ETV Bharat / state

Laketown Theft Case: হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি! গ্রেফতার এক প্রৌঢ়া - গ্রেফতার এক প্রৌঢ়া

কলকাতা হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি! সিসিটিভি ফুটেজ থেকে চুরির কিনারা করল লেকটাউন থানার পুলিশ ৷ দমদম থেকে গ্রেফতার 1 ৷ উদ্ধার বেশ কিছু মোবাইল-সহ গয়না ৷

Laketown Theft Case
হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি
author img

By

Published : Apr 25, 2023, 10:54 PM IST

হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি

বিধাননগর, 25 এপ্রিল: কলকাতা হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি ৷ সেই চুরির কিনারা করল পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, বাঙুর এলাকার বাসিন্দা পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন্তিকা মিত্র গত 27 মার্চ লেকটাউন থানায় এসে অভিযোগ জানান যে, 26 মার্চ দুপুরবেলা তাঁর বাড়ির পরিচারিকা কিরণ হাওয়ালদার বাড়ির দোতলায় কাজ করতে গেলে দেখতে পান এক মহিলা সেই ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে ৷ পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে ৷ তার কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক ফোন, গয়না ও সামগ্রী ৷ সেইসব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

অজ্ঞাতপরিচয় মহি পিছনে ধাওয়া করে, তাকে ধরতে পারিনি সেই পরিচারিকা বলে অভিযোগে জানান আইনজীবী সায়ন্তিকা মিত্র ৷ পরবর্তীতে বাড়ির সামনের দোকানদারও দেখতে পান তাঁর ঘর থেকে এক মহিলা বেরিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন ৷ এরপর আইনজীবী ঘরে গিয়ে দেখতে পান তাঁর টাকা-সহ মানিব্যাগ উধাও ৷ এরপরে লেকটাউন থানার দ্বারস্থ হন তিনি ৷ পুলিশের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গেলে তারাও একই ছবি দেখতে পান যেমনটা আইনজীবীর পরিচারিকা ও বাড়ির সামনের দেকানদার জানান ৷

আরও পড়ুন: সোনার দোকানের পিছনের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি দত্তপুকুরে

এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে গতকাল অর্থাই সোমবার রাতে দমদম এলাকায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ। সেখান থেকেই 55 বছরের প্রৌঢ়া আম্বিয়া বিবিকে গ্রেফতার করা হয় চুরির কারণে। তার কাছ থেকে 4টি মোবাইল, 6টি ঘড়ি, পার্স-সহ বেশকিছু গয়না উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে লেকটাউন থানার পুলিশ তাকে বিধাননগর মহকুমা আদালতে নিজেদের হেফাজতে চেয়ে পেশ করে ৷ বিচারক তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ এই মহিলার সঙ্গে অন্য কোনও চক্র কাজ করছে কি না, সেই বিষয়ে তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।

হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি

বিধাননগর, 25 এপ্রিল: কলকাতা হাইকোর্টের আইনজীবীর বাড়িতে চুরি ৷ সেই চুরির কিনারা করল পুলিশ ৷ পুলিশ সূত্রে খবর, বাঙুর এলাকার বাসিন্দা পেশায় কলকাতা হাইকোর্টের আইনজীবী সায়ন্তিকা মিত্র গত 27 মার্চ লেকটাউন থানায় এসে অভিযোগ জানান যে, 26 মার্চ দুপুরবেলা তাঁর বাড়ির পরিচারিকা কিরণ হাওয়ালদার বাড়ির দোতলায় কাজ করতে গেলে দেখতে পান এক মহিলা সেই ঘর থেকে বেরিয়ে পালিয়ে যাচ্ছে ৷ পুলিশ ইতিমধ্যেই ওই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করেছে ৷ তার কাছ থেকে পাওয়া গিয়েছে একাধিক ফোন, গয়না ও সামগ্রী ৷ সেইসব কিছুই বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷

অজ্ঞাতপরিচয় মহি পিছনে ধাওয়া করে, তাকে ধরতে পারিনি সেই পরিচারিকা বলে অভিযোগে জানান আইনজীবী সায়ন্তিকা মিত্র ৷ পরবর্তীতে বাড়ির সামনের দোকানদারও দেখতে পান তাঁর ঘর থেকে এক মহিলা বেরিয়ে ছুটে পালিয়ে যাচ্ছেন ৷ এরপর আইনজীবী ঘরে গিয়ে দেখতে পান তাঁর টাকা-সহ মানিব্যাগ উধাও ৷ এরপরে লেকটাউন থানার দ্বারস্থ হন তিনি ৷ পুলিশের তরফে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে গেলে তারাও একই ছবি দেখতে পান যেমনটা আইনজীবীর পরিচারিকা ও বাড়ির সামনের দেকানদার জানান ৷

আরও পড়ুন: সোনার দোকানের পিছনের দেওয়াল কেটে দুঃসাহসিক চুরি দত্তপুকুরে

এরপরেই ঘটনার তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে গতকাল অর্থাই সোমবার রাতে দমদম এলাকায় হানা দেয় লেকটাউন থানার পুলিশ। সেখান থেকেই 55 বছরের প্রৌঢ়া আম্বিয়া বিবিকে গ্রেফতার করা হয় চুরির কারণে। তার কাছ থেকে 4টি মোবাইল, 6টি ঘড়ি, পার্স-সহ বেশকিছু গয়না উদ্ধার করে পুলিশ। আজ দুপুরে লেকটাউন থানার পুলিশ তাকে বিধাননগর মহকুমা আদালতে নিজেদের হেফাজতে চেয়ে পেশ করে ৷ বিচারক তাকে 2 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন ৷ এই মহিলার সঙ্গে অন্য কোনও চক্র কাজ করছে কি না, সেই বিষয়ে তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.