কলকাতা, 23 জানুয়ারি : সপ্তাহের শেষে জাঁকিয়ে শীতের আমেজ ফিরেছে রাজ্যে । আগামী 24 ঘণ্টাতেও শীতের আমেজ বজায় থাকবে । তবে সোমবারের পর থেকেই তাপমাত্রা ক্রমশ বৃদ্ধি পাবে । আগামী সোম ও মঙ্গলবার অনেকটাই বাড়বে তাপমাত্রার পারদ । আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী সপ্তাহে 4 -5 ডিগ্রি চড়বে তাপমাত্রার পারদ । গরমের অনুভূতি বাড়বে । আবহাওয়া দপ্তর জানিয়েছে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার দাপটেই বাধা পাচ্ছে উত্তরের শীতল হাওয়া । আজ আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসতে চলেছে জম্মু-কাশ্মীরে । এর প্রভাবে থমকে যাবে উত্তরের ঠান্ডা বাতাস । বাড়বে তাপমাত্রার পারদ ।
আগামী 24 ঘণ্টায় মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়িতে ঘন কুয়াশার সর্তকতা জারি করা হয়েছে । দৃশ্যমানতা 50 মিটারের কাছাকাছি থাকবে । এছাড়াও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলা জেলাগুলোতে, ঝাড়খণ্ড ও ওড়িশায় হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব থাকবে ।
আজ সকালে কলকাতায় কুয়াশা ছিল । তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে গেছে । জাঁকিয়ে শীতের অনুভূতি বেড়েছে কলকাতা শহর ও শহরতলিতে । গত 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.7 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিক । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 97 শতাংশ ও সর্বনিম্ন 40 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা 26 ও সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে ।
আগামী 24 ঘণ্টায় পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় ও দিল্লিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । জম্মু-কাশ্মীরে ভারী বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে । মুজফফরপুর, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে তুষারপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন ।