ETV Bharat / state

Panchayat Elections 2023: পঞ্চায়েত ভোটের দফা বৃদ্ধি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, জানালেন কমিশনার - সুপ্রিম কোর্ট

পঞ্চায়েত নির্বাচনের নিরাপত্তার জন্য কেন্দ্রীয় বাহিনী পশ্চিমবঙ্গে আসতে শুরু করেছে ৷ কীভাবে কোন্দ্রীয় বাহিনী কাজ করবে, তা নিয়ে দফায় দফায় বৈঠকও হয়েছে কমিশনে ৷

West Bengal SEC
West Bengal SEC
author img

By

Published : Jun 24, 2023, 5:59 PM IST

কলকাতা, 24 জুন: পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু বিরোধীদের দাবি, রাজ্যের সর্বত্র নিরাপদে ভোট প্রক্রিয়া শেষ করতে এই পরিমাণ বাহিনী মোটেও পর্যাপ্ত নয় ৷ তাই তারা নির্বাচনের দফা বাড়ানোর দাবি তুলেছে ৷ তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিশনের তরফে ৷ শনিবার এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে 22 কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু তার পর হাইকোর্ট কমিশনকে এই সিদ্ধান্তের জন্য ভর্ৎসনা করে ৷ আর 2013 সালের পঞ্চায়েত ভোটের মতোই বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় ৷ তার পর দ্বিতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আরও 800 কোম্পানি বাহিনী চায় কমিশন ৷

কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে 337 কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷ সেই বাহিনী শুক্রবার থেকে রাজ্যে প্রবেশ করার কাজ শুরু করেছে ৷ শনিবার বিভিন্ন জায়গায় রুটমার্চও করেছে বাহিনী ৷ এর মধ্যেই শুক্র ও শনিবার কেন্দ্রীয় বাহিনীর পদস্থ কর্তাদের সঙ্গে কমিশনের দফায় দফায় বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ তাছাড়া শুক্রবারই কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাকি 485 কোম্পানি বাহিনী নিয়ে চিঠি লিখে আবেদন করা হয়েছে ।

আরও পড়ুন: অশান্ত ভাঙড়ে পৌঁছল 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, এবার পঞ্চায়েত নির্বাচন আগামী 8 জুলাই ৷ গত 8 জুন বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা করা হয় ৷ পরদিন বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ প্রাথমিকভাবে রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর কথা ভেবেছিল নির্বাচন কমিশন ৷ পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য থেকেও বাহিনী আনার পরিকল্পনা করে তারা ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট প্রথম স্পর্শকাতর জেলাগুলিতে ও পরে সারা রাজ্য়েই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় ৷

সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ কিন্তু শীর্ষ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখে ৷ খারিজ করে দেয় রাজ্য ও কমিশনের আবেদন ৷ তার পর আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়া কোনও উপায় ছিল না কমিশনের কাছে ৷ কিন্তু তারা জেলা পিছু 1 কোম্পানি করে বাহিনী চাওয়ায় বিতর্ক তৈরি হয় ৷ আদালতে ভর্ৎসিত হওয়ার পর বাহিনীর সংখ্যা বেড়েছে ৷ এখন দেখার পঞ্চায়েত নির্বাচন এই বাহিনীতেই হয়, নাকি আরও চাওয়া হয় !

আরও পড়ুন: বাড়ানো হোক দফা, 2013 মডেলে পঞ্চায়েত নির্বাচনের দাবি শুভেন্দুর

কলকাতা, 24 জুন: পঞ্চায়েত ভোটের নিরাপত্তার জন্য 822 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছে রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু বিরোধীদের দাবি, রাজ্যের সর্বত্র নিরাপদে ভোট প্রক্রিয়া শেষ করতে এই পরিমাণ বাহিনী মোটেও পর্যাপ্ত নয় ৷ তাই তারা নির্বাচনের দফা বাড়ানোর দাবি তুলেছে ৷ তবে এই বিষয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি কমিশনের তরফে ৷ শনিবার এমনটাই জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীবা সিনহা ৷

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টে ধাক্কা খাওয়ার পর কেন্দ্রীয় বাহিনী দিয়ে পঞ্চায়েত ভোট করাতে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে 22 কোম্পানি বাহিনী চায় রাজ্য নির্বাচন কমিশন ৷ কিন্তু তার পর হাইকোর্ট কমিশনকে এই সিদ্ধান্তের জন্য ভর্ৎসনা করে ৷ আর 2013 সালের পঞ্চায়েত ভোটের মতোই বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় ৷ তার পর দ্বিতীয় দফায় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে আরও 800 কোম্পানি বাহিনী চায় কমিশন ৷

কমিশন সূত্রে খবর, সব মিলিয়ে 337 কোম্পানির অনুমোদন দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে ৷ সেই বাহিনী শুক্রবার থেকে রাজ্যে প্রবেশ করার কাজ শুরু করেছে ৷ শনিবার বিভিন্ন জায়গায় রুটমার্চও করেছে বাহিনী ৷ এর মধ্যেই শুক্র ও শনিবার কেন্দ্রীয় বাহিনীর পদস্থ কর্তাদের সঙ্গে কমিশনের দফায় দফায় বৈঠক হয়েছে ৷ সেই বৈঠকে বাহিনী মোতায়েন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে ৷ তাছাড়া শুক্রবারই কমিশনের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাকি 485 কোম্পানি বাহিনী নিয়ে চিঠি লিখে আবেদন করা হয়েছে ।

আরও পড়ুন: অশান্ত ভাঙড়ে পৌঁছল 1 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

উল্লেখ্য, এবার পঞ্চায়েত নির্বাচন আগামী 8 জুলাই ৷ গত 8 জুন বিকেলে রাজ্য নির্বাচন কমিশনের তরফে ভোট ঘোষণা করা হয় ৷ পরদিন বিজ্ঞপ্তি জারি করা হয় ৷ প্রাথমিকভাবে রাজ্য পুলিশ দিয়েই ভোট করানোর কথা ভেবেছিল নির্বাচন কমিশন ৷ পাশাপাশি বেশ কয়েকটি রাজ্য থেকেও বাহিনী আনার পরিকল্পনা করে তারা ৷ কিন্তু কলকাতা হাইকোর্ট প্রথম স্পর্শকাতর জেলাগুলিতে ও পরে সারা রাজ্য়েই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দেয় ৷

সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ৷ কিন্তু শীর্ষ আদালতও হাইকোর্টের রায় বহাল রাখে ৷ খারিজ করে দেয় রাজ্য ও কমিশনের আবেদন ৷ তার পর আর কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছাড়া কোনও উপায় ছিল না কমিশনের কাছে ৷ কিন্তু তারা জেলা পিছু 1 কোম্পানি করে বাহিনী চাওয়ায় বিতর্ক তৈরি হয় ৷ আদালতে ভর্ৎসিত হওয়ার পর বাহিনীর সংখ্যা বেড়েছে ৷ এখন দেখার পঞ্চায়েত নির্বাচন এই বাহিনীতেই হয়, নাকি আরও চাওয়া হয় !

আরও পড়ুন: বাড়ানো হোক দফা, 2013 মডেলে পঞ্চায়েত নির্বাচনের দাবি শুভেন্দুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.