ETV Bharat / state

লাদাখে শহিদ পশ্চিমবঙ্গের দুই জওয়ানের শ্রদ্ধায় মোমবাতি মিছিল রাজ্য BJP-র - State BJP candle march

ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন পশ্চিমবঙ্গের দুই জওয়ান রাজেশ ওঁরাং ও বিপুল রায় ৷ তাই তাঁদের শ্রদ্ধা জানাতে আজ মোমবাতি মিছিল করল রাজ্য BJP ৷

BJP  candle march
মোমবাতি মিছিল রাজ্য BJP-র
author img

By

Published : Jun 18, 2020, 2:28 AM IST

কলকাতা, 17 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন পশ্চিমবঙ্গের দুই জওয়ান রাজেশ ওঁরাং ও বিপুল রায় ৷ তাই তাঁদের শ্রদ্ধা জানাতে আজ মোমবাতি মিছিল করল রাজ্য BJP ৷ এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ৷

আজ রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে মোমবাতি মিছিল শুরু হয় ৷ মিছিল শেষ হয় চাদনিচকের রানা প্রতাপের মূর্তির সামনে ৷ তবে, এই মিছিলকে ঘিরেও বাধার মুখে পড়তে হয় BJP-কে ৷ আসলে এই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না ৷ তাই প্রথমে মুরলিধর সেন লেনে ব্যারিকেড দিয়ে মিছিল বন্ধ করে দেয় পুলিশ ৷ পরে ব্যারিকেড তুলে নেয় পুলিশ ৷

মিছিলের নেতৃত্বে থাকা লকেট চট্টোপাধ্যায় বলেন, "20 জন সেনা বলিদান দিয়েছেন ৷ তাঁদের জন্য এই মোমবাতি মিছিল হচ্ছে ৷ আমরা এই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি ৷ পুলওয়ামার ঘটনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমরা চাই যুদ্ধ করে নয়, শান্তির মাধ্যমে বিষয়টা শেষ হোক ৷ তবে, আমি আশাবাদী চিনকেও পালটা জবাব দেবেন প্রধানমন্ত্রী ৷ সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন এখন কোনও রাজনীতি নয় ৷ প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে এইসময় সব রাজনৈতিক দলকে একজোট হতে হবে ৷"

সোমবার রাতে লাদাখের নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিন সেনাদের মধ্যে হাতাহাতি হয় ৷ তাতে শহিদ হন ভারতীয় সেনার তিন জন ৷ গুরুতর জখম হন ভারতীয় সেনার 17 জন ৷ পরে ঠান্ডার কারণে ওই 17 জনের মৃত্যু হয় ৷ ওই 17 জনের মধ্যেই ছিলেন বীরভূমের রাজেশ ওঁরাং ও আলিপুরদুয়ারের বিপুল রায় ৷

কলকাতা, 17 জুন : লাদাখে ভারত-চিন সংঘর্ষে শহিদ হয়েছেন পশ্চিমবঙ্গের দুই জওয়ান রাজেশ ওঁরাং ও বিপুল রায় ৷ তাই তাঁদের শ্রদ্ধা জানাতে আজ মোমবাতি মিছিল করল রাজ্য BJP ৷ এই মিছিলের নেতৃত্ব দেন রাজ্য BJP-র সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায় ৷

আজ রাজ্য BJP-র সদর কার্যালয় থেকে মোমবাতি মিছিল শুরু হয় ৷ মিছিল শেষ হয় চাদনিচকের রানা প্রতাপের মূর্তির সামনে ৷ তবে, এই মিছিলকে ঘিরেও বাধার মুখে পড়তে হয় BJP-কে ৷ আসলে এই মিছিলের জন্য পুলিশের অনুমতি ছিল না ৷ তাই প্রথমে মুরলিধর সেন লেনে ব্যারিকেড দিয়ে মিছিল বন্ধ করে দেয় পুলিশ ৷ পরে ব্যারিকেড তুলে নেয় পুলিশ ৷

মিছিলের নেতৃত্বে থাকা লকেট চট্টোপাধ্যায় বলেন, "20 জন সেনা বলিদান দিয়েছেন ৷ তাঁদের জন্য এই মোমবাতি মিছিল হচ্ছে ৷ আমরা এই সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিচ্ছি ৷ পুলওয়ামার ঘটনার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আমরা চাই যুদ্ধ করে নয়, শান্তির মাধ্যমে বিষয়টা শেষ হোক ৷ তবে, আমি আশাবাদী চিনকেও পালটা জবাব দেবেন প্রধানমন্ত্রী ৷ সমস্ত রাজনৈতিক দলের কাছে আমাদের আবেদন এখন কোনও রাজনীতি নয় ৷ প্রধানমন্ত্রীর হাতকে শক্ত করতে এইসময় সব রাজনৈতিক দলকে একজোট হতে হবে ৷"

সোমবার রাতে লাদাখের নিয়ন্ত্রণরেখায় ভারত ও চিন সেনাদের মধ্যে হাতাহাতি হয় ৷ তাতে শহিদ হন ভারতীয় সেনার তিন জন ৷ গুরুতর জখম হন ভারতীয় সেনার 17 জন ৷ পরে ঠান্ডার কারণে ওই 17 জনের মৃত্যু হয় ৷ ওই 17 জনের মধ্যেই ছিলেন বীরভূমের রাজেশ ওঁরাং ও আলিপুরদুয়ারের বিপুল রায় ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.