ETV Bharat / state

নবান্নে মানবাধিকার কমিশনের বৈঠকের আমন্ত্রণ গেল শুভেন্দুর কাছে, যোগ দেওয়া নিয়ে জল্পনা তুঙ্গে - বিমান বন্দোপাধ্যায়

State Human Rights Commission Meeting: রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য চূড়ান্ত করতেই সোমবার বৈঠক হওয়ার কথা ছিল বিধানসভায় । তবে পরে দিন এবং বৈঠকের স্থান দুই পরিবর্তন করা হয়। বৈঠক হবে আগামী 14 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এই বৈঠকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বিমান বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকেও ।

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Dec 1, 2023, 7:15 PM IST

কলকাতা, 1 ডিসেম্বর: আগামী 14 ডিসেম্বর নবান্নে হতে চলেছে পরবর্তী রাজ্য মানবাধিকার কমিশনের বৈঠক। রীতি মেনে এই বৈঠকে থাকেন রাজ্যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অধ্যক্ষ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। সেই মত আমন্ত্রণ গিয়েছে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও। তবে শুভেন্দু অধিকারী এই বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ।

রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য কে হবেন তা চূড়ান্ত করতেই আগামী সোমবার 4 ডিসেম্বর বৈঠক হওয়ার কথা ছিল বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তবে পরে দিন এবং বৈঠকের স্থান দুই পরিবর্তন করা হয়। জানা গিয়েছে, ওই দিন বৈঠক বাতিল হয়েছে। বৈঠক হবে আগামী 14 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এই বৈঠকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বিমান বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে ।

প্রসঙ্গত চলতি বছরের 24 সেপ্টেম্বর কমিশনের প্রশাসনিক সদস্যের মেয়াদ শেষ হয়েছে। এই পদে এতদিন ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। কে হবেন পরবর্তী সদস্য সেই নিয়ে যেমন জল্পনা তুঙ্গে অন্যদিকে বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর জল গড়িয়েছে অনেক দূর । সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, হয়তো আগামী 14 ডিসেম্বরের বৈঠকে উপস্থিত থাকবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও জানা গিয়েছে, তিনি নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেবেন তিনি মানবাধিকার কমিশনের বৈঠকে উপস্থিত থাকবেন কি না। তবে ওয়াকিবহাল মহলের মতে তাঁর বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।

প্রসঙ্গত, আইন অনুসারে রাজ্য মানবাধিকার কমিশন তিন সদস্য নিয়ে গঠন করা হয়। বর্তমানে কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, জুডিশিয়াল সদস্য হিসেবে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র। বর্তমানে খালি রয়েছে আরও একটি পদ। সেই পদে কে বসবেন তা চূড়ান্ত করতেই আগামী 14 তারিখের বৈঠক হতে চলেছে। দুই দফায় প্রায় এক দশক নিজের পদে ছিলেন নাপরাজিত মুখোপাধ্যায়। তবে আইন সংশোধন হওয়ার পর বর্তমান তিন বছর করে এই পদে থাকা যাবে। অর্থাৎ তিন বছর করে সর্বোচ্চ ছয় বছরের মেয়াদ। বর্তমানে এই পদের জন্য একাধিক আবেদন এলেও মূলত তিনটি নাম প্রকাশ্যে এসেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস অধীর শর্মার নাম শোনা যাচ্ছে। এমনকী সূত্র মারফৎ জানা গিয়েছে, এই পদে পরবর্তী সদস্য হিসেবে প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম পছন্দ।

আরও পড়ুন

কলকাতা, 1 ডিসেম্বর: আগামী 14 ডিসেম্বর নবান্নে হতে চলেছে পরবর্তী রাজ্য মানবাধিকার কমিশনের বৈঠক। রীতি মেনে এই বৈঠকে থাকেন রাজ্যে মুখ্যমন্ত্রী বিধানসভায় অধ্যক্ষ এবং রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা। সেই মত আমন্ত্রণ গিয়েছে বিধানসভায় অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায় এবং রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কাছেও। তবে শুভেন্দু অধিকারী এই বৈঠকে যোগ দেবেন কি না, তা এখনও স্পষ্ট নয় ।

রাজ্য মানবাধিকার কমিশনের পরবর্তী প্রশাসনিক সদস্য কে হবেন তা চূড়ান্ত করতেই আগামী সোমবার 4 ডিসেম্বর বৈঠক হওয়ার কথা ছিল বিধানসভায় বিমান বন্দ্যোপাধ্যায়ের ঘরে। তবে পরে দিন এবং বৈঠকের স্থান দুই পরিবর্তন করা হয়। জানা গিয়েছে, ওই দিন বৈঠক বাতিল হয়েছে। বৈঠক হবে আগামী 14 ডিসেম্বর অর্থাৎ বৃহস্পতিবার। এই বৈঠকে চিঠি দিয়ে আমন্ত্রণ জানানো হয়েছে বিমান বন্দোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীকে ।

প্রসঙ্গত চলতি বছরের 24 সেপ্টেম্বর কমিশনের প্রশাসনিক সদস্যের মেয়াদ শেষ হয়েছে। এই পদে এতদিন ছিলেন রাজ্যের প্রাক্তন ডিজি নপরাজিত মুখোপাধ্যায়। কে হবেন পরবর্তী সদস্য সেই নিয়ে যেমন জল্পনা তুঙ্গে অন্যদিকে বিধানসভা থেকে শুভেন্দু অধিকারী সাসপেন্ড হওয়ার পর জল গড়িয়েছে অনেক দূর । সেই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারী বৈঠকে উপস্থিত থাকবেন কি না, তা নিয়েও চলছে জোর জল্পনা। তবে সূত্র মারফৎ জানা গিয়েছে, হয়তো আগামী 14 ডিসেম্বরের বৈঠকে উপস্থিত থাকবেন না বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আরও জানা গিয়েছে, তিনি নির্দিষ্ট দিনের আগেই জানিয়ে দেবেন তিনি মানবাধিকার কমিশনের বৈঠকে উপস্থিত থাকবেন কি না। তবে ওয়াকিবহাল মহলের মতে তাঁর বৈঠকে যোগ দেওয়ার সম্ভাবনা ক্ষীণ।

প্রসঙ্গত, আইন অনুসারে রাজ্য মানবাধিকার কমিশন তিন সদস্য নিয়ে গঠন করা হয়। বর্তমানে কমিশনের চেয়ারম্যান পদে রয়েছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য, জুডিশিয়াল সদস্য হিসেবে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মধুমিতা মিত্র। বর্তমানে খালি রয়েছে আরও একটি পদ। সেই পদে কে বসবেন তা চূড়ান্ত করতেই আগামী 14 তারিখের বৈঠক হতে চলেছে। দুই দফায় প্রায় এক দশক নিজের পদে ছিলেন নাপরাজিত মুখোপাধ্যায়। তবে আইন সংশোধন হওয়ার পর বর্তমান তিন বছর করে এই পদে থাকা যাবে। অর্থাৎ তিন বছর করে সর্বোচ্চ ছয় বছরের মেয়াদ। বর্তমানে এই পদের জন্য একাধিক আবেদন এলেও মূলত তিনটি নাম প্রকাশ্যে এসেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়, অবসরপ্রাপ্ত বিচারক পার্থসারথি মুখোপাধ্যায় এবং প্রাক্তন আইপিএস অধীর শর্মার নাম শোনা যাচ্ছে। এমনকী সূত্র মারফৎ জানা গিয়েছে, এই পদে পরবর্তী সদস্য হিসেবে প্রাক্তন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রথম পছন্দ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.