ETV Bharat / state

Chingrighata Road Accident: চিংড়িঘাটা পথ দুর্ঘটনায় জখম মহিলার মৃত্যু চিত্তরঞ্জন হাসপাতালে - পথদুর্ঘটনায় মৃত্যু হল জখম পথচারীর

বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একের পর এক গাড়িতে ধাক্কা মারে একটি লাল রঙের প্রাইভেট গাড়ি ৷ এতে পথচারীরাও জখম হন ৷ আজ মারা গেলেন এক আহত পথচারী (Women injured in chingarighata road accident) ৷

Road Accident
ETV Bharat
author img

By

Published : Dec 9, 2022, 1:38 PM IST

সল্টলেক, 9 ডিসেম্বর: পথদুর্ঘটনায় মৃত্যু হল জখম পথচারীর ৷ চিত্তরঞ্জন হাসপাতালে মারা গেলেন খুকু গায়েন নামের ওই মহিলা ৷ বৃহস্পতিবার তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ওই দিন সকালে চিংড়িঘাটা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ এতে জখম হয়েছিলেন পুলিশ কর্মী-সহ 7 জন ৷ এতে পথচারীরাও আহত হন () ৷

সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপরের খেজুরির বাসিন্দা খুকু গায়েন (47) ৷ তার পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল বলে চিকিৎসক জানা গিয়েছে ৷ লাল রঙের ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ আটক করা হয়েছে গাড়ির চালককেও ৷

আরও পড়ুন: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7

বৃহস্পতিবার সকালে লাল রঙের প্রাইভেট গাড়িটি একজন যাত্রী নিয়ে নিকোপার্কের দিক থেকে বাইপাসের দিকে আসছিল ৷ চিংড়িঘাটায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ তারপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ এর আগেও এই রাস্তায় একাধিক পথদুর্ঘটনা ঘটেছে ৷ তাই জোরে গাড়ি চালালে তা ধরার অত্যাধুনিক যন্ত্রও বসানো হয়েছে এখানে ৷ তাও দুর্ঘটনায় বিরাম নেই ৷

সল্টলেক, 9 ডিসেম্বর: পথদুর্ঘটনায় মৃত্যু হল জখম পথচারীর ৷ চিত্তরঞ্জন হাসপাতালে মারা গেলেন খুকু গায়েন নামের ওই মহিলা ৷ বৃহস্পতিবার তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ওই দিন সকালে চিংড়িঘাটা এলাকায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর কয়েকটি গাড়িকে ধাক্কা মারে ৷ এতে জখম হয়েছিলেন পুলিশ কর্মী-সহ 7 জন ৷ এতে পথচারীরাও আহত হন () ৷

সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপরের খেজুরির বাসিন্দা খুকু গায়েন (47) ৷ তার পাঁজরের একাধিক হাড় ভেঙে গিয়েছিল বলে চিকিৎসক জানা গিয়েছে ৷ লাল রঙের ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ ৷ আটক করা হয়েছে গাড়ির চালককেও ৷

আরও পড়ুন: চিংড়িঘাটায় নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের ধাক্কা বেপরোয়া গাড়ির, পুলিশকর্মী-সহ আহত 7

বৃহস্পতিবার সকালে লাল রঙের প্রাইভেট গাড়িটি একজন যাত্রী নিয়ে নিকোপার্কের দিক থেকে বাইপাসের দিকে আসছিল ৷ চিংড়িঘাটায় এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক ৷ তারপরই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা ৷ এর আগেও এই রাস্তায় একাধিক পথদুর্ঘটনা ঘটেছে ৷ তাই জোরে গাড়ি চালালে তা ধরার অত্যাধুনিক যন্ত্রও বসানো হয়েছে এখানে ৷ তাও দুর্ঘটনায় বিরাম নেই ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.