কলকাতা, 8 জানুয়ারি: ক্য়ালেন্ডারের পাতায় পৌষ মাস ৷ কিন্ত দেখা নেই কনকনে ঠান্ডার ৷ শীত-বিলাসীদের মনে প্রশ্ন পৌষ সংক্রান্তিতে কি শীত ফিরবে? হাওয়া অফিস ইতিমধ্যেই পূর্বাভাস দিয়েছে, বর্তমানে শীত না থাকলেও পৌষ সংক্রান্তিতে ফিরতে পারে ঠান্ডা ৷ তবে আপাতত 10 জানুয়ারি বুধবার পর্যন্ত আগের মতোই ঠান্ডা থাকবে ৷ এমনটাই পূর্বাভাস মিলেছে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে ৷
মরশুমের শুরুতে শীত জোর কদমে ব্য়টিং করলেও, এখন সেভাবে দেখা নেই কেন ? দেশের অন্যান্য অঞ্চলে শীত তো এত 'উষ্ণ' নয়। তবে বঙ্গবাসী কেন বঞ্চিত শীতের আমেজ থেকে ৷ সেই প্রসঙ্গেই হাওয়া অফিস সূত্রে জানানো হয়েছে, উত্তর-পশ্চিম ভারতে শীতের খেলা চলছে জোর কদমে ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রত্যক্ষ উপস্থিতির কারণে শীতের দেখা মিলছে ৷ দিনভর কনকনে ঠান্ডার আমেজ থেকে যাচ্ছে ৷ কিন্তু ভৌগলিক অবস্থানের কারণে পূর্ব-ভারত ঠান্ডার আমেজ থেকে বঞ্চিত হচ্ছে ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তুরে হাওয়া প্রবেশে বাধা সৃষ্টি হচ্ছে ৷ পশ্চিমি ঝঞ্ঝা সরে গেলেই উত্তুরে হাওয়া প্রবেশে করবে ৷ আর ঠান্ডাও ফিরবে পূর্বভারতে । সেই ঠান্ডার আমেজ পেতে গেলে অপেক্ষা করতে হবে উত্তুরে হাওয়া প্রবেশের ৷
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে 4 থেকে 5 ডিগ্রির উপরে থাকছে। পৌষ মাসে শীতের প্রভাব না থাকায় আবহবিদদের একাংশ বিশ্ব উষ্ণায়নকে দায়ী করছেন । এল নিনোর বছর চলছে। ফলে জলবায়ুর পরিবর্তনে যে ইঙ্গিত মিলছে তা শীত হারিয়ে যাওয়ার অন্যতম কারণ বলেও মনে করছে হাওয়া অফিস ৷ তবে পৌষ সংক্রান্তির শেষ পর্যায়ে শীত পড়তে পারে বলে আশ্বাস্ত করেছে আলিপুর আবহাওয়া দফতর ৷
রবিবার কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে পারদ ছিল ঊর্ধ্বমুখী। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.3ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.7ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.8 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল 94শতাংশ। আজ সোমবার সপ্তাহের প্রথম দিন ভোরের আকাশে কুয়াশা থাকলেও দিন রৌদ্রজ্বল। সর্বোচ্চ তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 17ডিগ্রি সোসসিয়াসের আশেপাশে থাকবে ।
আরও পড়ুন: