কলকাতা, 14 জানুয়ারি: জানুয়ারির শুরু থেকেই জাঁকিয়ে ঠান্ডা পড়েছে বাংলায় ৷ তাপমাত্রার পারদ নেমেছে দুই বঙ্গেই। একইসঙ্গে কুয়াশার দাপটও রয়েছে বঙ্গজুড়ে। কিন্তু মকর সংক্রান্তিতে পুরো উলটো পূর্বাভাস দিল হাওয়া অফিস ৷ আলিপুর আবহাওয়া দফতরের আধিকারিক গণেশ চন্দ্র দাস জানান, এবছর উষ্ণতম মকরসংক্রান্তি হতে চলেছে। যা গত একান্ন বছরে দেখা যায়নি (Hottest Makar Sankranti 2023)। এদিন কলকাতায় এক ধাক্কায় তাপমাত্রার পারদ চড়ল 5 ডিগ্রি সেলসিয়াস । আর এদিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি ৷
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 19.7 ডিগ্রি সেলসিয়াস। এক ধাক্কায় পারদ 5 ডিগ্রি চড়ে যাওয়ায়, সেই সঙ্গে সূর্যিমামারও দেখা পাওয়া যাচ্ছে না। বেলা বাড়লে রোদের দেখাও সেভাবে মেলেনি। মেঘলা আকাশে মুখভার আকাশে। মকর সংক্রান্তিতে উধাও শীত। এর আগে 2000 সালে 18.8 ছিল। 2015 সালে মকর সংক্রান্তিতে তাপমাত্রা ছিল 19.8 ডিগ্রি। গণেশ চন্দ্র দাস বলছেন, "বঙ্গোপসাগরে একটি উচ্চচাপ বলয় রয়েছে সেখান থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে উপকূল ও কলকাতা-সহ জেলাগুলোতে । তাই তাপমাত্রা অনেক বেড়ে গিয়েছে।
দিনের তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বেড়ে যাবে। আগামী 5 দিন উচ্চচাপ বলয় বঙ্গোপসাগরে বিরাজ করবে। আগামিকাল থেকে তাপমাত্রা দুই ডিগ্রি কমবে। তবে স্বাভাবিকের নীচে নামবে না। আগামী 24 ঘণ্টায় বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তবে, বুধবার দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া ও কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী পাঁচ দিন তাপমাত্রা খুব একটা কমবে না। আগামিকাল ও 16 জানুয়ারি সকালের দিকে দুই 24 পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া এবং কলকাতায় ঘন কুয়াশা থাকবে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরেই ফের ঊর্ধ্বমুখী হয়েছে তাপমাত্রার পারদ।
আরও পড়ুন: মকর সংক্রান্তি উপলক্ষ্যে বারাণসী-গঙ্গাসাগরে ডুব দিতে পুণ্যার্থীদের ভিড়
তবে শুধু আজ নয়, আগামী কয়েকদিন ধীরে ধীরে বাড়বে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। কলকাতার রাতের তাপমাত্রা বেড়ে 17 ডিগ্রিতে পৌঁছতে পারে। পিছিয়ে নেই জেলাগুলিও। সব জেলাতেই কম-বেশি তাপমাত্রার পারদ চড়েছে। 17 জানুয়ারি, মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আবার কমবে। 15 ডিগ্রিতে নামবে কলকাতার তাপমাত্রা, কিন্তু তার নীচে আর নামার সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আগামী 24 ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তুষারপাতের সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের সব জেলাতে ঘন কুয়াশা থাকবে 48 ঘণ্টা।