ETV Bharat / state

West Bengal Weather Update : শীতের ঝোড়ো ইনিংসে বিরতি, আজ থেকে বাড়বে তাপমাত্রা

বৃহস্পতিবার কুয়াশা মাখা ভোরের পরে থাকবে রোদ ঝলমলে আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশপাশে থাকবে (West Bengal Weather Update ) ।

Weather Bengal Weather Update
আবহাওয়ার পূর্বাভাস
author img

By

Published : Dec 23, 2021, 6:43 AM IST

কলকাতা, 23 ডিসেম্বর : ঠান্ডায় কাবু বঙ্গবাসী ৷ ঠিক বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশিতে মেতেছিলেন শীতপ্রেমীরা ৷ তবে এই 'সুখ' ক্ষণিকের ৷ ক্রিসমাসের আনন্দে মেতে ওঠার আগেই শীতের মারকাটারি ইনিংসে ছেদ পড়তে চলেছে ৷ আজ থেকেই বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather Update ) ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীতের আমেজ মেখে বড়দিন এবং নতুন বছরের আগমনীতে যারা মেতে ওঠার নীল নকশা সাজাচ্ছিলেন তাঁদের মন খারাপ হওয়ার কথা । লক্ষ্মীবারে নগর কলকাতার প্রশাসক ঠিক করার বৈঠকে বসবে শাসকদল । শীতলতম আবহাওয়ার মধ্যে নির্বাচন সংঘটিত হলেও মহানাগরিক নির্বাচন হবে তুলনায় উষ্ণতম দিনে । বৃহস্পতিবার কুয়াশা মাখা ভোরের পরে থাকবে রোদ ঝলমলে আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশপাশে থাকবে । হাওয়া অফিস জানিয়েছে, গত সাত দিন তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে নিম্নমুখী হয়েছিল । কিন্তু আজ থেকে তা আর হবে না ।

বুধবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 22.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কম । আটচল্লিশ ঘণ্টার পর থেকে জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকে চলে আসবে । কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে । ফলে হাড়কাঁপানো ঠান্ডা থাকবে না বেশ কয়েকদিন । ফলে শীতের আমেজ নিয়ে খুশি থাকার মেজাজে বড়সড় ধাক্কা ।

আরও পড়ুন : Duare Ambulance In Bhatpara: ভাটপাড়ায় চালু হল 'দুয়ারে অ্যাম্বুলেন্স' পরিষেবা

কিন্তু এর কারণ কী ? আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম দিক থেকে আসা পশ্চিমি ঝঞ্ঝা শীতের গতিপথে বাধার সৃষ্টি করেছে । তাহলে কি পৌষের মাঝেই শীতের কার্যত ইতি ? আবহাওয়া দফতর বলছে, বাধা কাটলে উত্তুরে হাওয়া ঢুকবে । ফলে হাড়কাঁপানো শীত পড়তেই পারে । তবে আপাতত শীতের মারকাটারি ইনিংসে সাময়িক বিরতি ।

কলকাতা, 23 ডিসেম্বর : ঠান্ডায় কাবু বঙ্গবাসী ৷ ঠিক বড়দিনের আগে জাঁকিয়ে ঠান্ডা পড়ায় খুশিতে মেতেছিলেন শীতপ্রেমীরা ৷ তবে এই 'সুখ' ক্ষণিকের ৷ ক্রিসমাসের আনন্দে মেতে ওঠার আগেই শীতের মারকাটারি ইনিংসে ছেদ পড়তে চলেছে ৷ আজ থেকেই বাড়ছে তাপমাত্রা (West Bengal Weather Update ) ৷

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, শীতের আমেজ মেখে বড়দিন এবং নতুন বছরের আগমনীতে যারা মেতে ওঠার নীল নকশা সাজাচ্ছিলেন তাঁদের মন খারাপ হওয়ার কথা । লক্ষ্মীবারে নগর কলকাতার প্রশাসক ঠিক করার বৈঠকে বসবে শাসকদল । শীতলতম আবহাওয়ার মধ্যে নির্বাচন সংঘটিত হলেও মহানাগরিক নির্বাচন হবে তুলনায় উষ্ণতম দিনে । বৃহস্পতিবার কুয়াশা মাখা ভোরের পরে থাকবে রোদ ঝলমলে আকাশ । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি এবং 13 ডিগ্রির আশপাশে থাকবে । হাওয়া অফিস জানিয়েছে, গত সাত দিন তাপমাত্রার পারদ পাল্লা দিয়ে নিম্নমুখী হয়েছিল । কিন্তু আজ থেকে তা আর হবে না ।

বুধবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 22.5 ডিগ্রি এবং সর্বনিম্ন 13.2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বোচ্চ তাপমাত্রা 4 ডিগ্রি সেলসিয়াস কম থাকলেও সর্বনিম্ন তাপমাত্রা 1 ডিগ্রি সেলসিয়াস কম । আটচল্লিশ ঘণ্টার পর থেকে জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকে চলে আসবে । কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে । ফলে হাড়কাঁপানো ঠান্ডা থাকবে না বেশ কয়েকদিন । ফলে শীতের আমেজ নিয়ে খুশি থাকার মেজাজে বড়সড় ধাক্কা ।

আরও পড়ুন : Duare Ambulance In Bhatpara: ভাটপাড়ায় চালু হল 'দুয়ারে অ্যাম্বুলেন্স' পরিষেবা

কিন্তু এর কারণ কী ? আবহাওয়া অফিস বলছে, উত্তর পশ্চিম দিক থেকে আসা পশ্চিমি ঝঞ্ঝা শীতের গতিপথে বাধার সৃষ্টি করেছে । তাহলে কি পৌষের মাঝেই শীতের কার্যত ইতি ? আবহাওয়া দফতর বলছে, বাধা কাটলে উত্তুরে হাওয়া ঢুকবে । ফলে হাড়কাঁপানো শীত পড়তেই পারে । তবে আপাতত শীতের মারকাটারি ইনিংসে সাময়িক বিরতি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.