কলকাতা, 18 জানুয়ারি : মাঘে কনকনে ঠান্ডার অনুভূতি ফিরতে শুরু করেছে । পারদের পতন ধারাবাহিকভাবে নেমে গত 48 ঘণ্টায় 12 থেকে 13 ডিগ্রির আশপাশে রয়েছে । সাতদিন আগেও যে আবহাওয়া শীতের অকাল বিদায়, উষ্ণ মাঘ মাসের ইঙ্গিত দিচ্ছিল । কিন্তু আগামী ক'দিন উত্তর ও দক্ষিণ বঙ্গের আবহাওয়ায় খুব কিছু পরিবর্তন হবে না, জানিয়েছে আবহাওয়া অফিস (West Bengal Weather Forecast mainly clear sky) ৷
সোমবার জানুয়ারি মাসের শীতলতম দিন ছিল । এদিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল 22.5 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা 12.4 ডিগ্রি, স্বভাবিকের থেকে 2 ডিগ্রি কম ৷ আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ ও সর্বনিম্ন পরিমাণ যথাক্রমে 91% ও 52% ৷
আরও পড়ুন : Kolkata Book Fair : 28 ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা
কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলে ঠান্ডার এই মারকাটারি ব্যাটিং মঙ্গলবারও বজায় থাকবে । আলিপুরের পূর্বাভাস সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি এবং সর্বনিম্ন 13 ডিগ্রির কাছাকাছি থাকবে । ভোরের দিকে ঘন কুয়াশা দৃশ্যমানতায় বাধার সৃষ্টি করবে । ফলে যানবাহনের চলাচলে বাধার সৃষ্টি হতে পারে । তবে দিনভর রৌদ্রজ্জ্বল আকাশ জমিয়ে শীতের মঞ্চ গড়ে দেবে । হাওয়া অফিস বলছে আর এক বা দুই দিন পারদের এই নিম্নমুখী যাত্রা থাকলেও তা লম্বা ইনিংসে পরিণত হওয়ার সম্ভাবনা কম ।