ETV Bharat / state

প্রতিবাদের নামে আইন হাতে তুলবেন না, রাজ্যবাসীকে টুইট বার্তা মমতার - টুইট বার্তা মমতার

গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে । টুইট করে আজ এই বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

মমতামমতা
মমতা
author img

By

Published : Dec 14, 2019, 5:36 PM IST

Updated : Dec 14, 2019, 7:14 PM IST

কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -কে তিনি যে সমর্থন করছেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন । গতকাল দিঘায় সেকথা বলেছেন । তবে প্রতিবাদের নামে কোনওভাবেই আইন নিজের হাতে না তুলে নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এই আইনের প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে । রেল লাইন ও রাস্তা অবরোধের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে যানবাহন । আক্রান্ত হয়েছে পুলিশ । গতকালই মমতা এভাবে বিক্ষোভ না করার জন্য আবেদন করেছিলেন । আজ ফের তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তিনি রাজ্যবাসীকে আইন হাতে না তুলে নেওয়ার বার্তা দেন । সেই সঙ্গে বলেন, বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।

তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আজ বার্তাটি পোস্ট হয়েছে । পোস্টের হেডলাইনে লেখা, "নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা ।" মুখ্যমন্ত্রীর বার্তাটি হল, "গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।"

গতকাল দিঘায় একই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও গতকাল দুপুর থেকেই নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ । পুলিশকে মারধরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি । ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ।উলুবেড়িয়ায় আপ করমণ্ডল এক্সপ্রেসে ইট ছোড়ে বিক্ষোভকারীরা । ভাঙচুর চলে উলুবেড়িয়া স্টেশনে । মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন লাগানো হয় । বীরভূমের নলহাটি, কলকাতা সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ ।

কলকাতা, 14 ডিসেম্বর : নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 -কে তিনি যে সমর্থন করছেন না, তা আগেই স্পষ্ট করে দিয়েছিলেন । গতকাল দিঘায় সেকথা বলেছেন । তবে প্রতিবাদের নামে কোনওভাবেই আইন নিজের হাতে না তুলে নেওয়ার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও এই আইনের প্রতিবাদে শুক্রবার থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে । রেল লাইন ও রাস্তা অবরোধের পাশাপাশি ভাঙচুর করা হচ্ছে যানবাহন । আক্রান্ত হয়েছে পুলিশ । গতকালই মমতা এভাবে বিক্ষোভ না করার জন্য আবেদন করেছিলেন । আজ ফের তৃণমূল কংগ্রেসের অফিশিয়াল টুইটার হ্যান্ডেল থেকে তিনি রাজ্যবাসীকে আইন হাতে না তুলে নেওয়ার বার্তা দেন । সেই সঙ্গে বলেন, বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।

তৃণমূলের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দিয়ে আজ বার্তাটি পোস্ট হয়েছে । পোস্টের হেডলাইনে লেখা, "নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে বাংলার মুখ্যমন্ত্রীর বার্তা ।" মুখ্যমন্ত্রীর বার্তাটি হল, "গণতান্ত্রিক পথে আন্দোলন করুন । আইন নিজের হাতে তুলে নেবেন না । পথ অবরোধ, রেল অবরোধ করবেন না । সাধারণ মানুষের ভোগান্তি কোনওভাবেই বরদাস্ত করবে না রাজ্য সরকার । বাসে আগুন লাগিয়ে, ট্রেনে পাথর ছুড়ে সরকারি সম্পত্তি নষ্ট করলে ব্যবস্থা নেওয়া হবে ।"

গতকাল দিঘায় একই বার্তা দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । যদিও গতকাল দুপুর থেকেই নাগরিকত্ব (সংশোধনী) আইন, 2019 - এর প্রতিবাদে রাজ্যের একাধিক জায়গায় শুরু হয় বিক্ষোভ । পুলিশকে মারধরের পাশাপাশি পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি । ভাঙচুর করা হয় অ্যাম্বুলেন্স ।উলুবেড়িয়ায় আপ করমণ্ডল এক্সপ্রেসে ইট ছোড়ে বিক্ষোভকারীরা । ভাঙচুর চলে উলুবেড়িয়া স্টেশনে । মুর্শিদাবাদের বেলডাঙা স্টেশনে আগুন লাগানো হয় । বীরভূমের নলহাটি, কলকাতা সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে চলে বিক্ষোভ ।

New Delhi, Dec 14 (ANI): Congress organised 'Bharat Bachao' rally at Ramlila Maidan in Delhi on December 14 to protest against the Citizenship Amendment Act. Speaking at the rally, Congress general secretary for UP East, Priyanka Gandhi, mocked 'Modi hai to mumkin hai' slogan. "We see on every bus stop and newspaper that 'Modi hai toh mumkin hai' (If there is Modi, it is possible). The truth is if BJP is there, Onions are Rs 100 per kilo. If BJP is there, highest unemployment is there in 45 years. If BJP is there, 4 crore jobs are possible to be destroyed," Gandhi said.
Last Updated : Dec 14, 2019, 7:14 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.