কলকাতা, 7 জুন : করোনার দৈনিক সংক্রমণের গ্রাফ নিম্নমুখীই ৷ মৃত্যুর সংখ্যা নামল 100-এর নীচে ৷ এদিকে বাড়ছে সুস্থতার হারও ৷ বর্তমানে রাজ্যে সুস্থতার হার 97.47 শতাংশ ৷ কলকাতাতেও উল্লেখযোগ্যভাবে কমছে সংক্রমণ ৷
আরও পড়ুন:পরীক্ষা বাতিলে বিরূপ প্রভাব ? পরীক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে আশঙ্কিত বিশেষজ্ঞরা
গত 24 ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 5 হাজার 427 জন ৷ গতকাল আক্রান্তের সংখ্যা ছিল 5 হাজার 887 জন ৷ একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে 98 জনের ৷ গতকাল সংখ্যাটি ছিল 103 ৷ গত 24 ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন 12 হাজার 290 জন ৷ উত্তর 24 পরগনা, কলকাতায় কমছে আক্রান্তের সংখ্যা ৷ এদিন উত্তর 24 পরগনা জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 1 হাজার 109 জন ৷ মৃত্যু হয়েছে 27 জনের ৷ মহানগরীতে আক্রান্তের সংখ্যা গত 24 ঘণ্টায় 528 জন ৷ মৃতের সংখ্যা 21 ৷