ETV Bharat / state

নিমতায় যুবকের মৃত্যু, খুনের অভিযোগ পরিবারের - উত্তর 24 পরগনার নিমতা

বান্ধবীকে ছেড়ে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বছর কুড়ির দেবাঞ্জন দাসের । তবে, তার গাড়ির ভিতর থেকে বুলেটের ভাঙা অংশ পাওয়া গেলে পরিবার খুনের অভিযোগ দায়ের করতে যায় । অভিযোগ নিতে অস্বীকার করছে পুলিশ ।

ছবি সৌজন্যে : ফেসবুক
author img

By

Published : Oct 17, 2019, 2:05 PM IST

নিমতা, 17 অক্টোবর : নবমীর রাতে ঠাকুর দেখে বান্ধবীকে ছাড়তে গেছিল উত্তর 24 পরগনার নিমতা এলাকায় । ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বছর কুড়ির দেবাঞ্জন দাসের । দশমীর ভোরে তার দেহ বিরাটি রেলগেটের সামনে একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় । প্রাথমিকভাবে পরিবারের সকলে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে মেনে নিলেও দেবাঞ্জনের বাবা অরুণ দাস ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকেন । সন্দেহ হওয়ায় ঘটনার তিনদিন পর তিনি নিমতা থানার সামনে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি দেখতে যান । গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করতে গিয়ে সিটের তলা থেকে বুলেটের ভাঙা অংশ মেলে । তারপরই নিমতা থানায় খুনের অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । তবে, অরুণবাবুর অভিযোগ, তাঁর কথা তো দূর, অভিযোগ নিতেই অস্বীকার করেছে নিমতা থানার পুলিশ । ঘটনাটিকে বার বার থানার তরফে দুর্ঘটনা হিসেবেই চালানো হচ্ছিল । অভিযোগ নিতে জোর করায় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকিও দেওয়া হয় । ঘটনায় আজ হাইকোর্টের দারস্থ হয়েছেন অরুণবাবু ।

নিমতা থানা এলাকার বাসিন্দা দেবাঞ্জনের সঙ্গে সম্পর্ক ছিল নিমতারই সর্দার পাড়ার বাসিন্দা এক যুবতির । দুর্ঘটনার দিন রাতে তাকে ছেড়েই বাড়ি ফিরছিল দেবাঞ্জন । তারপরই দুর্ঘটনা ঘটে । তবে, খুনের বিষয়টি শোনার পর তার বক্তব্য, দেবাঞ্জন তাকে কোনও হুমকি বা ভয়ের কথা বলেনি কোনওদিন । ঘটনার দিন রাতে তারা সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফিরছিল । দেবাঞ্জন তাকে বাড়ি নামিয়ে চলে যায় । এরপর দেবাঞ্জনের বেশ কয়েকটা ফোন আসে তার নম্বরে । কিন্তু সে বাথরুমে থাকায় ফোন ধরতে পারেনি । পরে সে দেবাঞ্জনকে ফোন করলে দেবাঞ্জনের ফোন থেকেও কোনও উত্তর আসেনি । এরপরই থানা থেকে দেবাঞ্জনের দুর্ঘটনার কথাটি জানানো হয় । বয়ানের পর যুবতি সম্পর্কে খোঁজ-খবর নিতে শুরু করে অরুণবাবুও । তিনি জানতে পারেন দেবঞ্জন ছাড়াও তার আরও কোনও সম্পর্ক থাকতে পারে । পুলিশেরও প্রাথমিক অনুমান, যদি এটি খুন হয়, তবে ঘটনার পিছনে ত্রিকোণ প্রেমের হাত থাকতে পারে । এখানে দমদমের ছাতাকলের বাসিন্দা প্রিন্স সিং নামে এক যুবকের নাম উঠে আসছে । তবে, প্রিন্সের নামে থানায় অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিযোগটি নিতে অস্বীকার করেন । উলটে দেবাঞ্জনের পরিবারকে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে । আজ নিমতা থানায় পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা । তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন ।

এদিকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেবাঞ্জনের ঘাড়ের কাছে ও হাতে দুটো গোল ক্ষত পাওয়া গেছে । এখন ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । তবে এই ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ উগড়ে দেয় দেবাঞ্জনের পাড়ার বাসিন্দারা । দেবাঞ্জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি । তিনি জানান, সাধারণ ভাবে দেখে বোঝাই যাচ্ছে ওটা নিছক গাড়ি দুর্ঘটনা নয় । তাঁর দাবি, "মৃতের পরিবার বারবার থানায় গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয় মানহানির মামলার ভয় দেখিয়ে । তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ।"

নিমতা, 17 অক্টোবর : নবমীর রাতে ঠাকুর দেখে বান্ধবীকে ছাড়তে গেছিল উত্তর 24 পরগনার নিমতা এলাকায় । ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় বছর কুড়ির দেবাঞ্জন দাসের । দশমীর ভোরে তার দেহ বিরাটি রেলগেটের সামনে একটি গাড়ির ভিতর থেকে উদ্ধার হয় । প্রাথমিকভাবে পরিবারের সকলে বিষয়টিকে দুর্ঘটনা হিসেবে মেনে নিলেও দেবাঞ্জনের বাবা অরুণ দাস ঘটনাটি সম্পর্কে খোঁজ-খবর নিতে থাকেন । সন্দেহ হওয়ায় ঘটনার তিনদিন পর তিনি নিমতা থানার সামনে দুর্ঘটনাগ্রস্থ গাড়িটি দেখতে যান । গাড়ির ভিতরে বিভিন্ন জায়গায় খোঁজা-খুঁজি করতে গিয়ে সিটের তলা থেকে বুলেটের ভাঙা অংশ মেলে । তারপরই নিমতা থানায় খুনের অভিযোগ দায়ের করতে যান অরুণবাবু । তবে, অরুণবাবুর অভিযোগ, তাঁর কথা তো দূর, অভিযোগ নিতেই অস্বীকার করেছে নিমতা থানার পুলিশ । ঘটনাটিকে বার বার থানার তরফে দুর্ঘটনা হিসেবেই চালানো হচ্ছিল । অভিযোগ নিতে জোর করায় তাদের বিরুদ্ধে মানহানি মামলা করার হুমকিও দেওয়া হয় । ঘটনায় আজ হাইকোর্টের দারস্থ হয়েছেন অরুণবাবু ।

নিমতা থানা এলাকার বাসিন্দা দেবাঞ্জনের সঙ্গে সম্পর্ক ছিল নিমতারই সর্দার পাড়ার বাসিন্দা এক যুবতির । দুর্ঘটনার দিন রাতে তাকে ছেড়েই বাড়ি ফিরছিল দেবাঞ্জন । তারপরই দুর্ঘটনা ঘটে । তবে, খুনের বিষয়টি শোনার পর তার বক্তব্য, দেবাঞ্জন তাকে কোনও হুমকি বা ভয়ের কথা বলেনি কোনওদিন । ঘটনার দিন রাতে তারা সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফিরছিল । দেবাঞ্জন তাকে বাড়ি নামিয়ে চলে যায় । এরপর দেবাঞ্জনের বেশ কয়েকটা ফোন আসে তার নম্বরে । কিন্তু সে বাথরুমে থাকায় ফোন ধরতে পারেনি । পরে সে দেবাঞ্জনকে ফোন করলে দেবাঞ্জনের ফোন থেকেও কোনও উত্তর আসেনি । এরপরই থানা থেকে দেবাঞ্জনের দুর্ঘটনার কথাটি জানানো হয় । বয়ানের পর যুবতি সম্পর্কে খোঁজ-খবর নিতে শুরু করে অরুণবাবুও । তিনি জানতে পারেন দেবঞ্জন ছাড়াও তার আরও কোনও সম্পর্ক থাকতে পারে । পুলিশেরও প্রাথমিক অনুমান, যদি এটি খুন হয়, তবে ঘটনার পিছনে ত্রিকোণ প্রেমের হাত থাকতে পারে । এখানে দমদমের ছাতাকলের বাসিন্দা প্রিন্স সিং নামে এক যুবকের নাম উঠে আসছে । তবে, প্রিন্সের নামে থানায় অভিযোগ করতে গেলে থানার ভারপ্রাপ্ত আধিকারিক অভিযোগটি নিতে অস্বীকার করেন । উলটে দেবাঞ্জনের পরিবারকে ভয় দেখায় বলে অভিযোগ ওঠে । আজ নিমতা থানায় পৌঁছান ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ ভার্মা । তিনি বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন ।

এদিকে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেবাঞ্জনের ঘাড়ের কাছে ও হাতে দুটো গোল ক্ষত পাওয়া গেছে । এখন ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট এলেই মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে । তবে এই ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ উগড়ে দেয় দেবাঞ্জনের পাড়ার বাসিন্দারা । দেবাঞ্জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার কাউন্সিলর দেবাশিস ব্যানার্জি । তিনি জানান, সাধারণ ভাবে দেখে বোঝাই যাচ্ছে ওটা নিছক গাড়ি দুর্ঘটনা নয় । তাঁর দাবি, "মৃতের পরিবার বারবার থানায় গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয় মানহানির মামলার ভয় দেখিয়ে । তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন ।"

Intro: বারাকপুর, ১৬অক্টোবর:- দশমীর ভোরে নিমতার বিরাটি রেলগেটের সামনে গাড়ি দুর্ঘটনায় বছর কুড়ির দেবাঞ্জনের মৃত্যুর ঘটনায় নয়া মোড়। খুন ঢাকতে দুর্ঘটনার রূপ দেওয়া হয়েছে দাবী মৃত দেবাঞ্জনের পরিবারের। মৃতের পরিবারের আরও অভিযোগ নিমতা থানায় অভিযোগ জানাতে গেলে তাদের অভিযোগ নেওয়া হয়নি। মৃতের বাবা অরুন দাস দাবি করেন, খুন হলেও নিমতা থানার পক্ষ থেকে জানানো হয় গাড়ির দুর্ঘটনার কারণে তার মৃত্যু হয়েছে। যদিও তার দাবি, তার ছেলেকে গাড়ির মধ্যেই গুলি করে খুন করা হয়েছে গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে গুলির ভাঙ্গা অংশ। মৃতের পরিবারের আরও দাবি, ঘটনার পর ১১ তারিখ তারা থানার ভিতর থেকে গাড়ির মধ্যে তারা গুলির ভাঙা অংশ পায়।এরপরে দেবাঞ্জনের পরিবার থানায় অভিযোগ করতে গেলে উল্টে তাদেরকে ভয় দেখানো হয় মানহানির মামলা হতে পারে বলে।

Body:দেবাঞ্জনের বাবার অভিযোগ দমদম ছাতাকলের বাসিন্দা প্রিন্স সিং নামে এক যুবক দেবাঞ্জনকে খুনের হুমকি দিয়েছিল। প্রিন্সের নামে থানায় অভিযোগ করতে গেলে উল্টে থানার ভারপ্রাপ্ত আধিকারিক ভয় দেখায় বলে অভিযোগ। যদিও এ বিষয়ে দেবাঞ্জনের বান্ধবী নিমতার সর্দার পাড়ার বাসিন্দা জানায়, দেবাঞ্জন তাকে কোন হুমকি বা ভয়ের কথা বলেনি। তার দাবি, ঘটনার দিন রাতে তারা সল্টলেক সেক্টর ফাইভ থেকে ফিরছিল। দেবাঞ্জন তাকে বাড়ি নামিয়ে চলে যায়। এরপর দেবাঞ্জনের বেশ কয়েকটা ফোন আসে। কিন্তু সে বাথরুমে থাকায় ফোন ধরতে পারেনি। পরে তিনি দেবাঞ্জনকে ফোন করলে দেবাঞ্জনও ফোন ধরে না। এরপরে থানা থেকে দেবাঞ্জনের দুর্ঘটনার কথা জানানো হয়। এই থেকেই পুলিশের প্রাথমিক অনুমান এটি ত্রিকোণ প্রেমের কোন ঘটনাও হতে পারে। পুলিশ সূত্রে খবর, প্রাথমিক ভাবে গাড়ি দুর্ঘটনার তথ্য উঠে এলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে দেবাঞ্জনের ঘাড়ের কাছে ও হাত দুটো গোল ক্ষত পাওয়া গিয়েছে। তবে ময়নাতদন্তের সম্পূর্ণ রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এই ঘটনায় পুলিশের প্রতি ক্ষোভ উগড়ে দেয় দেবাঞ্জনের পাড়ার বাসিন্দারা। দেবাঞ্জনের পরিবারের পাশে দাঁড়িয়েছে এলাকার কাউন্সিলর দেবাশীষ ব্যানার্জি। তিনি জানান, সাধারণ ভাবে দেখে বোঝা গিয়েছে ওটা নিচ্ছক গাড়ির দুর্ঘটনার ঘটনা নয়। তার দাবি, মৃতের পরিবার বারবার থানায় গেলেও তাদের ফিরিয়ে দেওয়া হয় মানহানির মামলার ভয় দেখিয়ে। তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানায়।Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.