ETV Bharat / state

JNU ঘটনায় সরব, যাদবপুর নিয়ে চুপ কেন ? টুইট রাজ্যপালের - Dhankar on Police lathi charge on JU students

জগদীপ ধনকড় বলেন, যাঁরা JNU-এ পড়ুয়াদের উপর হামলা নিয়ে সরব হয়েছিলেন তাঁরা এখন চুপ কেন ।

dhankar
dhankar
author img

By

Published : Jan 7, 2020, 10:29 AM IST

Updated : Jan 7, 2020, 11:42 AM IST

কলকাতা, 7 জানুয়ারি : শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসা ও অরাজকতা মেনে নেওয়া হবে না । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলায় প্রতিবাদে পথে নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ সেই প্রসঙ্গে টুইটে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথাও তিনি উল্লেখ করেন ।

আজ সকালে JNU-এ হামলা ও তার প্রতিবাদ প্রসঙ্গে টুইট করেন জগদীপ ধনকড় । টুইট করে তিনি লেখেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসা ও অরাজকতা মেনে নেওয়া হবে না । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা নিয়ে কর্তৃপক্ষের একাংশ চুপ । অথচ তাঁরা JNU নিয়ে সরব হয়েছিলেন । এই বিষয়টি দুঃখজনক ও নিন্দার ।'

  • Acts of violence, anarchy in educational institutions is worrisome and should not be tolerated. Silence of those in authority (who severely condemned JNU violence) over what happened at Jadavpur University a fortnight ago is painfully worrisome.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । তিনি টুইটে লেখেন, 'রাজ্য ও বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তায় ও বিভ্রান্তিতে উপাচার্যের অবস্থান আপোস করতে হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতরাতের ঘটনায় কেন সবাই চুপ, হিংসার ক্ষেত্রেও কেন পক্ষপাতিত্ব হচ্ছে । বাড়িতে আগুন লাগলে সেটাই প্রথম প্রাধান্য পাওয়া উচিত । '

  • The position of Chancellor was compromised by omission and inaction of State and University authorities. Why this selective approach to violence and disruption on JU campus ! Fire at home ought to be first priority. Am sure there will be soul searching.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত সন্ধ্যায় BJP, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও CPI(M)-এর মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুরের সুলেখা মোড় । আগে থেকেই মোতায়েন ছিল যাদবপুর থানার পুলিশ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা JNU-এ দুষ্কৃতী হামলার বিরুদ্ধে মিছিল করছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ অথচ তাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে ৷ পরবর্তীতে পুলিশের তরফে পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়া হয় ।

কলকাতা, 7 জানুয়ারি : শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসা ও অরাজকতা মেনে নেওয়া হবে না । জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে হামলায় প্রতিবাদে পথে নামে যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ সেই প্রসঙ্গে টুইটে সরব হলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার কথাও তিনি উল্লেখ করেন ।

আজ সকালে JNU-এ হামলা ও তার প্রতিবাদ প্রসঙ্গে টুইট করেন জগদীপ ধনকড় । টুইট করে তিনি লেখেন, 'শিক্ষাপ্রতিষ্ঠানে হিংসা ও অরাজকতা মেনে নেওয়া হবে না । গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যা ঘটেছে তা নিয়ে কর্তৃপক্ষের একাংশ চুপ । অথচ তাঁরা JNU নিয়ে সরব হয়েছিলেন । এই বিষয়টি দুঃখজনক ও নিন্দার ।'

  • Acts of violence, anarchy in educational institutions is worrisome and should not be tolerated. Silence of those in authority (who severely condemned JNU violence) over what happened at Jadavpur University a fortnight ago is painfully worrisome.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজ্যের নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি । তিনি টুইটে লেখেন, 'রাজ্য ও বিশ্ববিদ্যালয়ের নিষ্ক্রিয়তায় ও বিভ্রান্তিতে উপাচার্যের অবস্থান আপোস করতে হয়েছে । যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গতরাতের ঘটনায় কেন সবাই চুপ, হিংসার ক্ষেত্রেও কেন পক্ষপাতিত্ব হচ্ছে । বাড়িতে আগুন লাগলে সেটাই প্রথম প্রাধান্য পাওয়া উচিত । '

  • The position of Chancellor was compromised by omission and inaction of State and University authorities. Why this selective approach to violence and disruption on JU campus ! Fire at home ought to be first priority. Am sure there will be soul searching.

    — Jagdeep Dhankhar (@jdhankhar1) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

গত সন্ধ্যায় BJP, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও CPI(M)-এর মিছিল ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে যাদবপুরের সুলেখা মোড় । আগে থেকেই মোতায়েন ছিল যাদবপুর থানার পুলিশ ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা JNU-এ দুষ্কৃতী হামলার বিরুদ্ধে মিছিল করছিল । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পড়ুয়াদের উপর লাঠিচার্জ করে পুলিশ ৷ পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে মিছিল করছিল ৷ অথচ তাদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ করেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷ মহিলাদেরও মারধরের অভিযোগ উঠেছে ৷ পরবর্তীতে পুলিশের তরফে পড়ুয়াদের কাছে ক্ষমা চাওয়া হয় ।

New Delhi, Jan 07 (ANI): The resources needed to treat fulminant myocarditis -- severe, inflammation of the heart that develops rapidly -- are outlined in a new Scientific Statement from the American Heart Association on how best to reduce fatalities from this rare condition. The study is published in cardiovascular journal -- Circulation. Fulminant myocarditis, often caused by a viral infection, comes on suddenly and often with significant severity, resulting in an exceptionally high risk of death caused by cardiogenic shock -- the heart's inability to pump enough blood, fatal arrhythmias, and multiorgan failure. With many of today's technology advances, numerous devices can fully support a patient's circulation and oxygenation and ventilation when necessary. The early recognition of fulminant myocarditis, the institution of circulatory support and maintenance of end-organ function, especially avoiding prolonged neurologic hypoxemia, can result in favourable outcomes for this previously almost universally fatal condition. The new statement details increasing awareness and education of fulminant myocarditis among health care providers to speed evaluation, diagnosis, and treatment. Treatment options for optimal outcomes include supporting patients through the use of extracorporeal life support (heart-lung machine), percutaneous and durable ventricular assist devices (devices to help the heart pump) and heart transplantation. "It is fortunate that fulminant myocarditis is rare and that it usually presents in typically younger and healthier patients, rather than critically ill patients seen in the office or emergency department," said Leslie T Cooper, MD, FAHA, vice-chair of the Statement Writing Group."This is where there are the greatest opportunities: early diagnosis, rapid treatment and the ability of frontline clinicians to detect the subtle signs and symptoms of this serious condition."

Last Updated : Jan 7, 2020, 11:42 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.