ETV Bharat / state

পাপিষ্ঠরা যেখানে যাবে..., ভারতের হার নিয়ে নাম না করে মোদিকে নিশানা মমতার

Mamata Banerjee Slams PM Narendra Modi: বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৃণমূল কংগ্রেসের একটি সাংগঠনিক অনুষ্ঠান ছিল ৷ সেই অনুষ্ঠানে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ভারতের হারের প্রসঙ্গ তুললেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ নাম না করে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘পাপিষ্ঠ’ বলে কটাক্ষ করলেন ৷

Mamata Banerjee Slams PM Narendra Modi
Mamata Banerjee Slams PM Narendra Modi
author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 23, 2023, 1:37 PM IST

Updated : Nov 23, 2023, 2:58 PM IST

কলকাতা, 23 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি ও ভারতের হার নিয়ে আগেই অনেকে কটাক্ষ করেছেন ৷ রাহুল গান্ধিও নাম না করে মোদিকে ‘অপয়া’ বলে কটাক্ষ করেছেন ৷ এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে এই নিয়ে কটাক্ষ শোনা গেল ৷ ফাইনালে ভারতের হারের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘‘পাপিষ্ঠরা যেখানে যাবে, সেখানে মনে রাখবেন... ৷’’

গত রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হয় ৷ সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া ৷ পুরো প্রতিযোগিতায় অপরাজেয় ভারতীয় দল ফাইনালে হেরে যায় ৷ বৃহস্পতিবার নেতাজি স্টেডিয়ামে দলের একটি অনুষ্ঠানে ফাইনালে ভারতের হারের প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী ৷

এ দিন ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইন্ডিয়ার ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে (মুম্বই) হলে আমরা জিততাম ৷’’ এর পর তিনি আবার টেনে আনেন ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জার্সির কথা ৷ ওই জার্সি কেন গেরুয়া রংয়ের, সেই প্রশ্ন আবার তোলেন ৷ তাঁর আরও দাবি, ভারতীয় ক্রিকেট দলের জার্সিও গেরুয়া করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ কিন্তু খেলোয়াড়দের আপত্তি তা হয়নি ৷ সেই কারণে নীল জার্সিতে কিছুটা গেরুয়া রং দিয়ে দেওয়া হয়েছে ৷

এর পরই নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে আনেন ৷ তার পরই শুরু করেন, ‘‘পাপিষ্ঠরা যেখানে যাবে, সেখানে মনে রাখবেন... ৷’’ তবে ভাষণের এই অংশে তিনি পুরো বাক্য বলেননি ৷ তার পর এই প্রসঙ্গে তিনি অন্য কথা বলতে শুরু করেন ৷ তবে রাজনৈতিক মহলের মতে, আসলে নাম না করে তিনি মোদিকেই পাপিষ্ঠ বলে কটাক্ষ করেছেন ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ৷ তাঁর সামনেই ভারত হেরে যায় ৷ সেই নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন মোদিকে ৷ মোদির জন্যই এই হার বলেও অনেকে কটাক্ষ করেন ৷ সেই বিষয়টি উঠে এল মমতার কথাতেও ৷

এ দিন নিজের বক্তব্যে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আক্রমণ করেছেন, কখনও বিজেপিকে নিশানা করেছেন, কখনও আবার সিপিএমের সমালোচনা করেছেন ৷ কিন্তু শেষের দিকে আবার ভারতের হারের প্রসঙ্গ তিনি টেনেছেন ৷ আবার বলেছেন, ‘‘ইন্ডিয়ান খেলোয়াড়রা এত ভালো খেলল ৷ সব খেলায় জিতল ৷ আর পাপিষ্ঠরা যেই গেল, ভরাডুবি হল ৷’’ অন্য ক্রীড়া সংগঠন ও সমস্ত প্রকল্পে গেরুয়াকরণ করার অভিযোগও তোলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের ছেলেরা জিতছিল, অপয়া গিয়ে হারিয়ে দিল...!' বিশ্বকাপ হাতছাড়া হওয়ার দায় কার উপর চাপালেন রাহুল ?
  2. অপয়া' মন্তব্যে রাহুল গান্ধির বিরুদ্ধে কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি বিজেপির

কলকাতা, 23 নভেম্বর: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতি ও ভারতের হার নিয়ে আগেই অনেকে কটাক্ষ করেছেন ৷ রাহুল গান্ধিও নাম না করে মোদিকে ‘অপয়া’ বলে কটাক্ষ করেছেন ৷ এবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের মুখে এই নিয়ে কটাক্ষ শোনা গেল ৷ ফাইনালে ভারতের হারের প্রসঙ্গ টেনে তিনি বললেন, ‘‘পাপিষ্ঠরা যেখানে যাবে, সেখানে মনে রাখবেন... ৷’’

গত রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের ফাইনাল হয় ৷ সেই ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া ৷ পুরো প্রতিযোগিতায় অপরাজেয় ভারতীয় দল ফাইনালে হেরে যায় ৷ বৃহস্পতিবার নেতাজি স্টেডিয়ামে দলের একটি অনুষ্ঠানে ফাইনালে ভারতের হারের প্রসঙ্গ তোলেন তৃণমূল নেত্রী ৷

এ দিন ভাষণ দেওয়ার সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘ইন্ডিয়ার ফাইনাল কলকাতা বা ওয়াংখেড়েতে (মুম্বই) হলে আমরা জিততাম ৷’’ এর পর তিনি আবার টেনে আনেন ভারতীয় ক্রিকেট দলের অনুশীলনের জার্সির কথা ৷ ওই জার্সি কেন গেরুয়া রংয়ের, সেই প্রশ্ন আবার তোলেন ৷ তাঁর আরও দাবি, ভারতীয় ক্রিকেট দলের জার্সিও গেরুয়া করে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল ৷ কিন্তু খেলোয়াড়দের আপত্তি তা হয়নি ৷ সেই কারণে নীল জার্সিতে কিছুটা গেরুয়া রং দিয়ে দেওয়া হয়েছে ৷

এর পরই নাম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রসঙ্গ টেনে আনেন ৷ তার পরই শুরু করেন, ‘‘পাপিষ্ঠরা যেখানে যাবে, সেখানে মনে রাখবেন... ৷’’ তবে ভাষণের এই অংশে তিনি পুরো বাক্য বলেননি ৷ তার পর এই প্রসঙ্গে তিনি অন্য কথা বলতে শুরু করেন ৷ তবে রাজনৈতিক মহলের মতে, আসলে নাম না করে তিনি মোদিকেই পাপিষ্ঠ বলে কটাক্ষ করেছেন ৷

উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন ৷ তাঁর সামনেই ভারত হেরে যায় ৷ সেই নিয়ে অনেকেই কটাক্ষ করেছেন মোদিকে ৷ মোদির জন্যই এই হার বলেও অনেকে কটাক্ষ করেন ৷ সেই বিষয়টি উঠে এল মমতার কথাতেও ৷

এ দিন নিজের বক্তব্যে কখনও মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপালকে আক্রমণ করেছেন, কখনও বিজেপিকে নিশানা করেছেন, কখনও আবার সিপিএমের সমালোচনা করেছেন ৷ কিন্তু শেষের দিকে আবার ভারতের হারের প্রসঙ্গ তিনি টেনেছেন ৷ আবার বলেছেন, ‘‘ইন্ডিয়ান খেলোয়াড়রা এত ভালো খেলল ৷ সব খেলায় জিতল ৷ আর পাপিষ্ঠরা যেই গেল, ভরাডুবি হল ৷’’ অন্য ক্রীড়া সংগঠন ও সমস্ত প্রকল্পে গেরুয়াকরণ করার অভিযোগও তোলেন তিনি ৷

আরও পড়ুন:

  1. 'আমাদের ছেলেরা জিতছিল, অপয়া গিয়ে হারিয়ে দিল...!' বিশ্বকাপ হাতছাড়া হওয়ার দায় কার উপর চাপালেন রাহুল ?
  2. অপয়া' মন্তব্যে রাহুল গান্ধির বিরুদ্ধে কমিশনকে কড়া পদক্ষেপের আর্জি বিজেপির
Last Updated : Nov 23, 2023, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.