর্চার 38 টি সাংগঠনিক জেলায় 38 টি বড় জনসভা হবে৷ সেখানে উপস্থিত থাকবেন যুব মোর্চা ও BJP-র কেন্দ্রীয় নেতৃত্ব ৷ "

এ দিকে মহালয়ার পর থেকে দুর্গাপুজো পর্যন্ত সারা রাজ্যে "অসূর মর্দিনী" নামাঙ্কিত শুভেচ্ছা পত্র বিতরণ করবে যুব মোর্চা ৷ দেবজিৎ সরকার বলেন , " পুজোর আগেই "মুখার্জি টু- মোদি, কাশ্মির 30 " শীর্ষক বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করছে যুব মোর্চা । অংশ নিচ্ছে 15 থেকে 20 হাজার প্রতিযোগী ।"

Intro:06-09-19


সুজয় ঘোষ, কলকাতা


কলকাতা: " রাজ্যে বিদ্যুৎ এর মাশুল বৃদ্ধির প্রতিবাদে ১১ সেপ্টেম্বর CESC এর প্রধান দপ্তর ধর্মতলায় ভিক্টোরিয়া হাউস ঘেরাও কর্মসূচির ডাক যুব মোর্চার" সাংবাদিকের বৈঠকে জানালেন যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার।


দেবজিৎ সরকার বলেন, "১৫-২০ সেপ্টেম্বর পর্যন্ত একটি বিশেষ কর্মসূচি নিয়ে যুব মোর্চা। উদূ নয় বাংলা চাই। তাপস- রাজেশের মৃত্যুর তদন্ত চায়। এই কর্মসূচিতে ২০ সেপ্টেম্বর একটি বড় জমায়েত হবে। " চল দাড়িভিট" কর্মসূচি যুব মোর্চার। মহালয়ার পর থেকে দূর্গাপূজো পর্যন্ত অসূর মরন্দনি নামাঙ্কিত শুভেচ্ছা পত্র বিতরণ যুব মোর্চা"

এদিন সাংবাদিক বৈঠকে দেবজিৎ সরকার অভিযোগ করেন, "তোষণ করতে তৃণমূল সরকার রাজ্যের বেশ কিছু এলাকায় মিটারের রিডিং নেয় না বিদ্যুৎ দপ্তর। CESC কর্মীদের সঙ্গে বোঝাপাড়া আছে রাজ্য সরকারের। ভোটব্যাংক এর জন্য তৃণমূল সরকার এই কাজ করছে"






দেবজিৎ সরকার বলেন" পুজোর আগেই মুর্খার্জী টু- মোদী, কাশ্মির ৩৭০ শীর্ষক বসে আকো প্রতিযোগীতার আয়েজন করছে বিজেপির যুব মোর্চা। অংশ নিচ্ছে ১৫ থেকে ২০ হাজার প্রতিযোগী। বয়স সীমা ১৮ থেকে। কোনও উর্ধসীম নেই।পুরস্কার মূল- ১ লক্ষ টাকা ( প্রথম),দ্বিতীয়- ৭৫ হাজার টাকা। আর তৃতীয় পুরস্কার ৫০ হাজার টাকা। আজ রাজ্য দপ্তরে সাংবাদিক বৈঠকে জানান বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি দেবজিৎ সরকার"Body:কপিConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.