কলকাতা, 15 সেপ্টেম্বর : গতকালের তুলনায় কমল দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 707 ৷ আগের দিন যা ছিল 743 ৷ গত 24 ঘণ্টায় কমেছে মৃত্যুও ৷ আগের দিন 14 জন মারা যান ৷ গত 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 7 জনের ৷
রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 15 লাখ 59 হাজার 567 ৷ গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 725 জন ৷ সবমিলিয়ে সুস্থের সংখ্যা 15 লাখ 32 হাজার 922 ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 18 হাজার 620 জনের ৷ সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 25 ৷ সুস্থতার হার 98.29 শতাংশ ৷
আজ মোট 39 হাজার 642 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে 1 কোটি 76 লাখ 21 হাজার 195 ৷ আক্রান্তের নিরিখে শীর্ষে কলকাতা ৷ 24 ঘণ্টায় আক্রান্ত হয়েছে 129 জন ৷ এরপরেই রয়েছে উত্তর 24 পরগনা ৷ এখানে আক্রান্তের সংখ্যা 125 ৷