কলকাতা, 15 ফেব্রুয়ারি: বঙ্গে শীতের পারফরম্যান্স ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত মাত্র 75 দিনের মধ্যে 27 দিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে নেমেছিল । অর্থাৎ 36 শতাংশ নম্বর পেয়েছে শীত । সেই পাশ মার্কের নিয়মে শীত পাশ মার্কের সামান্য উপরে নম্বর পেয়েছে ।
সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে যত কম থাকবে, ততই কনকনে ঠান্ডা অনুভূত হবে । হাড়কাঁপানো ঠান্ডার ইনিংস দীর্ঘায়িত না হওয়ার কারণ ন'টি পশ্চিমী ঝঞ্ঝা । ফলে শীতের আকাশ 50 দিন মেঘের আড়ালে কাটিয়েছে । চলতি ফেব্রুয়ারিতে শীত যখন বিদায় নিচ্ছে তখনও ঝঞ্ঝার কাঁটা বাগড়া দিতে উপস্থিত । শীতের বিদায় ঘণ্টা বেজে গিয়েছে, এখনও ঠান্ডা রয়ে গিয়েছে ।
আরও পড়ুন : Bengal School Reopening : 16 ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে প্রাথমিক স্কুল
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশে রাতের সর্বোচ্চ তাপমাত্রা 26.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে দুই ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে 3 ডিগ্রি কমে হয়েছিল 14.1 ডিগ্রি সেলসিয়াস । আজ মঙ্গলবার রৌদ্রজ্জ্বল দিন ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 27 ডিগ্রি এবং 14 ডিগ্রিতে ঘোরাফেরা করবে (West Bengal Weather Forecast Mainly Clear Sky) । শীতের শেষেও ঝঞ্ঝার কাঁটা পিছু ছাড়ছে না । চলতি সপ্তাহে আর্ন্তজাতিক ক্রিকেটের আসর কলকাতায় । 16-20 ফেব্রুয়ারি খেলা হবে । কিন্তু রোদ নয়, মেঘলা আকাশের কথা জানিয়েছে আবহাওয়া অফিস ।