কলকাতা, 28 জানুয়ারি: 2017 সালে ফর্ম ফিলআপের পর অবশেষে রাজ্যজুড়ে টেট পরীক্ষা সংগঠিত করতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। আগামী 31 জানুয়ারি অফলাইনে হবে এই পরীক্ষা । আর এই পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য গাইডলাইন জারি করল পর্ষদ । পরীক্ষাকেন্দ্রে কী করবেন, আর কী করবেন না, তা জানিয়ে দেওয়া হয়েছে গতকালের প্রকাশিত গাইডলাইনে ।
গত বছর 31 ডিসেম্বর 2017 সালের টেট পরীক্ষার দিন ঘোষণা করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যেখানে বলা হয়, 2017 সালের 12 মে টেট পরীক্ষার জন্য প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী যাঁরা আবেদন করেছিলেন তাঁদের 2021 সালের 31 জানুয়ারি টেট পরীক্ষা নেওয়া হবে। তারপরে গত 22 জানুয়ারি থেকে পরীক্ষার জন্য অনলাইনে অ্যাডমিট কার্ড দেওয়া চালু হয় । জানা গেছে, রাজ্যজুড়ে প্রায় আড়াই লাখ পরীক্ষার্থী অংশগ্রহণ করতে চলেছেন ৷
গতকাল পরীক্ষার্থীদের জন্য একটি গাইডলাইন জারি করেছে পর্ষদ। সেখানে পরীক্ষার্থীদের আবশ্যিকভাবে কী কী মানতে হবে তা বলে দেওয়া হয়েছে । 31 জানুয়ারি দুপুর 1টা থেকে সাড়ে তিনটে পর্যন্ত হবে পরীক্ষা । গাইডলাইনে বলা হয়েছে, পরীক্ষা শুরুর 1 ঘণ্টা আগে, অর্থাৎ বেলা 12 টার মধ্যে ডাউনলোড করা অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে । কোনও প্রকার ব্যাগ নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হবে না । মাস্ক ছাড়া কোনও পরীক্ষার্থীকে ঢুকতে দেওয়া হবে না। পরীক্ষায় শুধুমাত্র কালো রঙের বল পয়েন্ট পেন ব্যবহার করতে পারবেন পরীক্ষার্থীরা ।
![পর্ষদের বিজ্ঞপ্তি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-kol-03-wbbpe-guidline-for-tet-examinees-7204411_28012021201357_2801f_1611845037_766.jpg)
আরও পড়ুন :- ঠাসা কর্মসূচি নিয়ে 2 দিনের সফরে রাজ্যে আসছেন শাহ
এ ছাড়া, মোবাইল ফোন, ক্যালকুলেটর অথবা কোনও রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করায় কঠোর নিষেধাজ্ঞা রয়েছে। কেউ এই নিষেধাজ্ঞা না মানলে অর্থাৎ কারোর কাছে এই ধরনের জিনিস পাওয়া গেলে তাঁর পরীক্ষা বাতিল করা হবে বলে জানানো হয়েছে পর্ষদের তরফে । শুধু পরীক্ষার্থীদের নয়, জয়েন্ট ভেন্যু সুপারভাইজার, ইনভিজিলেটর এবং পরীক্ষাকেন্দ্রের অন্যান্য কর্মচারীদেরও নির্দেশ দেওয়া হয়েছে মোবাইল ফোন সুইচ অফ করে বেলা 12টা থেকে দুপুর সাড়ে তিনটে পর্যন্ত লকারে রাখতে। এই প্রতিটি নিয়ম ও নিষেধাজ্ঞা সকলকে বাধ্যতামূলকভাবে মানতে নির্দেশ দেওয়া হয়েছে পর্ষদের তরফে ।