ETV Bharat / state

West Bengal Weather Forecast : শীত খানিকটা দূরে, দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম অব্যাহত - West Bengal Weather update

কখনও ঠান্ডা, কখনও গরম ৷ এটাই এখন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া (Bengal weather today) ৷ ফের কি বঙ্গে নিম্নচাপের ভ্রুকুটি ? কী বলছে আলিপুর আবহাওয়া অফিস ?

West Bengal Weather Forecast
আবহাওয়ার খবর
author img

By

Published : Nov 25, 2021, 6:56 AM IST

কলকাতা, 25 নভেম্বর : সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে বিভিন্ন সময় তাপমাত্রা কমা বাড়ায় অস্বস্তিকর আবহাওয়া কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় । সূর্যাস্তের পর গরম সামান্য কমলেও ঠান্ডা ভাবটাই বোঝা যাচ্ছে না । বাতাসে জলীয় বাষ্প কম তাই দরদরিয়ে ঘাম না হলেও ফ্যান চালাতে হচ্ছে । দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather update) ।

এছাড়াও এই অঞ্চলের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে । এই ঘূর্ণাবর্তের অবস্থান তামিলনাড়ু শ্রীলঙ্কার অভিমুখে । এছাড়াও বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ও আরব সাগরে একটি নিম্নচাপের এলাকা রয়েছে । যার ফলে দেশের দুই পাশে পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব ভারতে তাপমাত্রা ঠিক ভাবে নামতে পারছে না বলে হাওয়া অফিস সূত্রে খবর (West Bengal Weather Forecast) ৷

আজ বৃহস্পতিবার দিনটি রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 20.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় আজ অনেকটাই নিচের দিকে । তবুও গরমের অস্বস্তি সরিয়ে ঠান্ডার আমেজটাই আসছে না । তাপমাত্রার এই খামখেয়ালিপনায় বাড়ছে রোগের প্রকোপ ।

আরও পড়ুন : Chandrakona: খলনায়ক সেই নিম্নচাপ ! বৃষ্টির আশঙ্কায় অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকরা

কলকাতা, 25 নভেম্বর : সূর্যোদয় থেকে সূর্যাস্তের মধ্যে বিভিন্ন সময় তাপমাত্রা কমা বাড়ায় অস্বস্তিকর আবহাওয়া কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় । সূর্যাস্তের পর গরম সামান্য কমলেও ঠান্ডা ভাবটাই বোঝা যাচ্ছে না । বাতাসে জলীয় বাষ্প কম তাই দরদরিয়ে ঘাম না হলেও ফ্যান চালাতে হচ্ছে । দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ফের একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ায় এই পরিস্থিতি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস (West Bengal Weather update) ।

এছাড়াও এই অঞ্চলের উপর দিয়ে একটি মৌসুমী অক্ষরেখা গিয়েছে । এই ঘূর্ণাবর্তের অবস্থান তামিলনাড়ু শ্রীলঙ্কার অভিমুখে । এছাড়াও বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে ও আরব সাগরে একটি নিম্নচাপের এলাকা রয়েছে । যার ফলে দেশের দুই পাশে পশ্চিম, দক্ষিণ এবং পূর্ব ভারতে তাপমাত্রা ঠিক ভাবে নামতে পারছে না বলে হাওয়া অফিস সূত্রে খবর (West Bengal Weather Forecast) ৷

আজ বৃহস্পতিবার দিনটি রৌদ্রজ্জ্বল থাকবে । সর্বোচ্চ তাপমাত্রা 30.5 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা 20.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে তিন ডিগ্রি বেশি । সর্বনিম্ন তাপমাত্রা গতকালের তুলনায় আজ অনেকটাই নিচের দিকে । তবুও গরমের অস্বস্তি সরিয়ে ঠান্ডার আমেজটাই আসছে না । তাপমাত্রার এই খামখেয়ালিপনায় বাড়ছে রোগের প্রকোপ ।

আরও পড়ুন : Chandrakona: খলনায়ক সেই নিম্নচাপ ! বৃষ্টির আশঙ্কায় অসময়ে ফসল তুলে নিচ্ছেন কৃষকরা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.