ETV Bharat / state

হোয়াটসঅ্যাপের যোগাযোগে অস্ত্র কারবার রিজেন্ট পার্কে, গ্রেপ্তার 1 - বাঁশদ্রোণী

হোয়াটসঅ্যাপে অর্ডার অনুযায়ী অস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে । গোপন সূত্রে খবর পেয়ে সেই গ্যাংয়ের পরদা ফাঁস করল রিজেন্ট পার্ক থানার পুলিশ ।

রিজেন্ট পার্কে
author img

By

Published : Sep 11, 2019, 10:39 AM IST

Updated : Sep 11, 2019, 11:09 AM IST

কলকাতা, 11 সেপ্টেম্বর : নরেন্দ্রপুর, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক এলাকার একটা বড় অংশে চলছিল রমরমা কারবার । গজিয়ে উঠেছিল নতুন এক গ্যাং । কারবারের কুশীলবরা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে রাখত যোগাযোগ । হোয়াটসঅ্যাপেই আসত অর্ডার । সেই অনুযায়ী অস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে । গোপন সূত্রে খবর পেয়ে সেই গ্যাংয়ের পরদা ফাঁস করল রিজেন্ট পার্ক থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় সরকার নামে চক্রের এক সদস্যকে ।

পুলিশ সূত্রে খবর, চক্রটি প্রাথমিকভাবে সক্রিয় হয় নরেন্দ্রপুর এলাকায় । পরে তা ছড়িয়ে পড়তে শুরু করে গড়িয়া, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক, এমন কী হরিদেবপুর এলাকাতেও । ওইসব এলাকার ছোটো-বড় দুষ্কৃতীদের অস্ত্রের প্রয়োজন হলেই যোগাযোগ করা হত সঞ্জয় সরকারের সঙ্গে । মোবাইল ব্যবহারে তুখোড় 23 বছরের সঞ্জয় এই ব্যাপারে সরাসরি ফোনে কথা বলত না । কারণ তাতে ঝুঁকি আছে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে রাখতে হত যোগাযোগ । দিতে হত অর্ডার । তাহলেই পৌঁছে যেত অস্ত্র । চক্রটির খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই খোঁজ চলছিল সঞ্জয়ের । কিছুদিন আগে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেই সঞ্জয়ের কারবারের কথা জানতে পারে পুলিশ ।

arms
সঞ্জয় সরকার

অবশেষে গতরাতে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হল সঞ্জয়কে । তার কাছে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ । ওই অস্ত্র কারবারিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ করছে পুলিশ । জানার চেষ্টা চলছে সঞ্জয় অস্ত্র পেত কোথা থেকে । কাদের সে অস্ত্র বিক্রি করেছিল । ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে ।

কলকাতা, 11 সেপ্টেম্বর : নরেন্দ্রপুর, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক এলাকার একটা বড় অংশে চলছিল রমরমা কারবার । গজিয়ে উঠেছিল নতুন এক গ্যাং । কারবারের কুশীলবরা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে রাখত যোগাযোগ । হোয়াটসঅ্যাপেই আসত অর্ডার । সেই অনুযায়ী অস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে । গোপন সূত্রে খবর পেয়ে সেই গ্যাংয়ের পরদা ফাঁস করল রিজেন্ট পার্ক থানার পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে সঞ্জয় সরকার নামে চক্রের এক সদস্যকে ।

পুলিশ সূত্রে খবর, চক্রটি প্রাথমিকভাবে সক্রিয় হয় নরেন্দ্রপুর এলাকায় । পরে তা ছড়িয়ে পড়তে শুরু করে গড়িয়া, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক, এমন কী হরিদেবপুর এলাকাতেও । ওইসব এলাকার ছোটো-বড় দুষ্কৃতীদের অস্ত্রের প্রয়োজন হলেই যোগাযোগ করা হত সঞ্জয় সরকারের সঙ্গে । মোবাইল ব্যবহারে তুখোড় 23 বছরের সঞ্জয় এই ব্যাপারে সরাসরি ফোনে কথা বলত না । কারণ তাতে ঝুঁকি আছে । হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে রাখতে হত যোগাযোগ । দিতে হত অর্ডার । তাহলেই পৌঁছে যেত অস্ত্র । চক্রটির খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই খোঁজ চলছিল সঞ্জয়ের । কিছুদিন আগে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেই সঞ্জয়ের কারবারের কথা জানতে পারে পুলিশ ।

arms
সঞ্জয় সরকার

অবশেষে গতরাতে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হল সঞ্জয়কে । তার কাছে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ । ওই অস্ত্র কারবারিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ করছে পুলিশ । জানার চেষ্টা চলছে সঞ্জয় অস্ত্র পেত কোথা থেকে । কাদের সে অস্ত্র বিক্রি করেছিল । ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে ।

Intro:কলকাতা, ১১ সেপ্টেম্বর: নরেন্দ্রপুর, বাঁশদ্রোণী, রিজেন্ট পার্ক এলাকার একটা বড় অংশে চলছিল রমরমা কারবার। গজিয়ে উঠেছিল নতুন এক গ্যাং। কারবারের কুশীলবরা নিজেদের মধ্যে হোয়াটসঅ্যাপে রাখত যোগাযোগ। হোয়াটসঅ্যাপ এই আসতো অর্ডার। সেই অনুযায়ী অস্ত্র পৌঁছে যেত দুষ্কৃতীদের হাতে। গোপন সূত্রে খবর পেয়ে সেই গ্যাংয়ের পর্দা ফাঁস করল রিজেন্ট পার্ক থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে চক্রের এক মাথাকে।Body:পুলিশ সূত্রে খবর, চক্রটি প্রাথমিকভাবে সক্রিয় হয় নরেন্দ্রপুর এলাকায়। পরে তা ছড়িয়ে পড়তে শুরু করে গরিয়া বাঁশদ্রোনী রিজেন্ট পার্ক এমনকি হরিদেবপুর এলাকাতেও। ওইসব এলাকার ছোট বড় দুষ্কৃতীদের অস্ত্রের প্রয়োজন হলেই যোগাযোগ করা হতো সঞ্জয় সরকারের সঙ্গে। মোবাইল ব্যবহারে তুখোড় ২৩ বছরের সঞ্জয় এ ব্যাপারে সরাসরি ফোনে কথা বলত না। কারণ তাতে ঝুঁকি আছে।হোয়াটসঅ্যাপের মাধ্যমে তার সঙ্গে রাখতে হত যোগাযোগ। দিতে হতো অর্ডার। তাহলেই পৌঁছে যত অস্ত্র। চক্রটির খবর পেয়ে বেশ কিছুদিন ধরেই চলছিল সঞ্জয়ের। কিছুদিন আগে অস্ত্রসহ এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করেই সঞ্জয়ের কারবারের কথা জানতে পারে পুলিশ।
Conclusion:অবশেষে গতরাতে পুলিশ গ্রেপ্তার করতে সমর্থ হল সঞ্জয়কে। তার কাছে পাওয়া গেছে একটি আগ্নেয়াস্ত্র এবং একটি কার্তুজ। ওই অস্ত্র কারবারিকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্যদের খোঁজ করছে পুলিশ। জানার চেষ্টা চলছে সঞ্জয় অস্ত্র পেত কোথা থেকে। কাদের সে অস্ত্র বিক্রি করেছিল। ধৃতকে আজ আলিপুর আদালতে পেশ করা হবে।

Last Updated : Sep 11, 2019, 11:09 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.