কলকাতা, 16 জুন : হাসপাতালে অচলাবস্থা কাটাতে কি আজ ফের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর সঙ্গে তাঁরা দেখা করবেন ? কী হবে পরবর্তী পদক্ষেপ ? এই সব ঠিক করতেই আজ ফের একবার বৈঠকে বসেছেন জুনিয়র ডাক্তাররা । কার্যনির্বাহী কমিটির বৈঠকে এমনই বিভিন্ন বিষয় নিয়ে সিদ্ধান্ত হতে পারে । পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন আগামীদিনে কীভাবে চলবে ? আদৌ চলবে কি না, মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দেবেন কি না তা নিয়ে বৈঠক চলছে । আন্দোলনকারীদের বৈঠকের মাঝেই NRS-এ এলেন স্বাস্থ্যশিক্ষা অধিকর্তা প্রদীপ মিত্র ।
এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতি আজ ষষ্ঠ দিনে পড়ল । কর্মবিরতির জেরে রাজ্যের চিকিৎসা ব্যবস্থা রীতিমতো ধুঁকছে । আজ NRS, RG কর, মেডিকেল কলেজে অন্যান্য দিনের থেকে রোগীর চাপ অপেক্ষাকৃত কম । অন্যান্য দিন সকাল থেকেই যেমন দফায় দফায় রোগীদের ফিরে যেতে দেখা গেছে আজ সংখ্যাটা অনেকটাই কম । অনেকে হতাশ হয়েই নাসিংহোমের মুখাপেক্ষী বলেও সূত্রের খবর । গত দিনগুলোর মতো আজও NRS-এর বহির্বিভাগ বন্ধ । জরুরি বিভাগ খোলা থাকলেও অত্যন্ত সংকটাপন্ন রোগী ছাড়া কাউকেই ভরতি নেওয়া হচ্ছে না । একই পরিস্থিতি অন্যান্য হাসপাতালে । R G কর , SSKM -এর পরিস্থিতিও একই রকম ।
আগামীকাল দেশজুড়ে ধর্মঘট যাচ্ছেন চিকিৎসকেরা । স্বাভাবিকভাবেই স্বাস্থ্য ব্যবস্থা সম্পূর্ণরূপে বিপর্যস্ত হওয়া আশঙ্কা রয়েছে । সূত্রের খবর , আজ এবং কাল সম্ভবত সরকারি তরফে তেমন কোনও কার্যকর পদক্ষেপ নেওয়া নাও হতে পারে । ধীরে সুস্থে এগোনোর পরিকল্পনা রয়েছে সরকারের । গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে জানিয়েছিলেন, আন্দোলনকারী জুনিয়র ডাক্তারা আলোচনায় বসতে চাইলে সব রকম ইতিবাচক পদক্ষেপ করা হবে । যদিও, নবান্নে 'বন্ধ ঘরে' আলোচনায় রাজি নন বিক্ষোভকারীরা । পরিস্থিতি যে পথে এগোচ্ছে তাতে দ্রুত সমস্যার সমাধান না হলে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা শোচনীয় বিপর্যয়ের মধ্যে পড়বে বলে মনে করা হচ্ছে ।