ETV Bharat / state

মাস্ক ছাড়া এলে সবজি পাবে না এই বাজারে - লকডাউন

শহর ও শহরতলির বেশিরভাগ বাজারে যখন মাস্ক ছাড়াই ক্রেতাদের ভিড়, তখন কাঁকুড়গাছি বাজারে অন্য ছবি ধরা পড়ল । মাস্ক না পরে এলে কাউকেই সবজি বিক্রি করছেন না সেখানকার বিক্রেতারা ।

মাস্ক ছাড়া ক্রেতাদের ফেরাচ্ছে কাঁকুড়গাছি বাজার
মাস্ক ছাড়া ক্রেতাদের ফেরাচ্ছে কাঁকুড়গাছি বাজার
author img

By

Published : Apr 20, 2020, 12:08 AM IST

Updated : Apr 20, 2020, 12:19 AM IST

কলকাতা, 19 এপ্রিল: কোরোনা রুখতে কড়া পদক্ষেপ কাঁকুড়গাছি বাজারের সবজি বিক্রেতাদের । মাস্ক পরে না এলে কাউকে সবজি বিক্রি করছেন না তাঁরা ।

নাকে-মুখে ঢাকা দিয়ে রাস্তায় বের হতে হবে । কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করে বলেছে রাজ্য সরকার । তবুও টনক নড়েনি অনেকেরই । মাস্ক ছাড়াই রাস্তা-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । শহর ও শহরতলির বেশিরভাগ বাজারে যখন মাস্ক ছাড়াই ক্রেতাদের দেখা যাচ্ছে তখন সচেতনতার বার্তা দিল এই বাজার । বাজারের বিক্রেতারা একজোট হয়ে জানিয়ে দিলেন, মাস্ক ছাড়া কেউ এলে বিক্রি করা হবে না সবজি বা ফল । এটা যে শুধু কথার কথা নয়, তা রবিবারই বোঝা গিয়েছে । মাস্ক না পরে বাজারে আসা অনেককেই ফিরিয়ে দিয়েছেন তাঁরা । কাঁকুড়গাছি বাজারের সবজি বিক্রেতা কালু শেখ বলেন, "মাস্ক ছাড়া কাউকেই সবজি দিচ্ছি না আমরা ।"

কাঁকুড়গাছি বাজারের সবজি ব্যবসায়ীদের কোরোনা মোকাবিলার জন‍্য উৎসাহ দিয়েছে স্থানীয় অভিযান ক্লাব । এরা স্লোগান তৈরি করেছে, "নো মাস্ক, নো বাজার ।" এছাড়াও ক্লাব সদস্যরা নিজেদের উদ্যোগে মাস্ক তৈরি করে বাজারের সবজি বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে বিলি করেছেন ।

অভিযান ক্লাবের সেক্রেটারি রঞ্জিত দে ETV ভারতকে বলেন, "আমাদের ক্লাবের উদ্যোগে কাঁকুড়গাছি বাজার জনসচেতনতার একটা মডেল। মাস্ক ছাড়া কাউকেই বাজার করতে দেওয়া হচ্ছে না । আমরা চাই শহর তথা রাজ্যের সর্বত্র এমনটাই হোক ।"

কলকাতা, 19 এপ্রিল: কোরোনা রুখতে কড়া পদক্ষেপ কাঁকুড়গাছি বাজারের সবজি বিক্রেতাদের । মাস্ক পরে না এলে কাউকে সবজি বিক্রি করছেন না তাঁরা ।

নাকে-মুখে ঢাকা দিয়ে রাস্তায় বের হতে হবে । কয়েকদিন আগেই নির্দেশিকা জারি করে বলেছে রাজ্য সরকার । তবুও টনক নড়েনি অনেকেরই । মাস্ক ছাড়াই রাস্তা-ঘাটে ঘুরে বেড়াচ্ছেন তাঁরা । শহর ও শহরতলির বেশিরভাগ বাজারে যখন মাস্ক ছাড়াই ক্রেতাদের দেখা যাচ্ছে তখন সচেতনতার বার্তা দিল এই বাজার । বাজারের বিক্রেতারা একজোট হয়ে জানিয়ে দিলেন, মাস্ক ছাড়া কেউ এলে বিক্রি করা হবে না সবজি বা ফল । এটা যে শুধু কথার কথা নয়, তা রবিবারই বোঝা গিয়েছে । মাস্ক না পরে বাজারে আসা অনেককেই ফিরিয়ে দিয়েছেন তাঁরা । কাঁকুড়গাছি বাজারের সবজি বিক্রেতা কালু শেখ বলেন, "মাস্ক ছাড়া কাউকেই সবজি দিচ্ছি না আমরা ।"

কাঁকুড়গাছি বাজারের সবজি ব্যবসায়ীদের কোরোনা মোকাবিলার জন‍্য উৎসাহ দিয়েছে স্থানীয় অভিযান ক্লাব । এরা স্লোগান তৈরি করেছে, "নো মাস্ক, নো বাজার ।" এছাড়াও ক্লাব সদস্যরা নিজেদের উদ্যোগে মাস্ক তৈরি করে বাজারের সবজি বিক্রেতা এবং ক্রেতাদের মধ্যে বিলি করেছেন ।

অভিযান ক্লাবের সেক্রেটারি রঞ্জিত দে ETV ভারতকে বলেন, "আমাদের ক্লাবের উদ্যোগে কাঁকুড়গাছি বাজার জনসচেতনতার একটা মডেল। মাস্ক ছাড়া কাউকেই বাজার করতে দেওয়া হচ্ছে না । আমরা চাই শহর তথা রাজ্যের সর্বত্র এমনটাই হোক ।"

Last Updated : Apr 20, 2020, 12:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.