কলকাতা, 16 জানুয়ারি: শীতের মাঝেই বুধের বঙ্গে বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছে হাওয়া অফিস । এবার সেই বৃষ্টির দাপটেই পাহাড় আরও শীতল হবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির কারণেই দার্জিলিঙে তাপমাত্রা নামতে পারে হিমাঙ্কের নীচে। হতে পারে তুষারপাত।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুয়ায়ী, ঝড়খন্ডের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে ৷ পাশাপাশি বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে উচ্চচাপ বলয় ৷ এই দুই সিস্টেমের প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করবে । যার ফলে আগামিকাল থেকে বৃষ্টি হতে পারে ৷ এই দুটি সিস্টেম 19 তারিখ পর্যন্ত সক্রিয় থাকবে।
দক্ষিণবঙ্গে আজ সারাদিন শুষ্ক আবহাওয়া থাকলেও, আগামিকাল থেকেই শুরু হবে বৃষ্টির দাপট। বুধবার থেকেই কলকাতা-সহ উত্তর ও দক্ষিণ 24 পরগনা, দুই মেদিনীপুর,পূর্ব বর্ধমান, হাওড়া, হুগলিতে বৃষ্টির সম্ভাবনা আছে । বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা । 19 তারিখ শুক্রবার, দুই 24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টির হতে পারে । 20 তারিখ থেকে আবার বৃষ্টি বন্ধ হয়ে যাবে । আগামী দু'দিন অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার কলকাতা-সহ দুই 24 পরগনায় কুয়াশার দাপট থাকবে ৷ 19 তারিখ থেকে কুয়াশার দাপট কমে যাবে । বৃষ্টির কারণে সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি বৃদ্ধি পাবে । তবে 20 জানুয়ারি থেকে কমবে বৃষ্টিপাত ৷
উত্তরবঙ্গে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবাহওয়া দফতর ৷ হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, কালিম্পং, দার্জিলিং ও আলিপুরদুয়ারে বৃষ্টি হতে পারে । বুধ ও বৃহস্পতিবার দার্জিলিঙের তাপমাত্রা শূণ্য থেকে -2 ডিগ্রিও হতে পারে ৷ তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিঙে । ইতিমধ্যেই সিকিমে তুষারপাত শুরু হয়ে গিয়েছে ৷
আরও পড়ুন: