ETV Bharat / state

কে এই রাকেশ সিং ?

শোনা যাচ্ছে, একুশের নির্বাচনে হুগলির চাঁপদানি থেকে রাকেশ সিংয়ের দাঁড়ানো প্রায় পাকা ছিল ।

author img

By

Published : Feb 23, 2021, 10:55 PM IST

Updated : Feb 23, 2021, 11:06 PM IST

who is rakesh singh bjp leader detained by police in a narcotic case
who is rakesh singh bjp leader detained by police in a narcotic case

কলকাতা, 23 ফেব্রুয়ারি : মাদক মামলায় পুলিশের জালে বিজেপির রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি থেকে রাকেশ সিংকে পাকড়াও করেছে পুলিশ ৷ বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে রাকেশের নাম ৷ এর আগে জেপি নাড্ডার কনভয়ে হামলার সময়ও তাঁর নাম উঠে এসেছিল । কিন্তু কে এই রাকেশ সিং ? জেনে নিন তাঁর পরিচয় ।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার আলিপুর ও কলকাতা পোর্ট এলাকার কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন রাকেশ ৷ 2019 সালে শিবির বদলে বিজেপিতে যোগদান করেন ৷ কিন্তু খুব কম সময়ের মধ্যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের আস্থা অর্জন করে নেন । সেই সুবাদে একাধিক দায়িত্ব দেওয়া হয় তাঁকে । 2020 সালেরই সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ বিজেপির রাজ্য কমিটির সদস্য হন ৷ দায়িত্ব দেওয়া হয় বিজেপির শ্রমিক সংগঠনেরও । শুধু কৈলাস বিজয়বর্গীয়ই নন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গেও রাকেশের ঘনিষ্ঠতা বেড়েছিল ।

আরও পড়ুন : মাদককাণ্ডে গলসি থেকে আটক রাকেশ সিং

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে । সেই সফরে নাড্ডার সফরসঙ্গী ছিলেন রাকেশ । অভিযোগ ওঠে, সফরের আগের দিন রাতে বিজেপির হেস্টিংস অফিসে আক্রমণ করার চেষ্টা করেছিল তৃণমূল । বিষয়টিকে নিজের হাতে সামলেছিলেন রাকেশ । তারপরই জেপি নাড্ডার দক্ষিণ 24 পরগনা সফরে কনভয়ের দায়িত্ব দেওয়া হয় রাকেশকে ৷ আর এরপর থেকেই রাজ্য বিজেপিতে তার গুরুত্ব বেড়ে যায় কয়েকগুণ । এমনকী 2021-এর বিধানসভা নির্বাচনে হুগলির চাঁপদানি কেন্দ্র থেকে তাঁর প্রার্থীপদও চূড়ান্ত ছিল ৷ দল রাকেশকে আবদুল মান্নানের বিরুদ্ধে ভোটে দাঁড় করাত বলে খবর ছিল ৷

সবমিলিয়ে নির্বাচনের আগে মাদক মামলা নিয়ে জেরবার বিজেপি ৷ প্রথমে মাদক সহ গ্রেপ্তার হন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ৷ তাঁর মুখেই উঠে আসে বিজেপির রাজ্য কমিটির সদস্য নেতা রাকেশ সিংয়ের নাম ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি থেকে রাকেশ সিংকে আটক করে পুলিশ ৷ তার আগে অবশ্য রাকেশের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের আধিকারিকরা ৷ চালানো হয় তল্লাশি । দুর্গাপুরে রাত কাটিয়ে বুধবার সকালে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর । যদিও তার আগেই পুলিশের জালে ধরা পড়ে রাকেশ ।

কলকাতা, 23 ফেব্রুয়ারি : মাদক মামলায় পুলিশের জালে বিজেপির রাজ্য কমিটির সদস্য রাকেশ সিং ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি থেকে রাকেশ সিংকে পাকড়াও করেছে পুলিশ ৷ বেশ কয়েকদিন ধরেই শিরোনামে রয়েছে রাকেশের নাম ৷ এর আগে জেপি নাড্ডার কনভয়ে হামলার সময়ও তাঁর নাম উঠে এসেছিল । কিন্তু কে এই রাকেশ সিং ? জেনে নিন তাঁর পরিচয় ।

জানা গিয়েছে, দক্ষিণ কলকাতার আলিপুর ও কলকাতা পোর্ট এলাকার কংগ্রেসের দাপুটে নেতা ছিলেন রাকেশ ৷ 2019 সালে শিবির বদলে বিজেপিতে যোগদান করেন ৷ কিন্তু খুব কম সময়ের মধ্যে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও এ রাজ্যের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়ের আস্থা অর্জন করে নেন । সেই সুবাদে একাধিক দায়িত্ব দেওয়া হয় তাঁকে । 2020 সালেরই সেপ্টেম্বর-অক্টোবর নাগাদ বিজেপির রাজ্য কমিটির সদস্য হন ৷ দায়িত্ব দেওয়া হয় বিজেপির শ্রমিক সংগঠনেরও । শুধু কৈলাস বিজয়বর্গীয়ই নন, বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায় ও কেন্দ্রীয় সহকারী পর্যবেক্ষক অরবিন্দ মেননের সঙ্গেও রাকেশের ঘনিষ্ঠতা বেড়েছিল ।

আরও পড়ুন : মাদককাণ্ডে গলসি থেকে আটক রাকেশ সিং

গত বছরের ডিসেম্বরে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনা ঘটে । সেই সফরে নাড্ডার সফরসঙ্গী ছিলেন রাকেশ । অভিযোগ ওঠে, সফরের আগের দিন রাতে বিজেপির হেস্টিংস অফিসে আক্রমণ করার চেষ্টা করেছিল তৃণমূল । বিষয়টিকে নিজের হাতে সামলেছিলেন রাকেশ । তারপরই জেপি নাড্ডার দক্ষিণ 24 পরগনা সফরে কনভয়ের দায়িত্ব দেওয়া হয় রাকেশকে ৷ আর এরপর থেকেই রাজ্য বিজেপিতে তার গুরুত্ব বেড়ে যায় কয়েকগুণ । এমনকী 2021-এর বিধানসভা নির্বাচনে হুগলির চাঁপদানি কেন্দ্র থেকে তাঁর প্রার্থীপদও চূড়ান্ত ছিল ৷ দল রাকেশকে আবদুল মান্নানের বিরুদ্ধে ভোটে দাঁড় করাত বলে খবর ছিল ৷

সবমিলিয়ে নির্বাচনের আগে মাদক মামলা নিয়ে জেরবার বিজেপি ৷ প্রথমে মাদক সহ গ্রেপ্তার হন বিজেপি যুব মোর্চার নেত্রী পামেলা গোস্বামী ৷ তাঁর মুখেই উঠে আসে বিজেপির রাজ্য কমিটির সদস্য নেতা রাকেশ সিংয়ের নাম ৷ মঙ্গলবার পূর্ব বর্ধমানের গলসি থেকে রাকেশ সিংকে আটক করে পুলিশ ৷ তার আগে অবশ্য রাকেশের বাড়িতে গিয়েছিলেন কলকাতা পুলিশের নারকোটিক্স বিভাগের আধিকারিকরা ৷ চালানো হয় তল্লাশি । দুর্গাপুরে রাত কাটিয়ে বুধবার সকালে অন্ডাল বিমানবন্দর থেকে দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তাঁর । যদিও তার আগেই পুলিশের জালে ধরা পড়ে রাকেশ ।

Last Updated : Feb 23, 2021, 11:06 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.