ETV Bharat / state

Winners Team Of Kolkata Police : ভালবাসার দিনে রোমিওদের ওপর কড়া নজর কলকাতা পুলিশের উইনার্স টিমের - ভ্যালেন্টাইনস ডে

ভ্যালেন্টাইন্স ডে‘র দিন শহরের রোড সাইড রোমিওদের ওপর কড়া নজর রাখবে কলকাতা পুলিশের উইনার্স টিম (Winners Team Of Kolkata Police)।

কলকাতা পুলিশের উইনার্স টিম
Winner A Team Of Lady Police
author img

By

Published : Feb 13, 2022, 7:28 PM IST

কলকাতা, 13ফেব্রুয়ারি: আগামিকাল ভ্যালেন্টাইনস ডে । ভালবাসার দিন । এই বিশেষ দিনে শহরের রাজপথে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজর থাকবে কলকাতা পুলিশে প্রমিলা বাহিনীর উইনার্স টিমের (Winners Team Of Kolkata Police) ।

ভালবাসার দিনে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবার রাস্তায় কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী উইনার্স টিমের সদস্যরা। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে‘র দিন শহরের বিভিন্ন পার্কে এবং রাস্তায় প্রেমিক-প্রেমিকারা বেরোলে যাতে রোড সাইড রোমিওরা তাঁদের বিরক্ত না করে বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখবে এই টিম । লালবাজার সূত্রের খবর, উইনার্স টিমকে ভ্যালেন্টাইন্স ডে‘র দিন বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । কোনওরকমের অবাঞ্ছিত ঘটনা চোখে পড়লেই তারা দ্রুত আইনি পদক্ষেপ নেবে এবং স্থানীয় থানার অফিসার ইনচার্জকে গোটা ঘটনাটি জানাবে । প্রেমের দিনে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে উইনার্স টিমকে । তার মধ্যে তিনটি টিম কাজ করবে শুধুমাত্র ধর্মতলা চত্বরে । অপর একটি টিম স্কুটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত অবস্থায় থাকবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Andheri court summons Shilpa Shetty: শিল্পা শেট্টিকে তলব আদালতের, সমন বোন ও মাকেও

প্রসঙ্গত, কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব নিয়েই বিনীত গোয়েল (Police Commissioner Vineet Kumar Goyal ) বলেছিলেন, তাঁর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সাইবার ক্রাইম এবং মহিলা নিরাপত্তা । তার জন্যই এই উইনার্স টিমকে আরও শক্তিশালী এবংঅত্যাধুনিক ভাবে তুলে ধরার চেষ্টা করছে লালবাজার । লালবাজার সূত্রের খবর, সোমবার শহরের ইলিয়ট পার্ক, মোহর কুঞ্জ-সহ একাধিক পার্ক এবং বিশেষ করে রবীন্দ্র সদন চত্বরে সকাল থেকেই দেখা যাবে এই উইনার্স টিমকে ।

কলকাতা, 13ফেব্রুয়ারি: আগামিকাল ভ্যালেন্টাইনস ডে । ভালবাসার দিন । এই বিশেষ দিনে শহরের রাজপথে কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় কড়া নজর থাকবে কলকাতা পুলিশে প্রমিলা বাহিনীর উইনার্স টিমের (Winners Team Of Kolkata Police) ।

ভালবাসার দিনে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবার রাস্তায় কলকাতা পুলিশের প্রমিলা বাহিনী উইনার্স টিমের সদস্যরা। 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে‘র দিন শহরের বিভিন্ন পার্কে এবং রাস্তায় প্রেমিক-প্রেমিকারা বেরোলে যাতে রোড সাইড রোমিওরা তাঁদের বিরক্ত না করে বা অন্য কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তা দেখবে এই টিম । লালবাজার সূত্রের খবর, উইনার্স টিমকে ভ্যালেন্টাইন্স ডে‘র দিন বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে । কোনওরকমের অবাঞ্ছিত ঘটনা চোখে পড়লেই তারা দ্রুত আইনি পদক্ষেপ নেবে এবং স্থানীয় থানার অফিসার ইনচার্জকে গোটা ঘটনাটি জানাবে । প্রেমের দিনে মোট চারটি ভাগে ভাগ করা হয়েছে উইনার্স টিমকে । তার মধ্যে তিনটি টিম কাজ করবে শুধুমাত্র ধর্মতলা চত্বরে । অপর একটি টিম স্কুটি নিয়ে শহরের বিভিন্ন জায়গায় টহলরত অবস্থায় থাকবে বলে জানা গিয়েছে ।

আরও পড়ুন: Andheri court summons Shilpa Shetty: শিল্পা শেট্টিকে তলব আদালতের, সমন বোন ও মাকেও

প্রসঙ্গত, কলকাতা পুলিশের নগরপালের দায়িত্ব নিয়েই বিনীত গোয়েল (Police Commissioner Vineet Kumar Goyal ) বলেছিলেন, তাঁর কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ সাইবার ক্রাইম এবং মহিলা নিরাপত্তা । তার জন্যই এই উইনার্স টিমকে আরও শক্তিশালী এবংঅত্যাধুনিক ভাবে তুলে ধরার চেষ্টা করছে লালবাজার । লালবাজার সূত্রের খবর, সোমবার শহরের ইলিয়ট পার্ক, মোহর কুঞ্জ-সহ একাধিক পার্ক এবং বিশেষ করে রবীন্দ্র সদন চত্বরে সকাল থেকেই দেখা যাবে এই উইনার্স টিমকে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.