ETV Bharat / state

ক্রিক রো লেনে আচমকা কালো ধোঁয়া, বাড়ির দরজা ভাঙতেই মিলল মহিলার অগ্নিদগ্ধ দেহ

Woman's charred body recovered: দিনে দুপুরে একটি বাড়ি থেকে উদ্ধার হল এক মহিলার অগ্নিদগ্ধ দেহ ৷ রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লেগেছে বলে অনুমান করা হচ্ছে ৷

Woman's charred body recovered
বাড়ির দরজা ভাঙতেই মিলল মহিলার অগ্নিদগ্ধ দেহ
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 5:46 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: দুপুরবেলা বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে ও মহিলার চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা । আসে পুলিশ এবং দমকলও । বোঝা যায় বাড়িতে আগুন লেগেছে । দরজা কোনওরকমে ভাঙতেই নজরে এল যে, অগ্নিদগ্ধ এক মহিলা ছটফট করছেন । সঙ্গে সঙ্গে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ৷ দমকল কর্মীরা এলাকার বাসিন্দাদের সাহায্যে নিয়ে ওই মহিলাকে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর শরীরের নব্বই শতাংশই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর ।

আজ সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে মুচিপাড়া থানা এলাকার 12 নম্বর ক্রিক রো লেনে । মৃত মহিলার নাম সাথী বন্দ্যোপাধ্যায়, বয়স 52 বছর । ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন । এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, আজ সাড়ে তিনটে নাগাদ আচমকাই তাঁর বাড়ির সদর দরজার বাইরে থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা । তাঁদের সন্দেহ হয় । এরপরেই মহিলার আর্তনাদ শুনে দরজা কার্যত ভেঙে ফেলেন এলাকার বাসিন্দারা ।

কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, তার আভাস পেয়ে সঙ্গে সঙ্গে মুচিপাড়া থানায় ফোন করে পুলিশকে ডাকেন বাসিন্দারা । তবে ততক্ষণ আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে । খুব সম্ভবত রান্না করার সময় এই আগুন লেগেছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা ৷ পাশাপাশি ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

কী থেকে আগুন লাগল বা আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি । প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে । ইতিমধ্যেই মুচিপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।

  1. আরও পড়ুন:
  2. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
  3. কিশোরীর অশ্লীল ভিডিয়ো করে লাগাতার গণধর্ষণ ! জোর করে ধর্মান্তরিত করারও অভিযোগ
  4. জমি বিবাদের জের, ধানের জমিতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ কৃষককে !

কলকাতা, 1 ডিসেম্বর: দুপুরবেলা বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখে ও মহিলার চিৎকার শুনে ছুটে আসেন এলাকার বাসিন্দারা । আসে পুলিশ এবং দমকলও । বোঝা যায় বাড়িতে আগুন লেগেছে । দরজা কোনওরকমে ভাঙতেই নজরে এল যে, অগ্নিদগ্ধ এক মহিলা ছটফট করছেন । সঙ্গে সঙ্গে তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ৷ দমকল কর্মীরা এলাকার বাসিন্দাদের সাহায্যে নিয়ে ওই মহিলাকে নিয়ে যান স্থানীয় একটি হাসপাতালে । কিন্তু শেষ রক্ষা হয়নি । চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । তাঁর শরীরের নব্বই শতাংশই অগ্নিদগ্ধ হয়ে গিয়েছে বলে হাসপাতাল সূত্রের খবর ।

আজ সাড়ে তিনটে নাগাদ ঘটনাটি ঘটে মুচিপাড়া থানা এলাকার 12 নম্বর ক্রিক রো লেনে । মৃত মহিলার নাম সাথী বন্দ্যোপাধ্যায়, বয়স 52 বছর । ঘটনার সময় তিনি বাড়িতে একাই ছিলেন । এলাকার বাসিন্দারা জানাচ্ছেন, আজ সাড়ে তিনটে নাগাদ আচমকাই তাঁর বাড়ির সদর দরজার বাইরে থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা । তাঁদের সন্দেহ হয় । এরপরেই মহিলার আর্তনাদ শুনে দরজা কার্যত ভেঙে ফেলেন এলাকার বাসিন্দারা ।

কিছু একটা অস্বাভাবিক ঘটনা ঘটছে, তার আভাস পেয়ে সঙ্গে সঙ্গে মুচিপাড়া থানায় ফোন করে পুলিশকে ডাকেন বাসিন্দারা । তবে ততক্ষণ আগুন অনেকটা ছড়িয়ে পড়েছে । খুব সম্ভবত রান্না করার সময় এই আগুন লেগেছে । সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের দু'টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে তারা ৷ পাশাপাশি ওই মহিলাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ।

কী থেকে আগুন লাগল বা আগুন লাগার সঠিক কারণ সম্পর্কে এখনও পর্যন্ত স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি । প্রাথমিক অনুমান, রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে । ইতিমধ্যেই মুচিপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ ।

  1. আরও পড়ুন:
  2. মোবাইল কেড়ে নেওয়ার জের, স্কুলের বৃদ্ধ কর্মীকে পিটিয়ে মারার অভিযোগ পড়ুয়াদের বিরুদ্ধে
  3. কিশোরীর অশ্লীল ভিডিয়ো করে লাগাতার গণধর্ষণ ! জোর করে ধর্মান্তরিত করারও অভিযোগ
  4. জমি বিবাদের জের, ধানের জমিতে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ কৃষককে !
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.