কলকাতা, 2 জুলাই : উডল্যান্ডস হাসপাতাল আনতে চলেছে ক্যানসার ওয়ার্ড ৷ ডক্টর'স ডে-তে এমনটাই জানালেন উডল্যান্ডস হাসপাতালের ডিরেক্টর তথা ডাক্তার রুপালি বসু (Woodlands Hospital Will Start Cancer Ward in New Alipore Branch)৷
তিনি বলেন, "বর্তমানে আমাদের এখানে 10 তলা রয়েছে। তবে আগামিদিনে আমরা সেটা আরও একটু বাড়িয়ে তুলব ৷ এই বিল্ডিংকে 11 তলা করার পরিকল্পনা রয়েছে। সেখানে প্রায় 350টি বেড রাখা হবে। এছাড়াও আমরা ক্যানসার হাসপাতালের ব্যবস্থা করব। তবে এই পরিকল্পনা রূপায়ণ হতে সময় লাগবে প্রায় 3 বছর।"
আরও পড়ুন : স্থূলকায়দের ক্ষেত্রে বেশি কার্যকর করোনা টিকা, বলছে গবেষণা
উডল্যান্ডস হাসপাতালের নিউ আলিপুরে যে শাখা রয়েছে সেখানেই এই ক্যানসার ওয়ার্ড চালু হবে ৷ তাই এই শাখাকে নবরূপে সাজানো হয়েছে ৷ এর পাশাপাশি ডক্টর'স ডে হিসেবে আগামী 14 জুলাই পর্যন্ত বিনামূল্যে সমস্ত চিকিৎসকদের হার্ট চেকআপ করা হবে। চিকিৎসকরা অনেক সময় নিজেদের শারীরিক অবস্থার ওপর নজর রাখে না। সেজন্যই এই ব্যবস্থাপনা। যে কোনও চিকিৎসক আমাদের হাসপাতালে এসে এই চেকআপ করানোর সুযোগ পাবে।