ETV Bharat / state

West Bengal Corona Update : বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ; উদ্বেগ বাড়াল কলকাতা, উত্তর 24 পরগনা

রাজ্যের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে উত্তর চব্বিশ পরগনা, কলকাতা ৷ উত্তর 24 পরগনা ও কলকাতা করোনা সংক্রমণে টেক্কা দিচ্ছে ৷ গত 24 ঘণ্টায় উত্তর 24 পরগনায় আক্রান্তের সংখ্যা 116 আর কলকাতায় আক্রান্ত হয়েছেন 106 জন ৷ গত 24 ঘণ্টায় কলকাতায় মৃত্যু হয়েছে 1 জনের ৷ সেখানে উত্তর 24 পরগনায় মৃত্যু হয়েছে 3 জনের ৷

West Bengal Corona Update
বাড়ল দৈনিক সংক্রমণ
author img

By

Published : Sep 1, 2021, 8:26 PM IST

কলকাতা, 1 সেপ্টেম্বর : ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 679 জন ৷ গতকাল যা ছিল 546 ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 13 ৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 49 হাজার 283 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 681 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত সেরে উঠেছেন 15 লাখ 22 হাজার 23 জন ৷ সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 801 জন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

আজ মোট 38 হাজার 103 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 1 কোটি 70 লাখ 39 হাজার 151টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 9 লাখ 57 হাজার 497 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2 লাখ 89 হাজার 770 জন ৷ সবমিলিয়ে রাজ্যে 4 কোটি 10 লাখ 59 হাজার 265 জন প্রথম ডোজ পেয়েছেন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট 1 কোটি 15 লাখ 45 হাজার 780 জন ৷

কলকাতা, 1 সেপ্টেম্বর : ফের বাড়ল রাজ্যের দৈনিক সংক্রমণ ৷ গত 24 ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন 679 জন ৷ গতকাল যা ছিল 546 ৷ 24 ঘণ্টায় মৃত্যু হয়েছে 12 জনের ৷ গতকাল সেই সংখ্যাটা ছিল 13 ৷

রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল 15 লাখ 49 হাজার 283 ৷ গত 24 ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন 681 জন ৷ সবমিলিয়ে এখনও পর্যন্ত সেরে উঠেছেন 15 লাখ 22 হাজার 23 জন ৷ সক্রিয় রোগীর সংখ্যা 8 হাজার 801 জন ৷

আরও পড়ুন : Mamata Banerjee : প্রয়োজনে পোলিয়ো অভিযানের মতোই হবে শিশুদের টিকাকরণ, আশ্বাস মমতার

আজ মোট 38 হাজার 103 জনের নমুনা পরীক্ষা হয়েছে ৷ এখনও পর্যন্ত মোট 1 কোটি 70 লাখ 39 হাজার 151টি নমুনা পরীক্ষা হয়েছে ৷ আজ ভ্যাকসিনের প্রথম ডোজ পেয়েছেন 9 লাখ 57 হাজার 497 জন ৷ আর দ্বিতীয় ডোজ পেয়েছেন 2 লাখ 89 হাজার 770 জন ৷ সবমিলিয়ে রাজ্যে 4 কোটি 10 লাখ 59 হাজার 265 জন প্রথম ডোজ পেয়েছেন ৷ আর দ্বিতীয় ডোজ নিয়েছেন মোট 1 কোটি 15 লাখ 45 হাজার 780 জন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.