কলকাতা, 1 মে: কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে ঝোড়ো বাতাস বইছে গত কয়েকদিন ধরে। দমকা হাওয়ার গতিবেগ কখনও ঘণ্টায় 55 কিলোমিটার থাকছে। কখনও আবার থাকছে 64 কিলোমিটারের কাছাকাছি । আলিপুর আবহাওয়া দফতর ইতিমধ্যে বজ্রপাতের ব্যাপারে সতর্কতা জারি করেছে । পাশাপাশি জানানো হয়েছে, দুই বঙ্গেই আপাতত দুর্যোগ চলবে। থাকছে শিলাবৃষ্টির সম্ভবনাও ।
রবিবার কোনও কোনও অঞ্চলে বজ্রপাত-সহ বৃষ্টির আগাম পূর্বাভাস ছিল। সেই মতো দক্ষিণ বঙ্গের দুই চব্বিশ পরগনা, নদিয়া, হুগলি, হাওড়া এবং কলকাতাতেও ঝড় বৃষ্টি হয়েছে । পশ্চিমের জেলাগুলোর মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম,পশ্চিম বর্ধমান ও পশ্চিম মেদিনীপুরেও ঝড়বৃষ্টি হয়েছে । বাদ যায়নি উত্তরবঙ্গের মালদা, দুই দিনাজপুর এবং ওপরের জেলাগুলোর মধ্যে দার্জিলিং কালিম্পংও । মঙ্গলবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে এভাবেই বৃষ্টি চলবে । আবহাওয়ার খামখেয়ালিতে চাষেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা জারি করেছে হাওয়া অফিস ।
এই মুহূর্তে একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে । সেটির অবস্থান সিকিম থেকে উত্তর ছত্রিশগড় পর্যন্ত । এরফলে কিছু জলীয় বাষ্প এই রাজ্যের বাতাসে ঢুকছে । তার জেরে 2 ও 3 তারিখ পর্যন্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ দুই বঙ্গেই আগামী 4 থেকে 5 দিন ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে । আজ, মঙ্গলবার, ও বুধবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম, মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানের এই জেলাগুলিতে । সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে ৷ হাওয়ার গতিবেগ ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার হবে ।
আরও পড়ুন: সপ্তাহের প্রথম দিনে কোন রাশির অর্থযোগ? জেনে নিন রাশিফলে
উত্তরবঙ্গে আজ এবং আগামিকাল শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ারে এই পরিস্থিতিটা 3 তারিখ পর্যন্ত চলবে । রবিবার দুপুরে কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.9 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি । কিন্তু ঝড়বৃষ্টির কারণে সর্বোচ্চ তাপমাত্রা কমে দাঁড়িয়ে ছিল 35 ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুটোই স্বাভাবিক । বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 90 শতাংশ । গত চব্বিশ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ 5 মিলিমিটার । আজ সোমবার দিনের আকাশ মূলত মেঘলা । ঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 34 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে বলে হাওয়া অফিস জানিয়েছে ।