কলকাতা, 3 মার্চ : আর্সেনাল পুত্রের কথা মনে আছে? বেপরোয়া গাড়ি চালিয়ে অনিচ্ছাকৃত খুন করেছিল তিন পথচারীকে । ঘটনায় শোরগোল পড়েছিল গোটা কলকাতায় । বা প্রজাতন্ত্র দিবসের আগে রেড রোডে মহরা চলার সময় এক বায়ু সেনা জওয়ানকে অনিচ্ছাকৃত খুন । নাম জড়িয়েছিল ব্যবসায়ী পরিবারের ছেলে সাম্বিয়ার । তেমনই ঘটনা ঘটল শনিবার কালীঘাটে । নামি ব্যবসায়ী পরিবারের ছেলের বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল মহিলার । শনিবার কালীঘাটে ঘটে সেই ঘটনা । ঘটনায় মূল অভিযুক্ত ব্যবসায়ী পরিবারের ছেলেকে অবশেষে গ্রেপ্তার করল পুলিশ ।
শনিবার সকালে কালীঘাটে ঘটে পথ দুর্ঘটনা । প্রাণ হারান শুভলক্ষ্মী বন্দোপাধ্যায় । কালীঘাট মন্দিরের কাছে ফুল কিনতে গিয়ে মৃত্যু হয় তাঁর । গাড়িটি তাঁকে ধাক্কা মারার পাওয়ার এক মুহূর্ত না থেমে গতি বাড়িয়ে পালিয়ে যায় । CCTV ফুটেজ খতিয়ে দেখে সেই গাড়ির মালিকের সন্ধান পায় পুলিশ । দেখা যায় গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল । গাড়ির নম্বর প্লেট ধরে সন্ধান চালাতে পাওয়া যায় পরিদেবি সাহানির নাম । তিনি খিদিরপুরের ভূকৈলাশ রোডের বাসিন্দা । সেখানে পৌঁছে পুলিশ জানতে পারে শনিবার সকালে গাড়ি চালাচ্ছিল পরিদেবির ছেলে সন্তোষ সাহানি । জানা যায় সন্তোষের ড্রাইভিং লাইসেন্স নেই ।
সন্তোষের বিরুদ্ধে জেনেশুনে খুনের ধারা এই মামলায় যোগ করেছে পুলিশ । এই ঘটনার পর সে পালিয়ে গিয়েছিল ওড়িশায় । ওই রাজ্যের ভদ্রক থেকে তাকে গ্রেপ্তার করেছে পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে, গাড়িটি বাড়ির গ্যারেজে ঢুকিয়ে তিনি পৌঁছে যান হাওড়ায় । সেখান থেকে জনশতাব্দি এক্সপ্রেসে ভদ্রক । সেখানে তার এক বন্ধুর আত্মীয়র বাড়ি । ওই বন্ধুই তাকে পালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিল বলে জানতে পেরেছে পুলিশ । ভদ্রক থেকেই গ্রেপ্তার করা হয়েছে সন্তোষকে ।