কলকাতা, 17 নভেম্বর: আগামী চার থেকে পাঁচ দিন বঙ্গের তাপমাত্রায় নেই কোনও পরিবর্তন ৷ শুষ্ক আবহাওয়া দক্ষিণে বজায় থাকবে ৷ সেই সঙ্গে বাতাসে হিমের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় শীতের আমেজ অনুভূত হবে বঙ্গবাসীর ৷ উত্তরে দার্জিলিং, কালিম্পংয়ে হালকা বৃষ্টি হলেও বাকি জায়গায় ছিটেফোঁটাও সম্ভাবনা নেই (Weather Forecast) ।
হাওয়া অফিসের আবহবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জন্য ঘূর্ণাবর্ত বা নিম্নচাপের কোনও পূর্বাভাস নেই। আগামী চার থেকে পাঁচ দিন পরিষ্কার শুষ্ক আবহাওয়া থাকবে। 18 নভেম্বর অর্থাৎ, আগামিকাল থেকে কয়েকদিন আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কিন্তু বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। তাপমাত্রা স্বাভাবিক থেকে কমই চলছে এখন। আগামী চার-পাঁচ দিনও এরকমই তাপমাত্রা থাকবে, খুব একটা পরিবর্তন নেই (Weather Report)।
তিনি আরও জানান, আগামী চার, পাঁচ দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে। কলকাতা বা তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনেরবেলা তাপমাত্রা 29 থেকে 30 ডিগ্রির কাছাকাছি থাকবে। কলকাতার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা 18 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে আগামী চার-পাঁচ দিন। পশ্চিমের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা 4 ডিগ্রির মতো কম থাকবে।
আরও পড়ুন: দিল্লিতে দূষণ একটু কমল, সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস
উত্তরবঙ্গের (North Bengal) ক্ষেত্রে সৌরিশ বন্দ্যোপাধ্যায় জানিয়েছন, প্রধানত শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং বা কালিম্পংয়ের দু'এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি অংশে শুষ্ক পরিষ্কার আবহাওয়া থাকবে। আগামী চার পাঁচ দিন উত্তরে তাপমাত্রা খুব একটা পরিবর্তন হবে না। কলকাতার ক্ষেত্রে যে তাপমাত্রা এখন চলছে, সেটা আগামী চার-পাঁচ দিন একই চলবে। তাপমাত্রা কমবে, কিন্তু বাড়বে না।"
বুধবার কলকাতা এবং আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.06 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা 17.06 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা 92 শতাংশ। বুধবার সকাল থেকেই আকাশ রৌদ্রজ্বল। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 29 ডিগ্রি এবং 18 ডিগ্রির আশেপাশে থাকবে।
আরও পড়ুন: গ্রহের বিরূপ অবস্থান কাটাতে ধর্মীয়স্থানে যাবেন কারা, জানুন রশিফলে