কলকাতা, 26 ডিসেম্বর: প্রতিবছরের মতো এ বছরও আলোর রোশনায় সেজে উঠেছে পার্ক স্ট্রিট ৷ হাল ফ্যাশনের পোশাক পরে জাদুঘরের সামনে দিয়ে অনেকেই হেঁটে চলেছেন পার্ক স্ট্রিটের আনন্দ উপভোগ করতে ৷ প্রতিদিনের চেনা পার্ক স্ট্রিট অনেকটাই অচেনা ৷ তবে বড়দিনের সময় এটাই এই রাস্তার ভীষণ চেনা ছবি ।
এই পার্ক স্ট্রিটেরই একটা অংশের দখল নিয়েছেন বইপ্রেমীরা ৷ উঁকি দিতেই দেখা গেল সেই জায়গায় সিপিআইএমের ছাত্র যুবদের পক্ষ থেকে একটি বুকস্টল তৈরি করা হয়েছে ৷ ভিড় জমেছে সেখানেই ৷ স্টলে আসা যুবক-যুবতীদের সিংহভাগই সংগঠনের সঙ্গে যুক্ত নন । এসেছেন শুধু বই কিনতে। চলতি বছরের দুর্গা পুজোতেও ঠিক এমনটাই হয়েছিল ।
আরও পড়ুন: 'নন্দনকে পৈতৃক সম্পত্তি ভাবে তৃণমূল', প্রজাপতি বিতর্কে তোপ রাহলের
সূত্র বলছে, 22 ডিসেম্বর থেকে বড় দিনের রাত পর্যন্ত প্রায় পৌনে এক লাখ টাকার বই বিক্রি হয়েছে এই স্টল থেকে ৷ গত বছরের থেকে পরিমাণটা প্রায় 35-40 হাজার টাকা বেশি। বড়দিনের সন্ধ্যায় পার্ক স্ট্রিটের এই বুক স্টলে উপস্থিত ছিলেন বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ও ধ্রুবজ্যোতি সাহা ।
আরও পড়ুন: রাশিয়াকে বার্তা দিতে ক্রিসমাসের দিন বদল ইউক্রেনে
বিমান বসুর সঙ্গে ছবি তুলতে এগিয়ে এলেন অনেকেই । পাশাপশি নিজের কেনা পছন্দের বইতে নেতার সাক্ষর করে দেওয়ার আবদারও ছিল। সেই সব আবদার মেটালেন বিমানও । উপস্থিত যুব ও ছাত্র কর্মী থেকে শুরু করে স্টলে আসা লোকজনকে প্রবীণ নেতা বিমান বসুর স্পষ্ট বার্তা, আরএসএস এবং বিজেপি দেশের ইতিহাস বিকৃত করতে বদ্ধপরিকর । এমতাবস্থায় সত্যি ঘটনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া বাম ছাত্র যুবদের কর্তব্য। বই বিক্রির মধ্য দিয়ে সেই কাজটাই করছেন তাঁরা ।