ETV Bharat / state

প্রয়াত নবনীতা দেব সেন - Nabanita Deb Sen passes away

প্রয়াত লেখিকা নবনীতা দেব সেন । তাঁর বয়স হয়েছিল 81 বছর ।

নবনীতা দেব সেন
author img

By

Published : Nov 7, 2019, 9:03 PM IST

Updated : Nov 8, 2019, 12:30 AM IST

কলকাতা, 7 নভেম্বর : প্রয়াত সাহিত্যিক নবনীতা দেব সেন ৷ বয়স হয়েছিল 81 বছর ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ ।

বেশ কিছু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন নবনীতা দেব সেন । একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ আজ বাড়িতেই মৃত্যু হয় তাঁর । আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে প্রখ্যাত সাহিত্যিকের ।

1938 সালের 13 জানুয়ারি তাঁর জন্ম ৷ অমর্ত্য সেনের প্রথম স্ত্রী নবনীতা দেব সেন সাহিত্য কীর্তিতে নিজ গুণে উজ্জ্বল ছিলেন আজীবন ৷ 1959 সালে 'প্রথম প্রত্যয়' দিয়ে সাহিত্য জগতে তাঁর আত্মপ্রকাশ ৷ 1999-তে পেয়েছিলেন সাহিত্য আকাদেমি সম্মান । 2000 সালে পদ্মশ্রী সম্মান পান তিনি ৷

  • Saddened at the passing away of noted litterateur and academic Nabaneeta Dev Sen. A recipient of several awards, her absence will be felt by her myriad students and well-wishers. My condolences to her family and admirers.

    — Mamata Banerjee (@MamataOfficial) November 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু গুরুগম্ভীর সাহিত্য নয়, শিশু-কিশোর সাহিত্যেও তাঁর অবদান অনস্বীকার্য । ছোটোদের লেখায় তাঁর জুড়ি মেলা ভার ৷ শিশু-সাহিত্যে অবদানের জন্য চলতি বছরে 'বাল সাহিত্য' পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি । 'জগমোহনবাবুর জগৎ','খগেনবাবুর পৃথিবী','পলাশপুরের পিকনিকের' মতো শিশু সাহিত্যগুলি তাঁরই কৃতিত্বের প্রমাণ ।

নবনীতা দেব সেনের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্য-সংস্কৃতি-শিল্প জগৎ৷ শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্টজন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক জানান ৷ তিনি লেখেন, 'প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেব সেনের প্রয়াণে আমি গভীর শোকাহত । তাঁর অনুপস্থিতি অগণিত ছাত্রছাত্রী ও শুভাকাঙ্খী অনুভব করবেন । তাঁর পরিবারের প্রতি জানাই গভীর জানাই সমবেদনা ।'

সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল বলে জানান তিনি ৷ প্রায় 60 বছর ধরে নবনীতা দেব সেনের সঙ্গে সম্পর্ক ছিল শীর্ষেন্দুবাবুর ৷ প্রিয় বন্ধু নবনীতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ৷ শীর্ষেন্দু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "অসামান্য রসবোধ, অসামান্য লেখা তাঁর ৷ নানা স্বাদের লেখা লিখতেন তিনি ৷ প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, সাহিত্য, নিবন্ধ সবই লিখতে পারতেন অনায়াসে ৷ তাঁর অমলিন হাসি আমার মনে থাকবে ৷ ওর প্রাণশক্তি আমায় স্পর্শ করেছে ৷ ব্যক্তিগতভাবে আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷"

বুদ্ধদেব গুহর পুরাতনী টপ্পা গানের গুণমুগ্ধ শ্রোতা ছিলেন নবনীতা দেব সেন । প্রতিবছর জন্মদিনে বুদ্ধদেব গুহকে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে আমন্ত্রণ জানাতেন নবনীতা । জন্মদিনে বুদ্ধদেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা । প্রিয় বান্ধবীর স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেবের ।

বুদ্ধদেব বলেন, "অমর্ত্য সেনের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা । সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন । প্রাণবন্ত প্রতিবাদী একটি মেয়ের মৃত্যু হল আজ ৷" নবনীতার থেকে প্রায় তিন বছরের বড় বুদ্ধদেব । বয়সে বড় হয়ে নবনীতার স্মৃতিচারণা করতে মোটেই ভাল লাগছিল না তাঁর । বললেন, "মনের অবস্থা ভালো নেই ।"

নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন লেখক আবুল বাশারও ৷ তিনি বলেন, "সন্দেহ নেই বাংলা সাহিত্যের ক্ষতি হয়ে গেল ৷ আমার সঙ্গে ওনার তেমন ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল না ৷ চিনতাম ৷ উনিও আমায় চিনতেন ৷ দেখাও হতো ৷ আমার বইয়ের সমালোচনাও উনি করেছিলেন ৷ সাহিত্যিক নবনীতা দেব সেনের একটি বিষয় আমায় খুব অবাক করত তা হল ওনার দ্বৈতসত্তা ৷ যখন গুরুগম্ভীর উপন্যাস লিখেছেন তখন একরকম আবার ওনার হাত থেকেই হালকা চালের লেখা বেরিয়েছে ৷ একজন অধ্যাপিকা কীভাবে এত সুন্দরভাবে দু'টো দিক বজায় রাখতে পারেন তা আমাকে বারবার ভাবিয়েছে ৷"

সাহিত্যিক নবনীতা দেব সেনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । তিনি বলেন, "সাহিত্যে মগ্ন একজন মুক্তমনা মহিলা ছিলেন তিনি । বাংলা সাহিত্যের একজন অগ্রণী কবির মৃত্যুতে শোক জ্ঞাপন করছি । বাংলা ও বাংলা সাহিত্যের ক্ষতি হল । সর্বোপরি দেব পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করছি । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।"

প্রয়াত নবনীত দেব সেনের স্মৃতিচারণায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "'রোববার' পরিবারের এক সদস্যকে হারালাম ৷ প্রথম দিন থেকে 'ভালোবাসার বারান্দা' কলমটা উনি লিখতেন ৷ আজ খবর শোনার পরই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে ৷"

কলকাতা, 7 নভেম্বর : প্রয়াত সাহিত্যিক নবনীতা দেব সেন ৷ বয়স হয়েছিল 81 বছর ৷ তাঁর প্রয়াণে শোকস্তব্ধ সাহিত্য জগৎ ।

বেশ কিছু দিন ধরে ক্যানসারে ভুগছিলেন নবনীতা দেব সেন । একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ কাজ করা বন্ধ করে দিয়েছিল ৷ আজ বাড়িতেই মৃত্যু হয় তাঁর । আগামীকাল শেষকৃত্য সম্পন্ন হবে প্রখ্যাত সাহিত্যিকের ।

1938 সালের 13 জানুয়ারি তাঁর জন্ম ৷ অমর্ত্য সেনের প্রথম স্ত্রী নবনীতা দেব সেন সাহিত্য কীর্তিতে নিজ গুণে উজ্জ্বল ছিলেন আজীবন ৷ 1959 সালে 'প্রথম প্রত্যয়' দিয়ে সাহিত্য জগতে তাঁর আত্মপ্রকাশ ৷ 1999-তে পেয়েছিলেন সাহিত্য আকাদেমি সম্মান । 2000 সালে পদ্মশ্রী সম্মান পান তিনি ৷

  • Saddened at the passing away of noted litterateur and academic Nabaneeta Dev Sen. A recipient of several awards, her absence will be felt by her myriad students and well-wishers. My condolences to her family and admirers.

    — Mamata Banerjee (@MamataOfficial) November 7, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুধু গুরুগম্ভীর সাহিত্য নয়, শিশু-কিশোর সাহিত্যেও তাঁর অবদান অনস্বীকার্য । ছোটোদের লেখায় তাঁর জুড়ি মেলা ভার ৷ শিশু-সাহিত্যে অবদানের জন্য চলতি বছরে 'বাল সাহিত্য' পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি । 'জগমোহনবাবুর জগৎ','খগেনবাবুর পৃথিবী','পলাশপুরের পিকনিকের' মতো শিশু সাহিত্যগুলি তাঁরই কৃতিত্বের প্রমাণ ।

নবনীতা দেব সেনের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলার সাহিত্য-সংস্কৃতি-শিল্প জগৎ৷ শোক প্রকাশ করেছেন বহু বিশিষ্টজন ৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইট করে শোক জানান ৷ তিনি লেখেন, 'প্রখ্যাত সাহিত্যিক ও শিক্ষাবিদ নবনীতা দেব সেনের প্রয়াণে আমি গভীর শোকাহত । তাঁর অনুপস্থিতি অগণিত ছাত্রছাত্রী ও শুভাকাঙ্খী অনুভব করবেন । তাঁর পরিবারের প্রতি জানাই গভীর জানাই সমবেদনা ।'

সাহিত্যিক নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় ৷ সাহিত্যের অপূরণীয় ক্ষতি হল বলে জানান তিনি ৷ প্রায় 60 বছর ধরে নবনীতা দেব সেনের সঙ্গে সম্পর্ক ছিল শীর্ষেন্দুবাবুর ৷ প্রিয় বন্ধু নবনীতার মৃত্যুতে ভেঙে পড়েছেন তিনি ৷ শীর্ষেন্দু স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, "অসামান্য রসবোধ, অসামান্য লেখা তাঁর ৷ নানা স্বাদের লেখা লিখতেন তিনি ৷ প্রবন্ধ, কবিতা, ভ্রমণ, সাহিত্য, নিবন্ধ সবই লিখতে পারতেন অনায়াসে ৷ তাঁর অমলিন হাসি আমার মনে থাকবে ৷ ওর প্রাণশক্তি আমায় স্পর্শ করেছে ৷ ব্যক্তিগতভাবে আমার ও বাংলা সাহিত্যের অপূরণীয় ক্ষতি হয়ে গেল ৷"

বুদ্ধদেব গুহর পুরাতনী টপ্পা গানের গুণমুগ্ধ শ্রোতা ছিলেন নবনীতা দেব সেন । প্রতিবছর জন্মদিনে বুদ্ধদেব গুহকে নিজের বাড়ি 'ভালোবাসা'-তে আমন্ত্রণ জানাতেন নবনীতা । জন্মদিনে বুদ্ধদেবের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত বা টপ্পা গান শুনতে চাইতেন নবনীতা । প্রিয় বান্ধবীর স্মৃতিচারণা করতে গিয়ে চোখের জল বাঁধ মানল না বুদ্ধদেবের ।

বুদ্ধদেব বলেন, "অমর্ত্য সেনের সঙ্গে বিচ্ছেদ মানতে পারেননি নবনীতা । সেই ধাক্কা সামলাতে না পেরে দীর্ঘদিন কষ্ট পেয়েছেন । প্রাণবন্ত প্রতিবাদী একটি মেয়ের মৃত্যু হল আজ ৷" নবনীতার থেকে প্রায় তিন বছরের বড় বুদ্ধদেব । বয়সে বড় হয়ে নবনীতার স্মৃতিচারণা করতে মোটেই ভাল লাগছিল না তাঁর । বললেন, "মনের অবস্থা ভালো নেই ।"

নবনীতা দেব সেনের মৃত্যুতে দুঃখপ্রকাশ করলেন লেখক আবুল বাশারও ৷ তিনি বলেন, "সন্দেহ নেই বাংলা সাহিত্যের ক্ষতি হয়ে গেল ৷ আমার সঙ্গে ওনার তেমন ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক ছিল না ৷ চিনতাম ৷ উনিও আমায় চিনতেন ৷ দেখাও হতো ৷ আমার বইয়ের সমালোচনাও উনি করেছিলেন ৷ সাহিত্যিক নবনীতা দেব সেনের একটি বিষয় আমায় খুব অবাক করত তা হল ওনার দ্বৈতসত্তা ৷ যখন গুরুগম্ভীর উপন্যাস লিখেছেন তখন একরকম আবার ওনার হাত থেকেই হালকা চালের লেখা বেরিয়েছে ৷ একজন অধ্যাপিকা কীভাবে এত সুন্দরভাবে দু'টো দিক বজায় রাখতে পারেন তা আমাকে বারবার ভাবিয়েছে ৷"

সাহিত্যিক নবনীতা দেব সেনের প্রয়াণে শোকপ্রকাশ করলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু । তিনি বলেন, "সাহিত্যে মগ্ন একজন মুক্তমনা মহিলা ছিলেন তিনি । বাংলা সাহিত্যের একজন অগ্রণী কবির মৃত্যুতে শোক জ্ঞাপন করছি । বাংলা ও বাংলা সাহিত্যের ক্ষতি হল । সর্বোপরি দেব পরিবারের প্রতি দুঃখপ্রকাশ করছি । তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি ।"

প্রয়াত নবনীত দেব সেনের স্মৃতিচারণায় অনিন্দ্য চট্টোপাধ্যায় ৷ তিনি বলেন, "'রোববার' পরিবারের এক সদস্যকে হারালাম ৷ প্রথম দিন থেকে 'ভালোবাসার বারান্দা' কলমটা উনি লিখতেন ৷ আজ খবর শোনার পরই মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে ৷"


New Delhi, Nov 07 (ANI): You no longer have to feel agitated when strangers add you to random groups on WhatsApp. The company has announced a new privacy update that gives you more control over group additions. As explained in the official blog, the new privacy setting and invite system allows one to choose who adds them to a group. One can choose from three options: Everyone, My Contacts, or My Contacts Except. The new feature is available under the Settings panel of the app under Account > Privacy > Groups. Once enabled, admins who are not able to add you to a group will be prompted to send a private invite through an individual chat. The invitation will expire in three days if not accepted.

Last Updated : Nov 8, 2019, 12:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.