ETV Bharat / state

নির্বাচন কমিশনের পরীক্ষায় বসতে হবে পুলিশ কর্তাদের! - kolkata

নির্বাচনে প্রস্তুতি কতটা, তা জানতেই এই পরীক্ষা

নির্বাচন সদন
author img

By

Published : Feb 9, 2019, 2:46 AM IST

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : পরীক্ষায় বসতে চলেছেন পুলিশ কর্তারা! না, মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং নয়। আক্ষরিক অর্থে পরীক্ষা দিতে হবে জেলা পুলিশ আধিকারিকদের। করতে হবে মন দিয়ে পড়াশোনা। নিতে হবে ট্রেনিং। অবাক হচ্ছেন ? ভাবছেন, IPS-দের আবার পরীক্ষা! হ্যাঁ, বাস্তবেই এটা হতে চলেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা নেবে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কতখানি দক্ষতা অর্জন করলেন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা সেটা বুঝে নিতেই ওই পরীক্ষার আয়োজন। পরীক্ষা শেষে মিলবে সার্টিফিকেটও। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে এই খবর জানা গেছে।

মনোনয়নপত্রে কোন জিনিসগুলো খুঁটিয়ে দেখা সব থেকে বেশি জরুরি ? প্রার্থীরা হলফনামায় যা জমা দেবেন সেগুলো কি খতিয়ে দেখা প্রয়োজন? এমন অনেক প্রশ্ন উঠে আসবে ট্রেনিংয়ের মাঝে। প্রশ্নকর্তা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকের মত উচ্চপদস্থ কর্তারা। সম্প্রতি বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে সে সব প্রশ্নের উত্তর দেন মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিকরা। সঙ্গে দেওয়া হয় পুরো নির্বাচন প্রক্রিয়ার ট্রেনিং। ট্রেনিংয়ের উপর ভিত্তি করে হয় পরীক্ষা। কথা ছিল ওই সময়, রাজ্যে সবকটি পুলিশ কমিশনারেটের কমিশনার, জেলা পুলিশ সুপাররা আসবেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গে ট্রেনিং নিতে। তাঁদেরও দেওয়া হবে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কিছু ট্রেনিং। সেটা বাতিল করা হয়। তার বদলে সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের।

undefined

কিন্তু তাতে নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রভৃতি বিষয়গুলি নিয়ে সবটা জানা হয়নি অফিসারদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণা হলেই রাজ্যে আসবেন পুলিশ অবজ়ারভার। তাঁর সঙ্গে কথা বলেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের বিষয়টি চূড়ান্ত করতে হবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন। সেটি নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে নেওয়া হবে পরীক্ষা।

কলকাতা, ৯ ফেব্রুয়ারি : পরীক্ষায় বসতে চলেছেন পুলিশ কর্তারা! না, মুখ্যমন্ত্রীর রিভিউ মিটিং নয়। আক্ষরিক অর্থে পরীক্ষা দিতে হবে জেলা পুলিশ আধিকারিকদের। করতে হবে মন দিয়ে পড়াশোনা। নিতে হবে ট্রেনিং। অবাক হচ্ছেন ? ভাবছেন, IPS-দের আবার পরীক্ষা! হ্যাঁ, বাস্তবেই এটা হতে চলেছে। আগামী ২৫ ফেব্রুয়ারি এই পরীক্ষা নেবে নির্বাচন কমিশন। লোকসভা নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষার বিষয়ে কতখানি দক্ষতা অর্জন করলেন জেলার পুলিশ সুপার, পুলিশ কমিশনাররা সেটা বুঝে নিতেই ওই পরীক্ষার আয়োজন। পরীক্ষা শেষে মিলবে সার্টিফিকেটও। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর সূত্রে এই খবর জানা গেছে।

মনোনয়নপত্রে কোন জিনিসগুলো খুঁটিয়ে দেখা সব থেকে বেশি জরুরি ? প্রার্থীরা হলফনামায় যা জমা দেবেন সেগুলো কি খতিয়ে দেখা প্রয়োজন? এমন অনেক প্রশ্ন উঠে আসবে ট্রেনিংয়ের মাঝে। প্রশ্নকর্তা জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসকের মত উচ্চপদস্থ কর্তারা। সম্প্রতি বেঙ্গল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কনফারেন্স হলে সে সব প্রশ্নের উত্তর দেন মুখ্য নির্বাচনী আধিকারিক, অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক, যুগ্ম মুখ্য নির্বাচন আধিকারিকরা। সঙ্গে দেওয়া হয় পুরো নির্বাচন প্রক্রিয়ার ট্রেনিং। ট্রেনিংয়ের উপর ভিত্তি করে হয় পরীক্ষা। কথা ছিল ওই সময়, রাজ্যে সবকটি পুলিশ কমিশনারেটের কমিশনার, জেলা পুলিশ সুপাররা আসবেন মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তরের কর্তাদের সঙ্গে ট্রেনিং নিতে। তাঁদেরও দেওয়া হবে নির্বাচনে আইন-শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কিছু ট্রেনিং। সেটা বাতিল করা হয়। তার বদলে সমস্ত জেলার পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারদের সঙ্গে ভিডিয়ো কনফারেন্স হয় মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের কর্তাদের।

undefined

কিন্তু তাতে নির্বাচন পরিচালনায় আইন-শৃঙ্খলা রক্ষা, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রভৃতি বিষয়গুলি নিয়ে সবটা জানা হয়নি অফিসারদের। নির্বাচন কমিশন সূত্রে খবর, ভোট ঘোষণা হলেই রাজ্যে আসবেন পুলিশ অবজ়ারভার। তাঁর সঙ্গে কথা বলেই কেন্দ্রীয় বাহিনী ব্যবহারের বিষয়টি চূড়ান্ত করতে হবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনার জন্য অনেক বেশি দক্ষতার প্রয়োজন। সেটি নিশ্চিত করতেই নির্বাচন কমিশনের তরফ থেকে দেওয়া হবে ট্রেনিং। ট্রেনিং শেষে নেওয়া হবে পরীক্ষা।

RESTRICTIONS: SNTV clients only. Use on broadcast and digital channels, including social. Available worldwide. Use within 14 days. All usage subject to rights licensed in contract. For any questions regarding rights restrictions please contact planning@sntv.com.
SHOTLIST: Pennyhill Park, Bagshot, Surrey, England, UK. 8th February 2019.
1. 00:00 News conference with England head coach Eddie Jones and captain Owen Farrell
2. 00:02 SOUNDBITE: (English) Eddie Jones, England head coach (on France):
"There a, team full of talent. I think they've made six changes to their, team from the previous week. So again they rely on individual talent, but they've got guys that can break the game open, and we just have to be very well organised and absolutely brutal in our defence."
3. 00:25 SOUNDBITE: (English) Eddie Jones, England head coach (asked if England can maintain the level of play exhibited in the win over Ireland):
"Oh we'll be better this week. I've got no doubt we'll be better this week. Last week was just the start. This week... even our training yesterday was of a much higher quality than we had in Portugal. I've got no doubt we're going to be better this week."
4. 00:45 SOUNDBITE: (English) Eddie Jones, England head coach (asked why Chris Ashton was selected at winger ahead of Jack Nowell):
"Yeah, we just feel... (I've) got a gut feeling he'll (Ashton) be right for the start of the game and Jack will be right for the end of the game. Jack was absolutely outstanding for us last week, absolutely outstanding. So it's just a different role for him this week."
5. 01:01 SOUNDBITE: (English) Eddie Jones, England head coach (on the battle between Manu Tuilagi and returning France centre Mathieu Bastareaud):
"Well, centres don't play against each other. That's the reality. I think they play left and right centre, so it won't be Manu's responsibility to stop him. It'll be, whoever's defending in front of him and, he's a good player and we'll show him plenty of respect, but, I think we'll be able to take care of him."
6. 01:23 SOUNDBITE: (English) Owen Farrell, England captain (on France):
"They're a very big team, very... tough team to play against. They can suck you in by playing one way and, then delivering in another. If you switch off for... two seconds, they'll punish you. They've got dangerous players across the park so, we've got to make sure that we're... fully connected in what we're doing together as a group and, ready for anything."  
7. 01:52 SOUNDBITE: (English) Joe Launchbury, England lock (on his Wasps team-mate Dan Robson):
"Yeah, I'm delighted for Dan. He's, probably been at Wasps one of our, most consistent performers now since he arrived two or three years ago and he... not only in his standards of sort of playing but also sort of around the club and he's brought that here. He's a confident guy. He's very confident in his ability and hopefully this weekend, he'll get a shot to play. I think he's trained well, I think he's really impressed a lot of the guys here. He's done kind of what we, at his club knew he'd be able to bring to the international set up and yeah, hopefully at Twickenham this weekend it will be a fantastic way for him to make his debut."  
8. 02:29 SOUNDBITE: (English) Dan Cole, England prop (on what he had to do to regain his place in the England squad):
"Yeah, I was sent away in the... summer. Basically told to freshen up. Improve in certain areas which was, yeah, around the field. Second man ball carrying, that kind of stuff. Be more effective around the field and, i.e. you work on this. You hope you get better at it and, but yeah, those are the things you've got to do and... you're being told these things to get... you're told to improve for a reason, and sent away and you do."
SOURCE: SNTV
DURATION: 03:01
STORYLINE:
England coach Eddie Jones on Friday named his 23-man squad to face France in the Six Nations Championship on Sunday.  
Chris Ashton is preferred on the wing to Jack Nowell, while Courtney Lawes moves into the starting line-up in place of injured lock Maro Itoje, with Joe Launchbury promoted to a replacement role.
Dan Cole is back in favour and will join Ben Moon on the bench - the pair replacing fellow props Ellis Genge and Harry Williams, who drop out of the squad after featuring in the win over Ireland.
Manu Tuilagi retains his place at inside centre at the expense of fit again Ben Te'o and is set for a monumental midfield clash with fellow heavyweight Mathieu Bastareaud.
The game will act as something of a dress rehearsal, with the 'Red Rose' and 'Les Bleus' drawn in the same pool for this year's Rugby World Cup in Japan.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.