কলকাতা, 1 ডিসেম্বর : শীতের আগমনী নয়, অগ্রহায়ণ মাসের শেষভাগে বাংলায় দুর্যোগের পূর্বাভাস । চলতি সপ্তাহের শেষ তিনদিন বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর (Heavy rainfall forecast in south bengal) ৷ তাই ডিসেম্বরের প্রথম পাঁচদিন শীতের নরম রোদ বা শিরশিরানি নয় বরং প্যাচপ্যাচে কাদা জল আর অসময়ের বৃষ্টিতে ভেজার জন্য তৈরি থাকতে হবে ৷ রাজ্যবাসীর কাছে যা মোটেও সুখকর হবে না ।
নিম্নচাপের পূর্বাভাস ছিলই । দক্ষিণ থাইল্যান্ড ও তার আশপাশের সমুদ্রে মঙ্গলবার সকাল আটটায় নিম্নচাপ ঘনীভূত হয় । পরবর্তী 12 ঘণ্টায় তা আন্দামান সাগরের দিকে ধাবিত হতে থাকে । এরপর তা আগামীকালের মধ্যে পশ্চিম উত্তরাঞ্চলের দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে ধাবিত হয়ে পূর্ব মধ্য দিকে অবস্থান করবে । এর ফলে এই অঞ্চলে আগামী 24 ঘণ্টায় ঘূর্ণাবর্তের সৃষ্টি হবে । যা উত্তর পশ্চিম দিকে এগিয়ে অন্ধ্রপ্রদেশের উত্তর এবং ওড়িশা উপকূলে শনিবার আছড়ে পড়বে । ফলস্বরূপ শনিবার এবং রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে (West Bengal Weather Update) ।
আরও পড়ুন : Government Direction on Omicron : ওমিক্রনের সংক্রমণ রুখতে করোনার পরীক্ষা বৃদ্ধির নির্দেশ কেন্দ্রের
শনিবার 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে । তাই কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর । 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই 24 পরগনা, ঝাড়গ্রাম এবং হাওড়া জেলায় । এই জেলাগুলোর জন্য হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস । রবিবার অর্থাৎ, 5 ডিসেম্বর ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, ঝাড়গ্রাম, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান ও মালদা জেলায় । এই জেলাগুলিতে গোলাপি সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর ৷ হলুদ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, মালদা জেলার জন্যও । কারণ সেদিন সংশ্লিষ্ট জেলার কোথাও কোথাও 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর ।
আরও পড়ুন : Horoscope For 1st December : অর্থপ্রাপ্তি হবে মেষ রাশির জাতক-জাতিকাদের, অন্যদের ভাগ্যে কী রয়েছে...
দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম ও হাওড়া জেলায় শনিবার বজ্রবিদ্যুৎসহ 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে । রবিবার একইরকম পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে । দুর্যোগের শঙ্কায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ৷ সমুদ্র উপকূল অঞ্চলে প্রবল ঝড়ের সতর্কতা রয়েছে । শনিবার থেকে উপকূলীয় অঞ্চলগুলিতে সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে ৷
আজ, বুধবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ থাকবে রোদ ঝলমলে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 18 ডিগ্রি সেলসিয়াসে ঘোরাফেরা করবে । বৃহস্পতিবারও আকাশ পরিষ্কার থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷ শুক্রবার থেকে মুখভার হবে আকাশের । বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গ । দুর্যোগে ফের বিঘ্নিত হবে জনজীবন ।
এদিকে দুয়ারে পৌরভোট । নাগরিক পরিষেবা ঠিক আছে বলে প্রচার করছে শাসকদল । বিরোধিতা করছে বিরোধীরা । এই অবস্থায় পৌরভোটের আগে বৃষ্টিতে যদি ফের জলমগ্ন হয় শহর তাহলে অস্বস্তি বাড়বে কলকাতা পৌরসভার । ডিসেম্বরের প্রথম পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাস কলকাতা পৌরসভার আধিকারিকদের ঘুমের ব্যাঘাত ঘটতে যথেষ্ট ।