কলকাতা, 2 ডিসেম্বর : কুয়াশা মাখা ভোরবেলা বা ডিসেম্বরের নরম রোদে শীতের প্রত্যাশায় ভাটা পড়েছে । যা বৃহস্পতিবারও বজায় থাকবে । তবে শীতের আমেজ, ঠান্ডার পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে ধেয়ে আসছে ঘুর্ণিঝড় জাওয়াদ । যার প্রভাবে সপ্তাহান্তে ভিজবে দক্ষিণবঙ্গ ৷ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়ার দাপট (rain and stormy wind ) ৷ শনিবার ও রবিবার দিনটা কলকাতা ও উপকূলের জেলাগুলিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে ৷ তবে বাদ পড়বে না দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিও ৷ কমবেশি সব জেলাতেই প্রভাব ফেলবে Cyclone Jawad ৷
আলিপুর আবহাওয়া অফিস বলছে, থাইল্যান্ড উপকূলে সৃষ্ট নিম্নচাপ ঘূর্ণাবর্তে পরিণত হবে । থাইল্যান্ডের উপকুলে সৃষ্টি হওয়া এই নিম্নচাপ শক্তি বাড়িয়ে দক্ষিণ পূর্ব এবং পূর্ব মধ্য সাগরে প্রবেশ করবে ।সেখানেই উৎপত্তি হবে ঘূর্ণিঝড় জাওয়াদের । যার নাম রেখেছে সৌদি আরব । জওয়াদ ক্রমশ উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়বে । এর প্রভাব পড়বে দক্ষিণবঙ্গের (south bengal) জেলাগুলিতে । বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সঙ্গে 60-70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ।
শনিবার 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । তাই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই 24 পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় । এই জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । রবিবার অর্থাৎ, 5 ডিসেম্বর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও মালদা জেলায় । এই জেলাগুলিতে গোলাপি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদা জেলার জন্যও । কারণ সেদিন সংশ্লিষ্ট জেলার কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (West Bengal Weather Update) ।
আরও পড়ুন : Fishermen : সতর্কতা উপেক্ষা করেই নদীতে, গাছের ডালে দু’রাত কাটিয়ে বাঁচলেন 9 মৎস্যজীবী
ইতিমধ্যেই মৎস্যজীবীদের সমুদ্রে মাছ যেতে নিষেধ করা হয়েছে । সেই নিষেধাজ্ঞা আজ, বৃহস্পতিবার থেকেই জারি হচ্ছে । কারণ উপকূলবর্তী অঞ্চলে শনিবার থেকে হাওয়ার বেগ 30 থেকে 40 কিলোমিটার থাকবে । তা সর্বোচ্চ 80 কিলোমিটারে পৌঁছাতে পারে ।
বৃহস্পতিবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকবে ৷ সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং 19 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে । একেই জাঁকিয়ে শীত পড়ার সময় তার উপর বিয়ের মরসুম, সব মিলিয়ে এই অনাগত বৃষ্টির পূর্বাভাসে বিরক্ত বঙ্গবাসী ৷
আরও পড়ুন : Free medical camp for fishermen : ভারতীয় নৌসেনার উদ্যোগে মৎস্যজীবীদের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প