কলকাতা, 14 জানুয়ারি : উচ্চশিক্ষার মানোন্নয়ন এবং রাজ্যের সরকারি ও সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে সমন্বয় স্থাপনে গঠিত হল পশ্চিমবঙ্গ উপাচার্য পরিষদ । 12 জানুয়ারি রাজ্যের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সল্টলেকে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্প অফিসে একত্রিত হয়ে পরিষদ গঠন করেন । আজ সেই পরিষদ সাংবাদিক বৈঠক করে বিষয়টি ঘোষণা করে । পরিষদের সম্পাদক হয়েছেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য । তিনি জানান, পরিষদ গঠনের উদ্দেশ্য, রাজ্যের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমন্বয় সাধন করা । একইসঙ্গে বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চশিক্ষার মানোন্নয়ন করা ।
পরিষদের সভাপতি হয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস, সহ-সভাপতি হয়েছেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরি ও নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শুভশংকর সরকার । যুগ্ম সম্পাদক হয়েছেন সিধু কানু বিরসা মুন্ডা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দীপক কর । কোষাধ্যক্ষ হয়েছেন ডায়মন্ড হারবার ওমেন্স ইউনিভার্সিটির উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় । এ ছাড়া, আট জন উপাচার্য এগজ়িকিউটিভ কাউন্সিলের সদস্য ও বাকিরা সাধারণ সদস্য হিসেবে রয়েছেন । 12 জানুয়ারি রাজ্যের 21 টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে মোট 18 জন উপাচার্য উপস্থিত ছিলেন । বাকিরা মেসেজ করে পরিষদ গঠনে সম্মতি জানিয়েছেন ।
কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দেবকুমার মুখোপাধ্যায় বলেন, "কোচবিহার পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয় নতুন । রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ও অপেক্ষাকৃত নতুন । এই নতুন বিশ্ববিদ্যালয়গুলিতে প্রয়োজনীয় ফ্যাকাল্টি নেই । পুরানো প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়গুলোতে ফ্যাকাল্টির সংখ্যা বেশি । পরিষদের মধ্যে দিয়ে আমাদের ভিতরের মেলবন্ধনটা আরও সুদৃঢ় হবে । এর ফলে যাদবপুর, কলকাতা, উত্তরবঙ্গের মতো পুরানো বিশ্ববিদ্যালয়গুলো থেকে সুযোগ-সুবিধা এই পরিষদের মাধ্যমে সহজে পাওয়া যাবে । তার ফলে সার্বিকভাবে উচ্চশিক্ষার মানোন্নয়ন হবে ।"
রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবে পরিষদ । রেজিস্ট্রেশনের পর তা উচ্চশিক্ষা দপ্তর, রাজ্যপাল ও UGC-কে জানানো হবে । তবে, আগামীদিনে এই পরিষদ কোন পথে চলবে, কোন নীতি অবলম্বন করবে তা এখনও নির্ধারণ করা হয়নি । সুবীরেশ ভট্টাচার্য বলেন, "আমাদের পরিষদের পূর্ণাঙ্গ নীতি কী হবে তা নিয়ে আমরা পরবর্তীকালে আমাদের সদস্যদের নিয়ে বৈঠক করব । সেখানে আমরা মাননীয় শিক্ষামন্ত্রীকেও আমন্ত্রণ জানাব ।"