কলকাতা, 22 মার্চ: আকাশ ভরা মেঘ, বিক্ষিপ্ত বৃষ্টির হাত ধরে চৈত্রের গরম থেকে ছাড় পাওয়া গেল, এইরকম ভাবার কারণ নেই। হাওয়া অফিস বলছে দুর্যোগের ঘনঘটা বজায় আজ পর্যন্ত বজায় থাকবে। কোন কোন জেলায় আজ বৃষ্টি হতে চলেছে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। তারপরই আলোকজ্বল দিন। সূর্যের তাপে চড়বে পারদ। ভ্যাপসা গরমে কঠিন হবে মাথা বাঁচানো। গত কয়েকদিন ধরেই সর্বোচ্চ তাপমাত্রার পারদ প্রায় 8 ডিগ্রি নেমে গিয়েছিল। ক্যালেন্ডার চৈত্র মাস দেখালেও রাতে ফ্যান চালাতে হচ্ছিল না (West Bengal Weather News)।
বর্ষার ভেজা স্যাঁতস্যাঁতে আবহ। ঘূর্ণাবর্তের জেরে আবহাওয়ার এই খামখেয়ালিপনা। তবে এবার মেঘলা আকাশ বৃষ্টি কাটতে চলেছে। দুর্যোগের রেশ থাকবে মেরে কেটে আজকের দিনটা ৷ তারপর আবহাওয়ার উন্নতি হবে। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ পর্যন্ত কালবৈশাখীর হাত ধরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা থাকছে। মঙ্গলবার রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। সকালে রোদ উঠলেও বেলা বাড়ার সঙ্গে আকাশ মেঘলা হয়েছে। কলকাতা এবং তৎপ্বার্শবর্তী অঞ্চলে মঙ্গলবার দুপুরে বেশ ভালো বৃষ্টি হয়েছে। ফলে বর্ষাতি সঙ্গে না-নিয়ে বেরোনোর মানুষজন বিড়ম্বনায় পড়েছিলেন।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আরও কয়েকটি জেলায় আজও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টি হবে। কলকাতা ছাড়াও বৃষ্টি হবে হাওড়া, দুই 24 পরগনা, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। বৃষ্টির সঙ্গে কোথাও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আগামিকাল বৃহস্পতিবার থেকে আকাশ পরিষ্কার হয়ে যাবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের ক্ষেত্রে সব জেলাতেই আজ বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। আগামিকাল বৃহস্পতিবার থেকে এই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতে শুরু করবে। ঝড়-বৃষ্টির পরিমাণ কমবে, উত্তর এবং দক্ষিণদুই বঙ্গ থেকেই বৃষ্টি কমবে।
আরও পড়ুন: শক্তিশালী ভূমিকম্পে কাঁপল দিল্লি-সহ উত্তর ভারত
আলিপুর আবহাওয়া অফিস আরও জানিয়েছে, মঙ্গলবার কলকাতা এবং তৎপ্বা্শবর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.8 ডিগ্রি সেলসিয়াস।স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 21.4 ডিগ্রি সেলসিয়াস । স্বাভাবিকের চেয়ে 2 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯০ শতাংশ। গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 8.8 মিলিমিটার। বৃষ্টির কারণে গত কয়েকদিন রাজ্যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি নীচে নেমেছিল। মঙ্গলবার থেকে তা বাড়তে শুরু করেছে। আজ থেকে তাপমাত্রা আরও চড়তে শুরু করবে। আকাশ আংশিক মেঘলা থাকবে। ঝড়-বৃষ্টি সঙ্গে দমকা হাওয়াও বইবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 32 ডিগ্রি এবং 21 ডিগ্রির আশেপাশে থাকবে।