ETV Bharat / state

অনলাইন গেমে আলাপ থেকে প্রেম, মহিলা খোয়ালেন 23 লাখ - লালবাজার সাইবার ক্রাইম থানা

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এক সময় লন্ডন পুলিশে কর্মরত ছিলেন । প্রায় তিন দশক ছিলেন সেখানে । তবে বর্তমানে থাকেন কলকাতায় । সময় কাটে অন লাইন গেম খেলে । সেই সূত্রেই গত জুলাইয়ে আলাপ হয় অ্যামেরিকাবাসী মার্ক অ্যান্ডারসনের সঙ্গে । মহিলাকে অন্তত এমনটাই পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি  ।

Women fraud 23 lacs
কলকাতায় অনলাইন প্রতারণা
author img

By

Published : Dec 12, 2019, 11:34 PM IST

কলকাতা, 12 ডিসেম্বর: ফের কলকাতায় অনলাইন প্রতারণার ঘটনা । এবার ভিলেন অনলাইন গেম । আর সেখান থেকেই লেক গার্ডেনসবাসী এক মহিলার সঙ্গে আলাপ হয় এক বিদেশির । যিনি মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেন । আলাপ গাঢ় হয়ে প্রেমে পরিণত হয় । ওই যুবক মহিলাকে বিয়ের প্রস্তাব দেন । রাজি হন মহিলা । আর তারপরেই বিপত্তি । মহিলা খোয়ালেন 23 লাখ টাকা । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায় । তদন্ত শুরু করেছে লালবাজার ।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এক সময় লন্ডন পুলিশে কর্মরত ছিলেন । প্রায় তিন দশক ছিলেন সেখানে । তবে বর্তমানে থাকেন কলকাতায় । সময় কাটে অন লাইন গেম খেলে । সেই সূত্রেই গত জুলাইয়ে আলাপ হয় অ্যামেরিকাবাসী মার্ক অ্যান্ডারসনের সঙ্গে । মহিলাকে অন্তত এমনটাই পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি । আলাপ গাঢ় হয় । আদানপ্রদান হয় মোবাইল নম্বর । তারপর হোয়াটসঅ্যাপে কথা । ওই মহিলাকে মার্ক জানান, তিনি তেলের খনিতে চাকরি করেন । তাঁর প্রাক্তন স্ত্রী ছিলেন ভারতীয় । এক মেয়েও ছিল । দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের দুজনেরই । এরই মাঝে মার্ক মহিলাকে বলেন তিনি মেক্সিকোয় আছেন । তার জাহাজে আগুন ধরে গেছে । এক সহকর্মীর জন্য 25 লাখ টাকা প্রয়োজন ।

মহিলা মার্ককে পাঠান 23 লাখ 80 হাজার টাকা । মার্ক তাঁকে জানিয়েছিল বিপদ কেটে গেলেই টাকা ফেরত দেবেন । সময় পার হয়ে যায়, কিন্তু টাকা আর ফেরত আসেনি । মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । তারপরই তিনি লালবাজারের দ্বারস্থ হন । অভিযোগ দায়ের করেছেন সাইবার ক্রাইম থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

কলকাতা, 12 ডিসেম্বর: ফের কলকাতায় অনলাইন প্রতারণার ঘটনা । এবার ভিলেন অনলাইন গেম । আর সেখান থেকেই লেক গার্ডেনসবাসী এক মহিলার সঙ্গে আলাপ হয় এক বিদেশির । যিনি মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেন । আলাপ গাঢ় হয়ে প্রেমে পরিণত হয় । ওই যুবক মহিলাকে বিয়ের প্রস্তাব দেন । রাজি হন মহিলা । আর তারপরেই বিপত্তি । মহিলা খোয়ালেন 23 লাখ টাকা । বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায় । তদন্ত শুরু করেছে লালবাজার ।

পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এক সময় লন্ডন পুলিশে কর্মরত ছিলেন । প্রায় তিন দশক ছিলেন সেখানে । তবে বর্তমানে থাকেন কলকাতায় । সময় কাটে অন লাইন গেম খেলে । সেই সূত্রেই গত জুলাইয়ে আলাপ হয় অ্যামেরিকাবাসী মার্ক অ্যান্ডারসনের সঙ্গে । মহিলাকে অন্তত এমনটাই পরিচয় দিয়েছিল ওই ব্যক্তি । আলাপ গাঢ় হয় । আদানপ্রদান হয় মোবাইল নম্বর । তারপর হোয়াটসঅ্যাপে কথা । ওই মহিলাকে মার্ক জানান, তিনি তেলের খনিতে চাকরি করেন । তাঁর প্রাক্তন স্ত্রী ছিলেন ভারতীয় । এক মেয়েও ছিল । দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের দুজনেরই । এরই মাঝে মার্ক মহিলাকে বলেন তিনি মেক্সিকোয় আছেন । তার জাহাজে আগুন ধরে গেছে । এক সহকর্মীর জন্য 25 লাখ টাকা প্রয়োজন ।

মহিলা মার্ককে পাঠান 23 লাখ 80 হাজার টাকা । মার্ক তাঁকে জানিয়েছিল বিপদ কেটে গেলেই টাকা ফেরত দেবেন । সময় পার হয়ে যায়, কিন্তু টাকা আর ফেরত আসেনি । মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন । তারপরই তিনি লালবাজারের দ্বারস্থ হন । অভিযোগ দায়ের করেছেন সাইবার ক্রাইম থানায় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:কলকাতা, 12 ডিসেম্বর: ফের কলকাতায় অনলাইন প্রতারণার ঘটনা। এবার ভিলেন অনলাইন গেম। আর সেখান থেকেই লেকগার্ডেনস বাসী এক মহিলার সঙ্গে আলাপ হয় এক বিদেশির। যিনি মার্কিন মুলুকের বাসিন্দা বলে দাবি করেন। আলাপ গাঢ় হয়ে প্রেমে পরিনত হয়। ওই যুবক মহিলাকে বিয়ের প্রস্তাব দেন। রাজি হন মহিলা। আর তারপরেই বিপত্তি। মহিলা খোয়ালেন 23 লাখ টাকা। বিষয়টি নিয়ে অভিযোগ দায়ের হয়েছে সাইবার ক্রাইম থানায়। তদন্ত শুরু করেছে লালবাজার।



Body:পুলিশ সূত্রে খবর, ওই মহিলা এক সময় লন্ডন পুলিশে যুক্ত ছিলেন। প্রায় তিন দশক ছিলেন সেখানে। এখন থাকেন কলকাতায়। সময় কাটে অন লাইন গেম খেলে। সেই সূত্রেই গত জুলাইয়ে আলাপ হয় আমেরিকাবাসী মার্ক অ্যান্ডারসনের সঙ্গে। অন্তত মহিলাকে সেই পরিচয়ই দেন তিনি। আলাপ গাঢ় হয়। আদানপ্রদান হয় মোবাইল নম্বর। তারপর হোয়াটস অ্যাপে কথা। মার্ক জানান তিনি তেলের খনিতে চাকরি করেন। তাঁর প্রাক্তন স্ত্রী ছিলেন ভারতীয়। এক মেয়েও ছিল। দুর্ঘটনায় মৃত্যু হয় তাদের দুজনেরই। এরই মাঝে মার্ক মহিলাকে বলেন তিনি মেক্সিকোয় আছেন। তার জাহাজে আগুন ধরে গেছে। এক সহকর্মীর জন্য 25 লাখ টাকা প্রয়োজন।


Conclusion:মহিলা মার্ককে পাঠান 23 লাখ 80 হাজার টাকা। মার্ক তাকে জানিয়েছিল বিপদ কেটে গেলেই ফেরত দেবেন টাকা। সময় পার হয়ে যায়, টাকা আর ফেরত আসেনি। মহিলা বুঝতে পারেন তিনি প্রতারিত হয়েছেন। তারপরেই অভিযোগ দায়ের করেছেন সাইবার ক্রাইম থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.