ETV Bharat / state

ভোটের মুখে হাত ভেঙে চরম বিপত্তি সাংসদ মালা রায়ের - South Kolkata MP Mala Roy fractured her arms

বিয়েবাড়িতে হঠাৎ পড়ে গিয়ে ডান হাতের কব্জি ভাঙলেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা সাহা । আগামী 6 সপ্তাহ আপাতত বিশ্রাম নিতে পরামর্শ দিয়েছেন চিকিৎসক ।

চরম বিপত্তি সাংসদ মালা রায়ের
চরম বিপত্তি সাংসদ মালা রায়ের
author img

By

Published : Jan 22, 2021, 10:57 AM IST

কলকাতা, 22 জানুয়ারি : বিধানসভা ভোটের মুখে ঠাসা কর্মসূচি । নেই ফুরসত। এরই মধ্যে হাত ভেঙে বিপাকে পড়লেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় । মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকার একটি বিয়েবাড়িতে যোগ দিতে গিয়ে এমন বিপদের শিকার হয়েছেন তিনি ।

মঙ্গলবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত দলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন মালা রায় । শেষে মঞ্চে বক্তৃতাও দেন । পরে দলের আরও কিছু কর্মসূচিতে যোগ দেন । তারপর নিজের নির্বাচনী এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে যান ।

ওই বিয়েবাড়ির কোলাপসিবল গেটে মালা দেবী হোঁচট খেয়ে পড়ে যান । দেহের ভার সামলাতে ডান হাতের উপর ভর দেন । সেসময় ডান হাতের কব্জিতে গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে ফুলেও যায় । তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন : এবার শক্তি প্রদর্শন দক্ষিণ কলকাতায়, রোড শো বিজেপির

বেসরকারি হাসপাতালে এক্স-রে করা হয় । তাতে ধরা পড়ে, ডান হাতের কব্জি ভেঙে গেছে । চিকিৎসকরা বুধবার প্লাস্টার করে দেন । নির্দেশমতো আগামী দেড়মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে ।

ভোটের মুখে এই বিপত্তি কিছুতেই মেনে নিতে পারছেন না সাংসদ। এই পরিস্থিতির মধ্যে হাতে চোট না লাগিয়ে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি । আরও জানা গেছে, দলের নেতা-নেত্রীদের অনেকেই বারবার ফোন করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন ।

কলকাতা, 22 জানুয়ারি : বিধানসভা ভোটের মুখে ঠাসা কর্মসূচি । নেই ফুরসত। এরই মধ্যে হাত ভেঙে বিপাকে পড়লেন দক্ষিণ কলকাতার তৃণমূল সাংসদ মালা রায় । মঙ্গলবার নিজের নির্বাচনী এলাকার একটি বিয়েবাড়িতে যোগ দিতে গিয়ে এমন বিপদের শিকার হয়েছেন তিনি ।

মঙ্গলবার টালিগঞ্জ ট্রাম ডিপো থেকে হাজরা মোড় পর্যন্ত দলের প্রতিবাদ মিছিলে যোগ দিয়েছিলেন মালা রায় । শেষে মঞ্চে বক্তৃতাও দেন । পরে দলের আরও কিছু কর্মসূচিতে যোগ দেন । তারপর নিজের নির্বাচনী এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রণ রক্ষা করতে যান ।

ওই বিয়েবাড়ির কোলাপসিবল গেটে মালা দেবী হোঁচট খেয়ে পড়ে যান । দেহের ভার সামলাতে ডান হাতের উপর ভর দেন । সেসময় ডান হাতের কব্জিতে গুরুতর চোট লাগে। সঙ্গে সঙ্গে ফুলেও যায় । তড়িঘড়ি তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

আরও পড়ুন : এবার শক্তি প্রদর্শন দক্ষিণ কলকাতায়, রোড শো বিজেপির

বেসরকারি হাসপাতালে এক্স-রে করা হয় । তাতে ধরা পড়ে, ডান হাতের কব্জি ভেঙে গেছে । চিকিৎসকরা বুধবার প্লাস্টার করে দেন । নির্দেশমতো আগামী দেড়মাস তাঁকে বিশ্রামে থাকতে হবে ।

ভোটের মুখে এই বিপত্তি কিছুতেই মেনে নিতে পারছেন না সাংসদ। এই পরিস্থিতির মধ্যে হাতে চোট না লাগিয়ে যতটা সম্ভব কাজ করার চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি । আরও জানা গেছে, দলের নেতা-নেত্রীদের অনেকেই বারবার ফোন করে তাঁর শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.