ETV Bharat / state

গল্ফগ্রিনের রাস্তায় যুবকের রক্তাক্ত মৃতদেহ - ঘটনার তদন্তে যাদবপুর থানার পুলিশ ৷

গল্ফগ্রিনে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ৷ মৃতের পরিচয় এখনও জানা যায়নি ৷

গল্ফগ্রিনের রাস্তায় যুবকের রক্তাক্ত মৃতদেহ
author img

By

Published : Sep 1, 2019, 12:57 PM IST

Updated : Sep 1, 2019, 2:54 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : গল্ফগ্রিনের রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷ আজ সকাল সাড়ে 6 টা নাগাদ গল্ফগ্রিনের সেন্ট্রাল পার্কের পাশে ফেজ় 2 এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয় । মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি ৷

মৃতদেহটি একপাশে কাত হয়ে পড়েছিল । মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল । মাথায়, হাতে, পায়ে আঘাতের চিহ্ন ছিল । স্থানীয়রা বলেন, গতরাত 12 টা নাগাদ বেশ কয়েকজন দৌড়াদৌড়ি করছিল ৷ তখন পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে কয়েকজনকে তুলে নিয়ে যায় । তারপর আজ সকালে একটি নির্মীয়মাণ বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে । খবর পেয়ে পুলিশ এসে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

গতরাতে রাস্তায় দৌড়াদৌড়ির আওয়াজ পেয়েছিলেন আশপাশের বাড়ির কয়েকজন ৷ আবার অনেকে বলছেন, তাঁরা কোনও আওয়াজ পাননি ৷ অনেকে বলছেন, অনেক সময় এধরনের চিৎকার, চেঁচামেচি শোনা যায় ৷ অভিজাত এই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ নিরাপত্তার অভাবের কথা মানছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তও ৷ স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়েছে ৷

মৃত যুবকের বয়স আনুমানিক 25 বছর ৷ প্রাথমিক তদন্ত এবং নির্মীয়মাণ বহুতলের CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ ওই যুবককে নির্মীয়মাণ বহুতলে উঠতে দেখা গেছে ৷ প্রাথমিক অনুমান, নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : গল্ফগ্রিনের রাস্তা থেকে উদ্ধার হল এক যুবকের রক্তাক্ত মৃতদেহ ৷ আজ সকাল সাড়ে 6 টা নাগাদ গল্ফগ্রিনের সেন্ট্রাল পার্কের পাশে ফেজ় 2 এলাকা থেকে তাঁর দেহ উদ্ধার হয় । মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি ৷

মৃতদেহটি একপাশে কাত হয়ে পড়েছিল । মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল । মাথায়, হাতে, পায়ে আঘাতের চিহ্ন ছিল । স্থানীয়রা বলেন, গতরাত 12 টা নাগাদ বেশ কয়েকজন দৌড়াদৌড়ি করছিল ৷ তখন পুলিশে খবর দেওয়া হয় । পুলিশ এসে কয়েকজনকে তুলে নিয়ে যায় । তারপর আজ সকালে একটি নির্মীয়মাণ বহুতলের নিচে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ওই যুবককে । খবর পেয়ে পুলিশ এসে তাঁকে বাঙুর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ৷

গতরাতে রাস্তায় দৌড়াদৌড়ির আওয়াজ পেয়েছিলেন আশপাশের বাড়ির কয়েকজন ৷ আবার অনেকে বলছেন, তাঁরা কোনও আওয়াজ পাননি ৷ অনেকে বলছেন, অনেক সময় এধরনের চিৎকার, চেঁচামেচি শোনা যায় ৷ অভিজাত এই এলাকার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে ৷ নিরাপত্তার অভাবের কথা মানছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর তপন দাশগুপ্তও ৷ স্থানীয়দের অভিযোগ, এই এলাকায় অসামাজিক কার্যকলাপ বেড়েছে ৷

মৃত যুবকের বয়স আনুমানিক 25 বছর ৷ প্রাথমিক তদন্ত এবং নির্মীয়মাণ বহুতলের CCTV ফুটেজ খতিয়ে দেখে পুলিশ জানিয়েছে, ভোর চারটে নাগাদ ওই যুবককে নির্মীয়মাণ বহুতলে উঠতে দেখা গেছে ৷ প্রাথমিক অনুমান, নির্মীয়মাণ বহুতল থেকে পড়ে তাঁর মৃত্যু হয়েছে ৷ ঘটনার তদন্ত চলছে ৷

Intro:সকাল 6 টা রক্তাক্ত দেহ উদ্ধার দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা গোলফগ্রিন এর থেকে।সেন্ট্রাল পার্ক এর গায়েই ফেস 2 এলাকা থেকে উদ্ধার দেহ।প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন দেহ টি একপাশে কাত হয়ে পড়েছিল।মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো।মাথায় হাতে পায়ে আঘাত এর চিহ্ন ছিলো।রাত 12 টা নাগাদ কিছু ছেলে দৌড়াদৌড়ি করছিলো তখন পুলিশ এ খবর দেওয়া হয়।পুলিশ এসে কয়েকজন কে তুলে নিয়ে যায়।তারপর আজ সকালে দেহ উদ্ধার।আশপাশের বাড়ির লোকজনরা আওয়াজ পেয়েছেন।কিন্তু তারা তা সত্ত্বেও বেরোন নি।কেউ বলছেন আওয়াজ পেয়েছেন কেউ বলছেন কোনো আওয়াজ পান নি। তবে নিরাপত্তা যে নেই তা মানছেন কাউন্সিলর ও।কোনো বাউন্ডারি ওয়াল নেই তাই যে যখন খুশি ঢুকে পড়ে।অসামাজিক কার্যকলাপ ও বেড়েছে, বলছেন অনেকে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এলাকার কেউ নয়।তবে এত বড়ো ঘটনা গায়ে গায়ে বাড়ি, কেই কিছু বুঝতে পারলেন না।কেউ প্রতিবাদ করলেন না গোলমালের ।বসবাসকারীদের বক্তব্য, এধরনের চিৎকার চেঁচামেচি প্রায় হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খুন নাকি পড়ে গিয়ে মৄত্যু তা খতিয়ে দেখা হচ্ছ ৷ তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ Body:সকাল 6 টা রক্তাক্ত দেহ উদ্ধার দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা গোলফগ্রিন এর থেকে।সেন্ট্রাল পার্ক এর গায়েই ফেস 2 এলাকা থেকে উদ্ধার দেহ।প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন দেহ টি একপাশে কাত হয়ে পড়েছিল।মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো।মাথায় হাতে পায়ে আঘাত এর চিহ্ন ছিলো।রাত 12 টা নাগাদ কিছু ছেলে দৌড়াদৌড়ি করছিলো তখন পুলিশ এ খবর দেওয়া হয়।পুলিশ এসে কয়েকজন কে তুলে নিয়ে যায়।তারপর আজ সকালে দেহ উদ্ধার।আশপাশের বাড়ির লোকজনরা আওয়াজ পেয়েছেন।কিন্তু তারা তা সত্ত্বেও বেরোন নি।কেউ বলছেন আওয়াজ পেয়েছেন কেউ বলছেন কোনো আওয়াজ পান নি। তবে নিরাপত্তা যে নেই তা মানছেন কাউন্সিলর ও।কোনো বাউন্ডারি ওয়াল নেই তাই যে যখন খুশি ঢুকে পড়ে।অসামাজিক কার্যকলাপ ও বেড়েছে, বলছেন অনেকে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এলাকার কেউ নয়।তবে এত বড়ো ঘটনা গায়ে গায়ে বাড়ি, কেই কিছু বুঝতে পারলেন না।কেউ প্রতিবাদ করলেন না গোলমালের ।বসবাসকারীদের বক্তব্য, এধরনের চিৎকার চেঁচামেচি প্রায় হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খুন নাকি পড়ে গিয়ে মৄত্যু তা খতিয়ে দেখা হচ্ছ ৷ তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷ Conclusion:সকাল 6 টা রক্তাক্ত দেহ উদ্ধার দক্ষিণ কলকাতার অভিজাত এলাকা গোলফগ্রিন এর থেকে।সেন্ট্রাল পার্ক এর গায়েই ফেস 2 এলাকা থেকে উদ্ধার দেহ।প্রত্যক্ষদর্শী জানাচ্ছেন দেহ টি একপাশে কাত হয়ে পড়েছিল।মুখ দিয়ে রক্ত বের হচ্ছিলো।মাথায় হাতে পায়ে আঘাত এর চিহ্ন ছিলো।রাত 12 টা নাগাদ কিছু ছেলে দৌড়াদৌড়ি করছিলো তখন পুলিশ এ খবর দেওয়া হয়।পুলিশ এসে কয়েকজন কে তুলে নিয়ে যায়।তারপর আজ সকালে দেহ উদ্ধার।আশপাশের বাড়ির লোকজনরা আওয়াজ পেয়েছেন।কিন্তু তারা তা সত্ত্বেও বেরোন নি।কেউ বলছেন আওয়াজ পেয়েছেন কেউ বলছেন কোনো আওয়াজ পান নি। তবে নিরাপত্তা যে নেই তা মানছেন কাউন্সিলর ও।কোনো বাউন্ডারি ওয়াল নেই তাই যে যখন খুশি ঢুকে পড়ে।অসামাজিক কার্যকলাপ ও বেড়েছে, বলছেন অনেকে।প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এলাকার কেউ নয়।তবে এত বড়ো ঘটনা গায়ে গায়ে বাড়ি, কেই কিছু বুঝতে পারলেন না।কেউ প্রতিবাদ করলেন না গোলমালের ।বসবাসকারীদের বক্তব্য, এধরনের চিৎকার চেঁচামেচি প্রায় হয় ৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ৷ খুন নাকি পড়ে গিয়ে মৄত্যু তা খতিয়ে দেখা হচ্ছ ৷ তবে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পরেই বিষয়টি পরিষ্কার হবে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে ৷
Last Updated : Sep 1, 2019, 2:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.