ETV Bharat / state

বীরভূমে ঢাকের বাজনা শুনতে পাবেন না, অনুব্রতকে কটাক্ষ শমীকের - শমীক ভট্টাচার্য

বীরভূম বরাবরই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড় হিসাবেই পরিচিত ৷ আর অনুব্রত মানেই সেখানে বিখ্যাত তাঁরই চরাম চরাম ঢাকের আওয়াজে ভোটগ্রহণ ৷ বীরভূমের ভোটের আগেই শমীক ভট্টাচার্য জানিয়ে দিলেন, " ঢাকের বাজনা শোনা যাবে না ৷ মানুষ অবাধে শান্তিপূর্ণ ভোট দেবে ৷"

কী বললেন শমীক ভট্টাচার্য
কী বললেন শমীক ভট্টাচার্য
author img

By

Published : Apr 28, 2021, 10:31 PM IST

কলকাতা, 28 এপ্রিল : "বীরভূমে আগামি কাল 11 টি আসনে মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দেবে । ঢাকের বাজনা আর শুনতে পারবেন না । করুণ সুরের মধ্যে দিয়েই একটা শিবির শেষ হয়ে যাবে" নাম না করে অনুব্রত মণ্ডলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির মুখপত্র শমীক ভট্টাচার্য ।

আগামি কাল রাজ্যে অষ্টম তথা শেষদফা ভোটগ্রহণ ৷ করোনার জেরে প্রচারে রাশ টানলেও, হাওয়া গরম শাসক এবং বিরোধী শিবিরে ৷ এরই মধ্যে অষ্টম দফায় বীরভূমে আগামি কাল ভোটগ্রহণ ৷ বীরভূম বরাবরই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড় হিসাবেই পরিচিত ৷ আর অনুব্রত মানেই সেখানে বিখ্যাত তাঁরই চরাম চরাম ঢাকের আওয়াজে ভোটগ্রহণ ৷ তবে এখন কমিশনের নজরবন্দি রয়েছেন অনুব্রত ৷ তার মধ্যেই তিনি সকাল থেকে তারাপীঠ দর্শন থেকে ঘুরে বেড়ানো, সবই করেছেন ৷ আর বীরভূমের ভোটের আগেই শমীক ভট্টাচার্য জানিয়ে দিলেন, "ঢাকের বাজনা শোনা যাবে না ৷ মানুষ অবাধে শান্তিপূর্ণ ভোট দেবে ৷ আর একটি শিবির শেষ হয়ে যাবে ৷" এদিন তিনি আরও অভিযোগ করেন, 2011 সাল থেকে বীরভূম শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি । এবার বীরভূমে অন্যরকম নির্বাচন হবে বলেও জানিয়ে দেন তিনি ।

কী বললেন শমীক ভট্টাচার্য
আরও পড়ুন : আমাকে খুঁজে না পাওয়া ওদের ব্যর্থতা : অনুব্রত

করোনা টিকা নিয়ে আরোগ্য সেতু অ্যাপ বিভ্রাট প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "10 লাখ পরীক্ষার্থী দেড় মাসে ইন্টারভিউ শেষ হয়ে যায় । তৃণমূল আবার অ্যাপ এর প্রশ্ন তুলছেন কেনও ? যখন কেন্দ্রীয় টিম কোভিড পরিস্থিতি দেখার জন্য এই রাজ্যে এসেছিলেন, তখন তো তাদের বন্দি করে রাখা হত । কেন্দ্রীয় টিমের সঙ্গে কী ব্যবহার করেছে রাজ্য প্রশাসন সেটা সবার দেখা ।"

কলকাতা, 28 এপ্রিল : "বীরভূমে আগামি কাল 11 টি আসনে মানুষ অবাধ ও শান্তিপূর্ণ ভাবে ভোট দেবে । ঢাকের বাজনা আর শুনতে পারবেন না । করুণ সুরের মধ্যে দিয়েই একটা শিবির শেষ হয়ে যাবে" নাম না করে অনুব্রত মণ্ডলকে কড়া ভাষায় আক্রমণ করলেন বিজেপির মুখপত্র শমীক ভট্টাচার্য ।

আগামি কাল রাজ্যে অষ্টম তথা শেষদফা ভোটগ্রহণ ৷ করোনার জেরে প্রচারে রাশ টানলেও, হাওয়া গরম শাসক এবং বিরোধী শিবিরে ৷ এরই মধ্যে অষ্টম দফায় বীরভূমে আগামি কাল ভোটগ্রহণ ৷ বীরভূম বরাবরই তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের গড় হিসাবেই পরিচিত ৷ আর অনুব্রত মানেই সেখানে বিখ্যাত তাঁরই চরাম চরাম ঢাকের আওয়াজে ভোটগ্রহণ ৷ তবে এখন কমিশনের নজরবন্দি রয়েছেন অনুব্রত ৷ তার মধ্যেই তিনি সকাল থেকে তারাপীঠ দর্শন থেকে ঘুরে বেড়ানো, সবই করেছেন ৷ আর বীরভূমের ভোটের আগেই শমীক ভট্টাচার্য জানিয়ে দিলেন, "ঢাকের বাজনা শোনা যাবে না ৷ মানুষ অবাধে শান্তিপূর্ণ ভোট দেবে ৷ আর একটি শিবির শেষ হয়ে যাবে ৷" এদিন তিনি আরও অভিযোগ করেন, 2011 সাল থেকে বীরভূম শান্তিপূর্ণ নির্বাচন দেখেনি । এবার বীরভূমে অন্যরকম নির্বাচন হবে বলেও জানিয়ে দেন তিনি ।

কী বললেন শমীক ভট্টাচার্য
আরও পড়ুন : আমাকে খুঁজে না পাওয়া ওদের ব্যর্থতা : অনুব্রত

করোনা টিকা নিয়ে আরোগ্য সেতু অ্যাপ বিভ্রাট প্রসঙ্গে শমীক ভট্টাচার্য বলেন, "10 লাখ পরীক্ষার্থী দেড় মাসে ইন্টারভিউ শেষ হয়ে যায় । তৃণমূল আবার অ্যাপ এর প্রশ্ন তুলছেন কেনও ? যখন কেন্দ্রীয় টিম কোভিড পরিস্থিতি দেখার জন্য এই রাজ্যে এসেছিলেন, তখন তো তাদের বন্দি করে রাখা হত । কেন্দ্রীয় টিমের সঙ্গে কী ব্যবহার করেছে রাজ্য প্রশাসন সেটা সবার দেখা ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.