কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -কে তিনি যে সমর্থন করছেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন । গতকাল দিঘায় সেকথা বলেছেন । তবে প্রতিবাদের নামে কোনওভাবেই আইন নিজের হাতে না তুলে নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এই আইনের প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে । রেল লাইন ও রাস্তা অবরোধের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে যানবাহন । আক্রান্ত হয়েছে পুলিশ । গতকালই মমতা এভাবে বিক্ষোভ না করার জন্য আবেদন করেছিলেন । আজ ফের তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তিনি রাজ্যবাসীকে আইন হাতে না তুলে নেওয়ার বার্তা দেন । সেই সঙ্গে বলেন, বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।
তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আজ বার্তাটি পোস্ট হয়েছে । পোস্টের হেডলাইনে লেখা, "নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা ।" মুখ্যমন্ত্রীর বার্তাটি হল, "গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।"
গতকাল দিঘায় একই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও গতকাল দুপুর থেকেই নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ । পুলিশকে মারধরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি । ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ।উলুবেড়িয়ায় আপ করমণ্ডল এক্সপ্রেসে ইট ছোড়ে বিক্ষোভকারীরা । ভাঙচুর চলে উলুবেড়িয়া স্টেশনে । মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন লাগানো হয় । বীরভূমের নলহাটি, কলকাতা সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ ।