ETV Bharat / state

West Bengal Weather Update : মার্চেই 40 ডিগ্রির দাবদাহে পুড়বে বাংলা ! কী বলছে হাওয়া অফিস ? - মার্চেই 40 ডিগ্রির দাবদাহে পুড়বে বাংলা !

আজ, শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের ঘোরাফেরা করবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই (West Bengal Weather Update) ৷

West Bengal Weather Update
West Bengal Weather Update
author img

By

Published : Mar 4, 2022, 7:06 AM IST

কলকাতা, 4 মার্চ : শীত বিদায় নিয়েছে ৷ রাতের দিকেও ঠান্ডার আমেজ তেমন নেই ৷ বরং ফ্যান চালালেই স্বস্তি ৷ দিনের বেলা বাইরে পা রাখলে রোদের আঁচ গায়ে লাগছে ৷ বসন্তের আবহে এখন চোখ রাঙাচ্ছে গরম ৷ শোনা যাচ্ছে, মার্চ মাসেই নাকি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহে পুড়বে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (temperature likely to increase further in march) ৷ এই বিষয়ে কি বলছে আলিপুর আবহাওয়া অফিস ?

হাওয়া অফিস অবশ্য এই সম্ভাবনায় জল ঢেলেছে ৷ তবে পারদ চড়ার যে প্রাথমিক ইঙ্গিত মিলছে, তাতে মার্চ না হলেও এপ্রিল-মে মাসে যে প্রচণ্ড তাপপ্রবাহে পুড়বে বাংলা তা ধরে নেওয়াই যায় । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে সামান্য কমে 20.2 ডিগ্রিতে ছিল । আজ, শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের ঘোরাফেরা করবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 4th March : প্রেমিকের সঙ্গে দারুণ দিন কাটাবেন কর্কট রাশির জাতক-জাতিকারা, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও পাহাড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে ৷

কলকাতা, 4 মার্চ : শীত বিদায় নিয়েছে ৷ রাতের দিকেও ঠান্ডার আমেজ তেমন নেই ৷ বরং ফ্যান চালালেই স্বস্তি ৷ দিনের বেলা বাইরে পা রাখলে রোদের আঁচ গায়ে লাগছে ৷ বসন্তের আবহে এখন চোখ রাঙাচ্ছে গরম ৷ শোনা যাচ্ছে, মার্চ মাসেই নাকি 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার তীব্র দাবদাহে পুড়বে শহর কলকাতা-সহ দক্ষিণবঙ্গ (temperature likely to increase further in march) ৷ এই বিষয়ে কি বলছে আলিপুর আবহাওয়া অফিস ?

হাওয়া অফিস অবশ্য এই সম্ভাবনায় জল ঢেলেছে ৷ তবে পারদ চড়ার যে প্রাথমিক ইঙ্গিত মিলছে, তাতে মার্চ না হলেও এপ্রিল-মে মাসে যে প্রচণ্ড তাপপ্রবাহে পুড়বে বাংলা তা ধরে নেওয়াই যায় । কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে বৃহস্পতিবার রাতের তাপমাত্রা ছিল সর্বোচ্চ 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য কম । সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে সামান্য কমে 20.2 ডিগ্রিতে ছিল । আজ, শুক্রবার গোটা দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে দিন । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 31 ডিগ্রি এবং 21 ডিগ্রি সেলসিয়াসের ঘোরাফেরা করবে । বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই ৷

আরও পড়ুন : ETV Bharat Horoscope for 4th March : প্রেমিকের সঙ্গে দারুণ দিন কাটাবেন কর্কট রাশির জাতক-জাতিকারা, বাকিদের ভাগ্যে কী রয়েছে ?

তবে দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকলেও পাহাড়ে বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস ৷ দার্জিলিং ও কালিম্পং জেলার কয়েকটি জায়গায় আজ বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ৷ উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে আবহাওয়া মোটের উপর শুষ্ক থাকবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.