কলকাতা, 20 জুন: "চিনা দ্রব্য ব্যবহারকারীদের মেরে পা ভেঙে দেব ৷ কোনও বাড়িতে চিনা জিনিস থাকলে সেই বাড়িও গুঁড়িয়ে দেওয়া উচিত ৷" এই হুঁশিয়ারি দিলেন BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় ৷
চিনা সেনার হামলায় শহিদ হয়েছেন দেশের 20 জন জওয়ান ৷ এরাজ্যেরও দুই জওয়ান শহিদ হয়েছেন ৷ এরপর থেকেই ক্ষোভে ফুঁসছে গোটা দেশ ৷ দেশজুড়ে চিনা পণ্য বয়কটের ডাক দেওয়া হয়েছে ৷ নানাভাবে প্রতিবাদ জানানো হচ্ছে একাধিক জায়গায় ৷ সেই রেশ ধরেই BJP নেতা জয় বন্দ্যোপাধ্যায় হুমকির সুরে বলেন, "চিনকে উচিত শিক্ষা দেওয়া প্রয়োজন ৷ দেশবাসী চিনা দ্রব্য বয়কট করলেই ওরা শিক্ষা পাবে ৷ আমাদের সবাইকে চিনা দ্রব্য বয়কট করা উচিত ৷ এখনও অনেকে চিনের জিনিস ব্যবহার করছে ৷ এটা বন্ধ করা প্রয়োজন ৷ না শুনলে পা ভেঙে দেওয়া উচিত ৷ যেসব বাড়িতে চিনা দ্রব্য রয়েছে সেই বাড়িও ভেঙে দেওয়া উচিত ৷"
জয় বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্যের সমালোচনা করেছেন অনেকে । কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস ৷ তৃণমূলের এক নেতা পালটা জয় বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে বলেছেন, "এই সংকটকালে আমরা সকলেই সরকারের পাশে রয়েছি ৷ কিন্তু এমন উপদেশ দেওয়ার আগে BJP জানাক চিন কীভাবে ভারতে প্রবেশ করল ৷ চিনা দ্রব্য বয়কট করার হলে মানুষ এমনিতেই করবে ৷ কিন্তু BJP-কে এমন উপদেশ দেওয়ার অধিকার কে দিয়েছে?"