কলকাতা, 17 জানুয়ারি: পৌষ ঠান্ডার ঝোড়ো ব্যাটিংয়ে ইনিংস শেষ করলেও মাঘের শুরু বাঘের গায়ে নয়, বৃষ্টিতে ৷ পূর্বাভাস অনুযায়ী আজ এবং আগামিকাল অর্থাৎ বুধ ও বৃহস্পতিবার দার্জিলিংয়ে তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা আছে ৷ এর পরিমাণ ও ব্যাপকতাও বাড়বে উত্তরবঙ্গে ৷ উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আজ ও কাল ৷ পরশু শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ৷ দক্ষিণবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ এর জন্য দায়ী পশ্চিমী ঝঞ্ঝার ঠান্ডা বাতাস এবং বঙ্গোপসাগর থেকে আসা গরম হাওয়া ৷
পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনার কিছু এলাকায় আজ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা আছে ৷ বুধ এবং বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ৷ আগামিকাল, বৃহস্পতিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর-দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়াতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা ৷ পশ্চিমের জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে ৷ তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা তেমন একটা নেই ৷ পশ্চিমী ঝঞ্ঝা এখন ঝাড়খণ্ডের উপর অবস্থান করছে ৷ অন্যদিকে বঙ্গোপসাগরে উচ্চচাপ অঞ্চল তৈরি হওয়াতেই আবহাওয়ার পরিবর্তন ৷ পশ্চিমী ঝঞ্ঝার শীতল হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে পূবালী গরম হাওয়ার কারণেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে রাজ্যে ৷
ভোরে ঘন কুয়াশার দাপট থাকবে ৷ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 16-17 ডিগ্রিতে পৌঁছে যাবে ৷ শনিবার 20 জানুয়ারি পর্যন্ত এই আবহাওয়া থাকবে ৷ হাওয়া অফিসের এই পূর্বাভাসে শীত তুলনায় কমতে পারে ৷ মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে পাঁচ ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 93 শতাংশ ৷ আজ, বুধবার ভোরে কুয়াশাচ্ছন্ন থাকবে ৷ দিনের বাকি অংশে আংশিক মেঘলা আকাশ ৷ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 22 ডিগ্রি এবং 13 ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে ৷
আরও পড়ুন:
বৃষ্টির দাপটে পাহাড়ে তুষারপাত, দক্ষিণে কমবে 'শীতের নাচন'!
বুধে কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন পদাধিকারীদের সুনজরে পড়বেন কোন রাশির জাতকরা, জানুন রাশিফলে