ETV Bharat / state

করোনাতেই কি থাইল্যান্ডের যুবতির মৃত্যু কলকাতায়? বেলেঘাটা আইডি-তে পাঠানো হল সোয়াব - করোনা ভাইরাস

সোমবার বিকেলে আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে মারা যান থাইল্যান্ডের এক যুবতি ৷ তবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে ৷

p
ছবি
author img

By

Published : Jan 27, 2020, 11:39 PM IST

Updated : Jan 27, 2020, 11:59 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: থাইল্যান্ডের যুবতির মৃত্যু করোনা ভাইরাসেই হয়েছে কি না, তা জানতে আজ তাঁর সোয়াব পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে । আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে আজ বিকালে ওই যুবতির মৃত্যু হয়েছে । ২১ জানুয়ারি রাত থেকে সুরিন নাকতয় (৩২) নামে ওই যুবতির সেখানে চিকিৎসা চলছিল । তাঁর শ্বসনতন্ত্রে সংক্রমণ হয়েছিল ।

হাসপাতাল সূত্রে খবর, 18 জানুয়ারি থেকে পায়খানা, বমি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন সুরিন । বিজ়নেস ক্যাটেগরির ভিসা নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন । বেসরকারি ওই হাসপাতালের জেনেরাল ম্যানেজার শুভাশিস দত্ত সোমবার বলেন, " 21 জানুয়ারি রাত 11টা নাগাদ আমাদের হাসপাতালে যুবতিকে ভরতি করা হয়েছিল । শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় । আজ বিকেল 5 টা 10 মিনিটে তাঁর মৃত্যু হয় । শ্বাসনতন্ত্রে সংক্রমণ হয়েছিল । থাই কনসুলেট ও রাজ্যের স্বাস্থ্য ভবনের নির্দেশে আমরা সুরিনের সোয়াব আজ বেলেঘাটা ID হাসপাতালে পাঠিয়ে দিয়েছি ।"

কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে তাঁর সোয়াব টেস্ট করা হয় । ভারতে এই টেস্টের জন্য কোনও ব্যবস্থা নেই । আমেরিকা এবং চিনে সোয়াব টেস্টের মাধ্যমে করোনা ভাইরাস নির্ণয়ের ব্যবস্থা রয়েছে । আনন্দপুরের ওই বেসরকারি হাসপাতাল এদিন যে সোয়াব পাঠিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে, তা পাঠিয়ে দেওয়া হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে । সেখান থেকে এই সোয়াব আমেরিকায় পরীক্ষার জন্য পাঠানো হতে পারে ৷

কলকাতা, 27 জানুয়ারি: থাইল্যান্ডের যুবতির মৃত্যু করোনা ভাইরাসেই হয়েছে কি না, তা জানতে আজ তাঁর সোয়াব পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে । আনন্দপুরের এক বেসরকারি হাসপাতালে আজ বিকালে ওই যুবতির মৃত্যু হয়েছে । ২১ জানুয়ারি রাত থেকে সুরিন নাকতয় (৩২) নামে ওই যুবতির সেখানে চিকিৎসা চলছিল । তাঁর শ্বসনতন্ত্রে সংক্রমণ হয়েছিল ।

হাসপাতাল সূত্রে খবর, 18 জানুয়ারি থেকে পায়খানা, বমি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন সুরিন । বিজ়নেস ক্যাটেগরির ভিসা নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন । বেসরকারি ওই হাসপাতালের জেনেরাল ম্যানেজার শুভাশিস দত্ত সোমবার বলেন, " 21 জানুয়ারি রাত 11টা নাগাদ আমাদের হাসপাতালে যুবতিকে ভরতি করা হয়েছিল । শারীরিক অবস্থা খারাপ থাকার কারণে তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয় । আজ বিকেল 5 টা 10 মিনিটে তাঁর মৃত্যু হয় । শ্বাসনতন্ত্রে সংক্রমণ হয়েছিল । থাই কনসুলেট ও রাজ্যের স্বাস্থ্য ভবনের নির্দেশে আমরা সুরিনের সোয়াব আজ বেলেঘাটা ID হাসপাতালে পাঠিয়ে দিয়েছি ।"

কেউ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কি না, তা জানতে তাঁর সোয়াব টেস্ট করা হয় । ভারতে এই টেস্টের জন্য কোনও ব্যবস্থা নেই । আমেরিকা এবং চিনে সোয়াব টেস্টের মাধ্যমে করোনা ভাইরাস নির্ণয়ের ব্যবস্থা রয়েছে । আনন্দপুরের ওই বেসরকারি হাসপাতাল এদিন যে সোয়াব পাঠিয়েছে বেলেঘাটা আইডি হাসপাতালে, তা পাঠিয়ে দেওয়া হবে পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে । সেখান থেকে এই সোয়াব আমেরিকায় পরীক্ষার জন্য পাঠানো হতে পারে ৷

Intro:কলকাতা, ২৭ জানুয়ারি: তাইল্যান্ডের এক যুবতির মৃত্যু করোনা ভাইরাসে হয়েছে কি না, তা জানতে সোমবার এই যুবতির সোয়াব পাঠানো হল বেলেঘাটা আইডি হাসপাতালে। আনন্দপুরে অবস্থিত বেসরকারি একটি হাসপাতালে সোমবার বিকালে এই যুবতির মৃত্যু হয়েছে। গত ২১ জানুয়ারি রাত থেকে এই হাসপাতালে সুরিন নাকতয় (৩২) নামের তাইল্যান্ডের এই যুবতির চিকিৎসা চলছিল। তাঁর শ্বাসতন্ত্রে সংক্রমণ হয়েছিল।


Body:বেসরকারি ওই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত ১৮ জানুয়ারি থেকে পাতলা পায়খানা, বমি, শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন এই যুবতি। বিজনেস ক্যাটেগরির ভিসা নিয়ে তিনি কলকাতায় এসেছিলেন। বেসরকারি এই হাসপাতালের জেনারেল ম্যানেজার শুভাশিস দত্ত সোমবার সন্ধ্যার পরে বলেন, "গত ২১ জানুয়ারি রাত ১১টা নাগাদ আমাদের এই হাসপাতালে তাইল‍্যান্ডের বাসিন্দা সুরিন নাকতয় (৩২)-কে ভরতি করানো হয়েছিল। তাঁর শারীরিক অবস্থা খুব খারাপ ছিল। তাঁকে ভেন্টিলেটরে দেওয়া হয়।"


Conclusion:তাইল্যান্ডের এই যুবতির শারীরিক অবস্থার অবনতি হওয়ায়, বেসরকারি ওই হাসপাতাল থেকে বিষয়টি জানানো হয় থাই কনস্যুলেটকে। সোমবার সন্ধ্যার পরে শুভাশিস দত্ত বলেন, "আজ বিকাল পাঁচটা ১০ মিনিট নাগাদ তাঁর মৃত্যু হয়।" তিনি বলেন, "বিদেশি নাগরিক, শ্বাসযন্ত্রের সমস্যায় আক্রান্ত হয়েছিলেন। তাই থাই কনস্যুলেট ছাড়াও স্বাস্থ্য ভবনের নির্দেশে আমরা এই যুবতির সোয়াব আজ বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠিয়ে দিয়েছি।"
_____
Last Updated : Jan 27, 2020, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.