কলকাতা, 1 এপ্রিল : উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা থাকলেও দক্ষিণবঙ্গের প্রাপ্তি আপাতত খটখটে গরম । আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস দাবদাহে পুড়তে থাকা বঙ্গে হাসি ফোটাতে পারছে না । বিশেষ করে দক্ষিণবঙ্গে তো নয়ই । আলিপুর হাওয়া অফিসের পরিসংখ্যান বলছে, গত দশ বছরের তুলনায় চলতি বছরের মার্চ মাস 'ঠান্ডা' । তবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়নি । তাই তাপমাত্রা স্বাভাবিক বলেই মনে করছে হাওয়া অফিস (West Bengal Weather Update)।
হাওয়া অফিসের উপ অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "দু তিনদিন ধরে উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হচ্ছে । আগামী চার থেকে পাঁচদিন উত্তরবঙ্গের পাঁচটি জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হবে । পাশাপাশি নিচের তিন জেলা দুই দিনাজপুর এবং মালদায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে । সকালে আংশিক মেঘলা আকাশ এবং দিনভর শুষ্ক আবহাত্তয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়ে । বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিকেলের দিকে হাওয়া থাকবে । অন্যদিকে, বাংলাদেশ লাগোয়া তিনটি জেলা নদিয়া, মুর্শিদাবাদ এবং কিছুটা বীরভূমে হালকা বৃষ্টির ক্ষীণ সম্ভাবনা রয়েছে ।"
হাওয়া অফিসের উপ অধিকর্তা আরও জানিয়েছেন, এপ্রিলে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে কম থাকবে বলে মনে করা হচ্ছে । বৃষ্টির ক্ষেত্রে উত্তরবঙ্গে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে । সেখানে দক্ষিণবঙ্গে বৃষ্টি পরিমাণ মিশ্র । পূর্বাঞ্চলে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক হবে, দক্ষিণ পূর্বাঞ্চলে একটু কম বৃষ্টি হতে পারে বলে মনে করা হচ্ছে । গত একমাসে দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়নি । এপ্রিলেও বৃষ্টির ছবিটা সেভাবে উজ্জ্বল হওয়ার সম্ভাবনা নেই। এর ফলে চাষের উপর প্রভাব পড়বে । বিশেষ করে ধান এবং সবজি চাষে জলের জোগানের অভাব হতে পারে ।
আরও পড়ুন : ETV Bharat Horoscope for 1st April : মানসিক শান্তি থাকবে বজায়, সঙ্গে স্বাস্থ্যেও থাকবে ভাল, কোন রাশির ?
বৃহস্পতিবার রাতে কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে রাতের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কমে 33.6 ডিগ্রি স্পর্শ করেছে । সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি বৃদ্ধি পেয়ে 26.8 ডিগ্রি সেলসিয়াস । শুক্রবার দিনের আকাশ আংশিক মেঘলা । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 এবং 27 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে ৷