কলকাতা, 28 নভেম্বর : ভোরের দিকে জমাট কুয়াশা ৷ আর বেলা বাড়ার সঙ্গে দৃশ্যমানতায় ধোঁয়ার আস্তরণ ৷ এরই সঙ্গে সূর্যাস্তের পর ঠান্ডার শিরশিরানি ৷ নভেম্বরের শেষেও তিলোত্তমায় শুধু শীত শীত আমেজ ৷ কিন্তু প্রকৃত ঠান্ডা পড়ার আবাহনী নয় ৷ আলিপুর আবহাওয়া অফিসও সুখবর শোনাতে পারছে না ৷ তাই কনকনে শীতের জন্য চাতক পাখির মতো অপেক্ষা ছাড়া আর কিছুই করার নেই কলকাতাবাসীর ৷
যদিও তাপমাত্রা নিচে নামার দিকে ইঙ্গিত দিচ্ছে West Bengal Weather Forecast ৷ গত কয়েকদিনের তুলনায় সপ্তাহান্তে বাতাসে ঠান্ডার শিরশিরানি বেড়েছে ৷ পারদ নিম্নমুখী হলেও ঠান্ডার আগমনে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের শঙ্কা । উপগ্রহ চিত্র বলছে, ওড়িশা উপকূলে একটি নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে । যা ঠান্ডা বাতাসের আগমনে বাধা হয়েছে । মোটের উপর তাই রোদ ঝলমলে দিন থাকলেও তা বদলের ইঙ্গিত রয়েছে । এদিকে কলকাতার বাতাসে দূষণের মাত্রা বাড়ছে । সবচেয়ে খারাপ পরিস্থিতি হাওড়ার ঘুষুড়িতে । তাই শীত দেরীতে হলেও জাঁকিয়ে পড়ার সম্ভাবনা যেমন রয়েছে তেমনই দূষণে জেরবার হওয়ার শঙ্কাও রয়েছে ৷
রবিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আকাশ মোটের উপর পরিষ্কার থাকবে । রৌদ্রজ্জ্বল দিনের সঙ্গে সামঞ্জস্য রেখে নভেম্বরের শেষ রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা 28.2 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে । সর্বনিম্ন তাপমাত্রা 18.2 ডিগ্রি স্পর্শ করলেও তা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ এবং সর্বনিম্নের শতকরা হার 92 এবং 42 শতাংশ ।