কলকাতা, 12 ডিসেম্বর: ফের কলকাতায় অনলাইন প্রতারণার ঘটনা । এবার ভিলেন অনলাইন গেম । আর সেখান থেকেই লেক গার্ডেনসবাসী এক মহিলার সঙ্গে আলাপ হয় এক বিদেশির । যিনি মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেন । আলাপ গাঢ় হয়ে প্রেমে পরিণত হয় । ওই যুবক মহিলাকে বিয়ের প্রস্তাব দেন । রাজি হন মহিলা । আর তারপরেই বিপত্তি । মহিলা খোয়ালেন 23 লাখ টাকা । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায় । তদন্ত শুরু করেছে লালবাজার ।
পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এক সময় লন্ডন পুলিশে কর্মরত ছিলেন । প্রায় তিন দশক ছিলেন সেখানে । তবে বর্তমানে থাকেন কলকাতায় । সময় কাটে অন লাইন গেম খেলে । সেই সূত্রেই গত জুলাইয়ে আলাপ হয় অ্যামেরিকাবাসী মার্ক অ্যান্ডারসনের সঙ্গে । মহিলাকে অন্তত এমনটাই পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি । আলাপ গাঢ় হয় । আদানপ্রদান হয় মোবাইল নম্বর । তারপর হোয়াটসঅ্যাপে কথা । ওই মহিলাকে মার্ক জানান, তিনি তেলের খনিতে চাকরি করেন । তাঁর প্রাক্তন স্ত্রী ছিলেন ভারতীয় । এক মেয়েও ছিল । দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের দুজনেরই । এরই মাঝে মার্ক মহিলাকে বলেন তিনি মেক্সিকোয় আছেন । তার জাহাজে আগুন ধরে গেছে । এক সহকর্মীর জন্য 25 লাখ টাকা প্রয়োজন ।
মহিলা মার্ককে পাঠান 23 লাখ 80 হাজার টাকা । মার্ক তাঁকে জানিয়েছিল বিপদ কেটে গেলেই টাকা ফেরত দেবেন । সময় পার হয়ে যায়, কিন্তু টাকা আর ফেরত আসেনি । মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । তারপরই তিনি লালবাজারের দ্বারস্থ হন । অভিযোগ দায়ের করেছেন সাইবার ক্রাইম থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।